ATM-থেকে টাকা তোলার সময় এই বিষয় গুলি মাথায় রাখুন। না হলে হয়ে জেতে পারে একাউন্ট থেকে টাকা চুরি।
প্রজুক্তির ক্রম বিবর্তনের আশীর্বাদে আজ মানুষের দৈনন্দিন জিবন হয়ে উঠেছে সহজ এবং সরল, প্রজুক্তির ক্রম বিবর্তনের একটি অন্যতম দিক হল ইন্টারনেট জগতের বিবর্তন। প্রায় সমস্ত রকম এর পরিসেবা আজ আপনার দোর গোড়ায়। সময় শ্রম এখন আপনার সাশ্রয়ের খাতায়।
আজ আমাদের কেনা কাটা থেকে শুরু করে খুব গুরুত্বপূর্ণ কাজ গুলি সেরে ফেলতে পারছি বারিতে বসেই।
এখানেই শেষ নয় এখন টাকার আদান প্রদানেও দখলদারি শুরু করেছে ইন্টারনেট।
এমনই একটি বিষয় হল ATM Card/Debit Card ব্যবহার করে টাকা তোলা বা জমা দেওয়া। এই পরিষেবা আমাদের টাকা আদান প্রদানের পধ্যতিকে একটি নতুন দিক দেখিয়েছে। সি সি টিভি তে রেকর্ড হওয়া ভিডিওটি দেখুন পড়া চালিয়ে জান
আমি মহিম কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 90 টিউনারকে ফলো করি।