সাবধান সাবধান লালো ভাইরাস থেকে সাবধান Lalo Virus File lalo Removal and Recovery Guide

Level 2
জয়পুরহাট, Bangladeshi, জয়পুরহাট

লালো ভাইরাস (.Lalo) (Lalo Virus) করোনা ভাইরাসের সাথে সাথে হ্যাকাররাও এই সুযোগে অনেক কম্পিউটার হ্যাক করে নিয়েছে আর এরই মাঝে এরা ব্যতিক্রম পথ অবলম্বন করেছেন সফটওয়্যার মাধ্যমে ভাইরাসটি  ছড়িয়ে পড়তেছে কম্পিউটার।  এই ভাইরাসটির নাম লালু আপনি যখন কোনো কম্পিউটার অন করে সেখানে কোন সফটওয়্যার ইন্সটল করতে যাবেন ঠিক

লালো ভাইরাস (.Lalo) (Lalo Virus)

করোনা ভাইরাসের সাথে সাথে হ্যাকাররাও এই সুযোগে অনেক কম্পিউটার হ্যাক করে নিয়েছে আর এরই মাঝে এরা ব্যতিক্রম পথ অবলম্বন করেছেন

সফটওয়্যার মাধ্যমে ভাইরাসটি  ছড়িয়ে পড়তেছে কম্পিউটার।  এই ভাইরাসটির নাম লালু আপনি যখন কোনো কম্পিউটার অন করে সেখানে কোন সফটওয়্যার ইন্সটল করতে যাবেন ঠিক এই ইন্সটলের সময় এই সফটওয়্যার টি যখন রানিং হবে ঠিক সে সময় এ ভাইরাস আক্রমণ করে আরে ভাইরাস এত মারাত্মক হয়েছে।

যে এই ভাইরাসের কারণে আপনার কম্পিউটারের যত ফাইল রয়েছে সব ফাইল গুলোকে এটা করুন এবং তাতে একটা মেসেজ দিবে যে ভয়ের কোন কারণ নেই আপনার ফাইলগুলো আপনাকে ফেরত দেয়া হবে তবে আমাদের কাছ থেকে একটি সফটওয়্যার কিনে নিতে হবে আর এই সফটওয়্যারটি মূল্য আসবে ফিফটি পার্সেন্ট দিয়ে $ 490।

তো আমার পিসির যত ফাইলগুলি রয়েছে সব ফাইলগুলি প্রায় নষ্ট হয়ে গেছে আমি তারপরও রেখে দিয়েছি দেখি কি করা যায়।

আমি আপনাদের সতর্ক করার জন্য এই টিউটোরিয়ালটি লিখলাম যে যাতে করে আপনাদের কম্পিউটারের জনক কোন ডকুমেন্ট অথবা কোন ক্ষতি না হয়

এ ব্যাপারে আমি বিস্তারিত বর্ণনা দিব এবং কিছু লিংক এখানে দিব যে আপনার পড়ে নিতে পারেন অথবা আমার ওয়েবসাইটে এ ব্যাপারে আমি আলোচনা করেছি বিস্তারিত জেনে নিবেন।

এই সফটওয়্যার টি এমন একটা মারাত্মক সফটওয়্যার যে কোন সফটওয়্যার ইন্সটল দেওয়ার সময় আপনার কম্পিউটারকে অ্যাটাক করবে এপ্রিল মাসে আমরা সবাই সফটওয়্যার ইন্সটল দেয়া থেকে বিরত থাকব

ভাইরাস থেকে আপনার কম্পিউটারকে বাঁচাতে কি করবেন তা বিস্তারিত নিচের ভিডিওতে দেয়া হলো

বিস্তারিত

Level 2

আমি NRP NOYON। জয়পুরহাট, Bangladeshi, জয়পুরহাট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 46 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটা মানুষ আমি । বলার মতো কিছু নেই । ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করি । আর Life এর কথা বলতেছেন .....? আমার Life সম্পর্কে বলার মতো কিছু নেই । আর হ্যা আমি কিন্তু একটু জেদি । আমাকে যদি কেও বলে যে এইটা পারবি না ....! আমি সেই কাজটি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া, আমার কম্পিউটারে এমন হইছে। এখন কিভাবে কি করতে পারি? ভাইরাসটা কি সরাতে পারবো? আর ফাইলগুলো কি রিকোভার করলে ফেরত পাবো?