ডাওনলোড করে নিন বিটডিফেন্ডার ২০১৭ প্লাস ট্রিয়েল রিসেটারসহ (BitDefender 2017 Security Products ANTIVIRUS PLUS – Internet Security & Total Security)

বিসমিল্লাহির রহমানির রাহীম

আশা করি আল্লার রহমতে সবাই ভাল আছেন।আমি মোঃজাহিদুল ইসলাম(জিহাদ) সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিওন।আজকের টিওনে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি জনপ্রিয় এন্টিভাইরাস যা আপনাকে সব ধরনের নিরাপত্তা দিবেএবং এটি ২০১৭ সালের লেটেস্ট র্ভাসন।

তবে টিওন শুরুর আগে একটা কথা বলে নেই যাদের টাকা দিয়ে এন্টিভাইরাস কেনার সার্মথ্য আছে তারা যেন সফওয়্যারটি কিনে ইউজ করে।আর অবশ্যই ট্রিয়েল রিসেট টুল আমি নিজে  তৈরি করিনি। সৃজনশীল স্রষ্টাদের শ্রমের মর্যাদা আমাদের দেয়া উচিৎ।তো শুরু করা যাক আজকের টিওন।

প্রথমে দেখে নেই এন্টিভাইরাস সফটওয়ারটি আপনার কম্পিউটারে ইনস্টল করতে আপনার সিস্টেম রিকোয়ারমেন্ট কি কি হবে।

যদি রিকোয়ারমেন্টগুলো আপনার চাহিদার সাথে মেলে তাহলে আপনি সামনের স্টেপে এগোন। প্রথমে Bitdefender এর অফিসিয়াল ওয়েব সাইট থেকে  ২০১৭ সালেরিএন্টিভাইরাস আপনার পছন্দ মতো পছন্দ মতো ডাওনলোড করে নিন।

 

 

 

 

 

 

 

 

 

 

যেমন আমি এখানে Bitdefender Total Security 2017 সিলেক্ট করলাম।ডাওনলোড করে ইনস্টলকরে নিন।ইন্টরনেট কানেকশন লাগবে।ইনস্টল করার সময় ট্রিয়েল সিলেক্ট করবেন।এভাবে ডাওনলোড করার পর আপনাকে ৩০ দিনের ট্রিয়েল দিবে।যাতে করে আপনি ৩০ দিন পর্যন্ত এটি চালাতে পারবেন।   তো আমরা কি করব এই ট্রিয়েলটাকে বার বার ইউজ করব মেয়াদ শেষ হওয়ার আগে আমরা ট্রিয়েল রিসেটার দিয়ে ট্রিয়েল ভার্সন রিসেট করব।  সেজন্য লিংকে দেয়া ফাইলটা আগে ডাওনলোড করে নিন।এখানে।

তো ডাওনলোড শেষ হবার পর ফাইলটা ওপেন করার আগে এন্টিভাইরাসের On access Scanning বন্ধ করে নিন।নয় তো ফাইলটা কেটে ফেলবে।বা ভাইরাস হিবেবে গন্য করতে পারে।তবে ভয় পাবেন না এটা একটা ফেইক সর্তকবার্তা এই ফাইলটাতে কোনো প্রকার ভাইরাসের সংক্রমণ নেই।একদম সেইফ এই লিংক থেকে তার প্রমাণ দেখে নিন।অথবা অনলাইন স্কেনার দিয়ে নিজে স্কেন করুন।তেমন ক্রিটিক্যাল প্রব্লেম নেই।

কিভাবে On access scanning বন্ধ করবেন?

প্রথমে এন্টিভাইরাসটা ওপেন করুন।সেইড আইকনযুক্ত  Protection মেনুতে যান।View Modules এ ক্লিক কুরুন।

তাহলে Protection Modules একটা উইন্ডো খুলবে।সেখানে আপনি Antivirus ট্যাবের উপর ক্লিক করুন।

নতুন একটা মেনু আসবে সেখানে On access scanning অন করা দেখতে পারবেন আপনাকে সেটা অফ করতে হবে।কত সময়ের প্রেটেকশন বন্ধ করতে চান এরকম একটা উইন্ডো আসবে।১৫ মিনিট সিলেক্ট করে ওকে দিন।

আপনার এন্টিভাইরাস ডিজেবল হয়ে গেল আপনি এবার ট্রিয়েল রিসেটার এক্সেক্ট করতে পারেন।কিভাবে ট্রিয়েল রিসেট করবেন সেটার পদ্ধতি সেখানে দেয়া আছে instruction.jpg নামের একটা ফাইলে।তবুও আপনাদের সুবির্ধাথে আমি এখানে দিলাম।প্রথমে সবগুলো ফাইল ডেক্সটপে এক্সট্রাক করুন।

তারপর ফাইলটা ওপেন করে  ReyStartF8 ফাইলে ক্লিক করুন। সাথে সাথে আপনার কম্পিউটার রিসেট নিতে শুরু করবে।আপনি কি-র্বোডের F8 বাটন প্রেস করতে থাকুন যতক্ষণ না আপনার কম্পিউটারে কালো Bios কনসুল আসে।

এখানে বলা প্রয়োজন যাদের কম্পিউটারের মাদারবোর্ড গিগাবাইট ৪১ তারা যদি ইউএসবি কি-বোর্ড ব্যবহার করেন তাদের ক্ষেত্রে Bios মেনু নাও আসতে পারে। যদি আপনার সেরকম কোনো সমস্যা হয় তাহলে আপনি পিএস2 কি-বোর্ড ইউজ করুন।যার ক্যাবল এরকম।(সবার ক্ষেত্রে নয়)।

তো কনসুলে দেখতে পারবের Safe Mode লেখা আসছে।সেখান থেকে আপনি কি-বোর্ডের আ্যরো কি এর সাহায্যে Safe Mode এ গিয়ে এন্টার প্রেস করুন।

অপেক্ষা করুন আপনার কম্পিউটার সেইফ মুডে চালু হবে।

তারপর আবার Rey_TR নামের ফাইলে ক্লিক করুন।

৩ ধরনের ৩টা বাতি জ্বলবে অনেকটা এরকম

*মডিফাই করার জন্য তৈরি

*রিসেটের কাজ চলছে।

*কাজ শেষ।

কম্পিউটার এখুনি রিবুট নিবে।

এবার কম্পিউটার নরমাললি র্স্টাট নিবে।ব্যস কাজ প্রায় শেষ। Bitdefender antivirus  আপনার  নিয়ন্ত্রণে এসে গেছে।এবার আপনি কোনো একটা টেম্পরারী সাইটে যান এবং একটা টেম্পরারী মেইল নেন।যেমন আমি https://temp-mail.org/en/ সাইট থেকে একটা মেইল নিলাম।

এবার বিটডিফেন্ডার এজেন্ট চালু করে এই টেম্পরারি মেইল দিয়ে আগের নাম পাসওর্য়াড  দিয়ে নতুন করে একাউন্ট খুলুন।

ব্যস আপনার এন্টিভাইরাস আবার ৩০ দিনের ট্রিয়ের পেয়ে গেল।এইভাবে আপনার যতদিন ইচ্ছা ততদিন এই এন্টিভাইরাস ইউজ করতে পারবেন। সবশেষে একটা কথা যদি এই টিওন থেকে আপনার এতটুকু লাভ হয়ে থাকে তাহলে টিওমেন্টে জানান।টিওনটি শেয়ার করুন যাতে করে আপনার কোনো বন্ধু বা বান্ধবীও উপকৃত হতে পারে। আপনার সমস্যা,মতামত ও অভিযোগ থাকলে জানান।কারণ এগুলোই আমাদের অনুপ্রাণিত করে আরও ভাল ও মানসম্মত টিওন উপহার দিতে। অন্তত একটা টিওমেন্টে করে আমাদেরকে উৎসাহিত করুন।এতেই আমার সব কষ্ট সার্থক হবে বলে মনে করি। সবাই ভাল থাকুন,সুস্থ থাকুন,সুন্দর থাকুন। দেখা হবে আগামী কোনো টিউনে।

প্রয়োজনে  যোগযোগ করুন:

ই-মেইল:[email protected] অথবা

ফেইসবুক

Level 0

আমি মোঃজাহিদুল ইসলাম জিহাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় মোঃজাহিদুল ইসলাম জিহাদ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

অফিসিয়াললি যোগাযোগ করার জন্য ধন্যবাদ।
তথ্য সাবমিট করা হয়েছে।।
ধন্যবাদ