হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আসলে এন্টিভাইরাস বা ইন্টারনেট সিকিউরিটি আমাদের সবারই প্রয়োজন পড়ে নিরাপত্তার জন্য। কারন অনলাইনে সাইবার নিরাপত্তা এবং হ্যাকার থেকে রেহাই পেতে এবং ভাইরাস থেকে কম্পিউটার কে সুরক্ষিত রাখতে এন্টিভাইরাস খুবই জরুরি।
এছাড়া যারা বাইরের পেনড্রাইভ ব্যবহার করেন তাদের জন্য আরো বেশি জরুরি। নাহলে ভাইরাস দারা কম্পিউটার আক্রান্ত হলে প্রোয়জনীয় সকল ফাইল হারাতে হয়।
কিন্তু দুখের বিষয় হরো এন্টিভাইরাস বা ইন্টারনেট সিকিউরিটির দাম অনেকই বেশি। এগুলোর লাইসেন্স এর দাম বাংলাদেশ এ ১০০০-১০০০০ টাকার মত প্রায়। যা আমাদের মত সাধারন দের পক্সে কেনা সম্ভব না।
আবার অনলাইনে বিভিন্ন ক্রাক পায়া যায় যেগুলি আসলে অনিরাপদ। সেজন্য নিজে পারসোনাল লাইসেন্স ব্যবহার করাই ভালো।
আজ সে পদ্দতিটাই আপনাদের দেখাবো, কিভাবে নিজের ইমেল দিয়ে নিজের নামে ম্যাকাফি ইন্টারনেট সিকিউরিটি লাইসেন্স নিবেন।
ত চলুন বকরবকর না করে পুরো প্রসেসটা ভিডিোতে দেখে আসি
ভিডিও: https://youtu.be/zt7MDyxI9-o
আমি আকিব রাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।