ইন্টারনেট কানেকশন ছাড়াই আপডেট করুন যে কোন অ্যান্টিভাইরাস

টিউন বিভাগ অ্যান্টিভাইরাস
প্রকাশিত
জোসস করেছেন

কম্পিউটারে সিকিউরিটি আজকের দিনে প্রধান একটা ইস্যু। তেমনি ইন্টারনেটে প্রাইভেসিও বড় একটা ইস্যু। আমরা সাধারণত সিকিউরিটি ও প্রাইভেসি সুরক্ষার দায়িত্ব অ্যাটিভাইরাস সফটওয়্যারের ওপর চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত থাকার ভান ধরি। ধরুন আপনি একটি অ্যান্টিভাইরাস ইউজ করেন সেটা পেইড হোক আর ফ্রি হোক কিংবা যাইহোক। সাধারণত আপনার অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি প্রতি কয়েক মিনিট অন্তর অন্তর আপডেট হয়ে থাকে।

আপনি নিশ্চয় অটো আপডেট বন্ধ করে রাখবেন যদি আপনার ইন্টারনেট সীমিত হয়ে থাকে। অটো আপডেট অন রাখলে রেগুলার ইন্টারনেট ব্রাউজ করাও অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায় দুর্বল স্পিডের কারণে। এজন্যও হয়ত আনলিমিটেড ইন্টারনেট ইউজ করার পরেও অনেকেই অ্যান্টিভাইরাসের অটো আপডেট বন্ধ করে রাখেন। কিংবা হয়ত আপনার কোন ইন্টারনেট কানেকশনই নেই। কিন্তু এটি বন্ধ করার ফলে আপনি যে হুমকির সম্মুখীন হচ্ছেন সেটি খেয়াল করেছেন? ভাবছেন কিভাবে? তাহলে আপনি পড়তে থাকুন আমি লিখে দিচ্ছি নিচে,

ধরুন নতুন একটা ভাইরাস বাজারে আসলো যেটি আপনার কাছে থাকা অ্যান্টিভাইরাস জানে না। তাহলে নিমেষেই ঐ ভাইরাস আপনার কম্পইউটার সিস্টেমে হামলা করে বসতে পারে। আপনার সফটওয়্যারটি পেইড হলেও কিছু করা থাকবে না এক্ষেত্রে। তাহলে সুরক্ষা পাবেন কিভাবে তাইনা? সুরক্ষা পাবার উপায় হল ঐ যে অটো আপডেট অন রাখতে হবে যাতে নতুন ভাইরাস বাজারে আসলেও সেটা সনাক্ত করার টুল আপনার সফটওয়্যার ডেটাবেজে যুক্ত হয়ে যায়।

কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন তো সীমিত কিংবা অটো আপডেট অন রাখলে আপনার রেগুলার কাজ করতে প্রবলেম হয়। তাহলে এখন কি করবেন? দুঃচিন্তা করবেন না প্লিজ। উপায় একটা আছে। আর তা হল অফলাইনেই আপডেট করে নেয়া। কি? অফলাইনে আপডেট এটাও কি সম্ভব? জ্বি ভাই এটাও সম্ভব। অধিকাংশ অ্যান্টিভাইরাস কোম্পানিই অফলাইন ভাইরাস সনাক্তকরণ ডেটাবেজ প্রভাইড করে থাকে যেটা অন্য কারো পিসিতে থাকলে আপনি আপনার পিসিতে নিয়ে ম্যানুয়ালি ইন্সটল করে নিতে পারেন। তো এই টিউনে প্রচলিত ও জনপ্রিয় কয়েকটি অ্যানটিভাইরাস অফলাইনে কিভাবে আপডেট করবেন সেটা দেখানো হল;

Avast অ্যান্টিভাইরাস

অ্যাভাস্ট সাধারণত প্রতি ৪ ঘন্টা পর পর অটো আপডেট নেয় তাদের ভাইরাস সনাক্তকরণ ডেটাবেজ আপ টু ডেট রাখতে। আপনি কোন ভার্সন ব্যবহার করেন সেটা দেখে কাঙ্খিত ইন্সটলারটি ডাউনলোড করে ভাইরাস ডেটাবেজ আপডেট করে নিন। এজন্য আপনার মূল অ্যান্টিভাইরাস রিইনস্টল করার দরকার হবে না। ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

Download avast update file

AVG পেইড অ্যান্টিভাইরাস

AVG পেইড ও ফ্রি অ্যান্টিভাইরাসের জন্য আলাদা আলাদা আপডেট টুল রয়েছে। তবে অফলাইনে ইন্সটল করার সিস্টেম একই। আফলাইনে আপডেট করতে প্রথমে নিচের ছবিতে ক্লিক করে বিন ফাইল ডাউনলোড করে নিন। তারপর অ্যান্টিভাইরাস ওপেন করে অপশন মেনু থেকে আপডেট ডিরেক্টরিতে যান। তারপর রিকুয়েস্টার ডায়ালগে বিন ফাইলটি দেখিয়ে দিন।

Download AVG update file

AVG ফ্রি অ্যান্টিভাইরাস

আফলাইনে আপডেট করতে প্রথমে নিচের ছবিতে ক্লিক করে বিন ফাইল ডাউনলোড করে নিন। তারপর অ্যান্টিভাইরাস ওপেন করে অপশন মেনু থেকে আপডেট ডিরেক্টরিতে যান। তারপর রিকুয়েস্টার ডায়ালগে বিন ফাইলটি দেখিয়ে দিন। (বর্তমানে তারা শুধু ফ্রি অ্যাটিভাইরাস ডাউনলোডের অপশন রেখেছে। তাই নিচের ডাউনলোড লিংকটি ফ্রি অ্যান্টিভাইরাসের জন্য)

Download AVG Free update file

Avira অ্যান্টিভাইরাস

অ্যাভিরাতে আপনি ভাইরাস ডেটাবেজ ডাউনলোড করতে পারবেন না। তাহলে এখন কি করবেন? থামেন! দুঃচিন্তা করতে হবে না। একটা উপায় পাওয়া গেছে তাহল প্রথমে আপনাকে Fusebundle Generator নামক একটি টুল ডাউনলোড করতে হবে (নিচের ফটোতে ক্লিক করে ডাউনলোড করে নিন)। যেটি দিয়ে আপনি ভাইরাস ডেটাবেজ ডাউনলোড করতে পারবেন। তারপর এটি Zip করে (vdf_fusebundle.zip) ইনস্টলার ফোল্ডারে পেস্ট করে দিন। ফাইলটি অ্যান্টিভাইরাসে ইমপোর্ট করার জন্য প্রোগ্রামে ঢুকে ম্যানুয়াল আপডেটে যান এরপর জিপ ফাইলটি দেখিয়ে দিন। ব্যাস।

Download Avira update file

BitDefender অ্যান্টিভাইরাস

বিট ডিফেন্ডার তাদের ভাইরাস সনাক্তকরণ ডেটাবেজ সপ্তাহে মাত্র ১ বার আপডেট করে। নিচের ফটোতে ক্লিক করে ডাউনলোড করার পর আপনি সেটআপ ইনস্টলার পাবেন যেটি ইনস্টল করলেই অ্যানটিভাইরাস আপডেট হবে। ডাউনলোড করা সময় খেয়াল রাখবেন আপনার পিসি ৩২ বিট নাকি ৬৪ বিট।

Download BitDefender update file

McAfee অ্যান্টিভাইরাস

এটি আপডেট করা খুবই সহজ। জাস্ট Dat ফাইল ডাউনলোড করুন আর রান করুন। ব্যাস। ডাউনলোড করতে ক্লিক করুন নিচের ফটোতে।

Download McAfee update file

Panda অ্যান্টিভাইরাসের আপডেটের জন্য আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড লাগবে। Kasperskyও পান্ডার মতই জটিল। যা একটু অ্যাডভান্স ব্যবহারকারীদের জন্য। তাই টিউনে এটি নিয়ে আলোকপাত করা হল না। এছাড়া ESET NOD32 ও Norman অফ লাইন ডেটাবেজ সরবরাহ করে না। সুতরাং আপনি যদি নন-ইন্টারনেট ইউজারকারী কিংবা স্লো নেট বা সীমিত নেট ইউজার হয়ে থাকেন তাহলে এগুলা এড়িয়ে চলুন।

পরিশেষে টিউনটির কোন অংশ বুঝতে কিংবা আপনার অ্যান্টিভাইরাসটি আপডেট করতে গিয়ে যদি কোন রকম হ্যারেজমেন্টে পড়েন তাহলে অবশ্যই টিউনমেন্ট করতে ভুলবেন না। আর টিউনটি ভাল লেগে থাকলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। টেকটিউনসের সাথে মেতে থাকুন প্রযুক্তির সুরে। 🙂

Level 1

আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস