আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই খুব ভালো আছেন।
আমরা আমাদের কম্পিউটার এর প্রয়োজনে সবাই কম বেশি আন্ট্রিভাইরাস ব্যবহার করি। যারা windows 10 ব্যবহার করি তারা অনেকেই আমার মত কোন আন্ট্রিভাইরাস ব্যবহার করেন না।তবে একটা কথা কি আন্ট্রিভাইরাস ব্যবহার করা ভালো। তা না হলে আপনার পিসি অনেক রিস্কে থাকে।বিভিন্ন ভাইরাস আপনার পিসিকে আটাক্ট করতে পারে।
অনেকেই আমরা ফ্রিতে আন্ট্রিভাইরাস ব্যবহার করি।বিভিন্ন পাইরেসি ওয়েবসাইট থিকে সিরিয়াল key দিয়ে আমরা আন্ট্রিভাইরাস চালায়।কিন্তু আসলে এগুলা দিয়ে তেমন কাজে আসে না।আমরা সবাই জানি আন্ট্রিভাইরাস আপডেট দিয়ে চালাতে হয়। নতুন ভাইরাস আগমনের সাথে সাথে আন্ট্রিভাইরাস আপডেট সেই ভাইরাস থিকে আপনার পিসিকে রক্ষা করতে।আমার জানা মতে পাইরেসি আন্ট্রিভাইরাস এর বেশি ভাগ আন্ট্রিভাইরাসেই আপডেট দেওয়া যায় না।আপডেট দিতে গেলে সেটা আর লাইসেন্স থাকে না।তাই কেউ সহজে আপডেট দেয় না।
এত এত ঝামেলা আর করতে হবে না।আপনাদের জন্য নিয়ে আসলাম বিট ডিফেন্ডার Total Security 2018 . এজন্য আর আপনাকে পাইরেসি করতে হবে না।এটি একটি অফিসিয়াল অফার সেটায় আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।
এজন্য আপনার তেমন কিছুই করার দরকার নেই আপনাদের যেন কোন সমস্যা নায় হয় সেজন্য কিভাবে এই আন্ট্রিভাইরাস আক্টিভ করবেন তার জন্য একটি ভিডিও তৈরি করেছি।সেটা দেখলেই হবে। তো ভিডিওটি দেখে নিন
আরো নতুন নতুন টিউটোরিয়াল পেতে টেকটিউনস এর সাথেই থাকুন মেতে উঠুন প্রযুক্তির সুরে।
আমি ওমর এফ বাসিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।