কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন ট্রিক্স নিয়ে তাই আর দেরি করবো না। চলুন শুরু করা যাক।
এন্টিভাইরাস আমাদের সকলেরই প্রয়োজন, ইন্টারনেট চালান অথচ নিরাপত্তার কথা ভাবববেন না তাই আবার হয় নাকি? ইন্টারনেট বিশ্বে নিরাপদ থাকতে চাইলে ব্যবহার করুন এন্টিভাইরাস।
কিন্তু একযায়গাতে এসেই কবি নিরব, সেটা হচ্ছে এন্টিভাইরাস কিনতে ত টাকা লাগে। প্রতিবছর ৭ ৮শ টাকা দিয়ে এন্টিভাইরাস কেনা সম্ভব নয়। তাহলে উপায়?
জ্বি আর নয় টেনশন, আর নয় হতাশা। আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি ফ্রি পেইড এন্টিভাইরাস।
আজকে আপনাদের ২ টি এন্টিভাইরাস ফ্রিতে নেওয়া দেখাবো।
1: AVG Internet Security 2020
2: McAfee Internet Security
এই দুটি এন্টিভাইরাস সম্পূর্ন ফ্রিতে পারসোনাল ইমেল এবং লাইসেন্স সহ পাবেন। তাই ভয়ের কিছুই না। এগুলো ক্রাক ভার্সন নাহ। এগুলো অফিসিয়াল ভার্সন।
এখ আসি এগুলো কিভাবে নিবেন। যারা এন্টিভাইরাস গুলি নিতে চান তাদের বুঝার সুবিধার্থে আমি একটি সম্পূর্ন ভিডিও টিউটোরিয়াল করেছি। যাদের প্রয়োজন তারা ভিডি টি দেখে নিন।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=dYlrZKqlSro
আমি সৌরভ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।