পরম করুনাময় আল্লাহর নামে শুরু করলাম। আসসালামুআলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আজকের টিউনসটি বিশ্ববিখ্যাত এন্টিভাইরাস ESET NOD32/ Smart Security নিয়ে। ESET NOD32 নিয়ে বলার কিছু নেই। যারা আগে ব্যবহার করেছেন তারা জানেন এর মজা কতটা। এটি PC কে slow করে না। যাই হোক যাদের ESET Smart Security/ESET NOD32 নেই তারা নিচের Link থেকে free version টি ডাউনলোড করে নিতে পারেন আর যদি আপনার অন্য কোন Version থেকে থাকে যেমন ESET NOD3210/ESET Smart Security 10/ESET Cyber Security 10 তাতেও কাজ হবে….
তবে আমি ESET Smart Security 10 কে সফল ভাবে Life time Activate করতে পেরেছি, আশা করি আপনারাও পারবেন। এর জন্য TNOD-Fianl 1.61.1 Ver. টি লাগবে যা আমি আপনাদের সুবিধার জন্য Google Drive এ আপলোড করেছি Download করে নিন।
১. প্রথমে আপনার PC তে যদি ESET NOD32 ইনষ্টল দেওয়া থাকে তা আনইষ্টল করে নতুন করে ইষ্টল করুন এবং PC Restart দিন।
২. এবার আপার কম্পিউটারে নেট Connect করে TNod-1.6.1-final-setup.RAR টি Extract করে File টি Open করুন। তারপর টিতে Next>Next>Next>Install>Finish-এ Click করুন। ব্যাস কাজ শেষ কিছুক্ষন এর মধ্যেই আপনার ESET NOD32/ESET Smart Security Activate হয়ে যাবে। এখানে মজার ব্যাপার হলো আপনি Paid Licence-ই পাবেন। এখানে কোন Trial Licence দেয়া হবে না।
৩. Restart হলে ৪ নং এ বর্নিত কাজটি করুন [বি:দ্র্: কম্পিউটারে নেট Connect থাকতে হবে Must]
৪. সর্বশেষ সব কিছু ঠিকঠাক ভাবে করতে পারলে ESET NOD32 টি আপডেট হতে শুরু করবে। এখন ধৈর্য সহকারে আপডেট হওযা পর্যন্ত অপেক্ষা করুন।
৫. আপডেট হয়ে গেলে উপভোগ করুন $89.99 মূল্যের ESET Smart Security আজীবনের জন্য Free তে……
আমি সোহানুজ্জামান সোয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
detected as virus and blocked in google drive.