সকলকে আমার পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা। আশা করি ভাল আছেন সকলে। টেকটিউনস এর সাথে আমার সম্পর্কটা নেহাত একেবারে কম দিনের নয়। কিন্তু সময় সুযোগের অভাবে লিখা হয়ে ওঠেনা। নিজের পেশাগত জীবন নিয়ে মাঝে মাঝে এতটা ব্যস্ত থাকতে হয়, তখন আর লেখাটা এগুতে চায়না। কিন্তু মাথা হতে লেখার পোকাটা একদম ঝেড়ে ফেলতেও পারিনা। তাই অনিয়মিত হলেও মাঝে মাঝে লিখি। মাঝে তো একবার টেক-এডমিনের রোশানলে পড়ে টেকটিউনস থেকে ব্যান খেয়েছিলাম। হতাশ হয়ে প্রায় টেকটিউনস এ লেখাটা প্রায় ছেড়েই দিয়ে ছিলাম। তো যাই হোক সে অনেক কথা। আমার যা কিছু এখন নিজের বলে জানি, তার অনেক খানিই এই টেকটিউনস এর নিকট হতে পাওয়া। তাই টেকটিউনস মাঝে মাঝে আমাদের ছেড়ে দিলেও আমরা আবার আমাদের নিজ প্রয়োজনেই আবার টেকটিউনস এর দ্বারস্থ হই।
এই দেখুন দেখিনি, সেই কখন হতে শুধু বক, বক করেই যাচ্ছি! কিন্তু যে বিষয় নিয়ে আজ লিখব বলে আসা সেই বিষয়টিই ্তো এখন বলা হয়নি। আজকের এই ডিজিটাল দুনিয়ায় কম্পিউটার বা ল্যাপটপ না থাকা শিক্ষিত লোকের সংখ্যাটি দিন দিন কমে আসছে। আর তেমনি কম্পিউটার বা ল্যাপটপের নিরাপত্তার ব্যাপারটি ও তাই সামনে চলে আসছে। প্রতিনিয়তই আমরা যতই অনলাইন নির্ভর হয়ে পড়ছি ততই আমরা কম্পিউটারে সাইবার নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছি। প্রতিটি ক্ষণেই আমি আপনি আপনাার সাধের কম্পিউটারটির ভাইরাস, ম্যালওয়ার, স্পাইাওয়ার ইত্যাদি দ্বারা ্আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছি। আপনি হয়ত অনেকের নিকট জানতেও চেয়েছেন সব থেকে ভাল এন্টিভাইরাস কোনটি? কিন্তু হয়তবা এখনও কোন সদুত্তর পাননি। তাই অনেক এন্টি ভাইরাস ট্রাই করেছেন। বাজারে আপনি অনেক ভাল এন্টিভাইরাস পাবেন যেগুলো আপনার কম্পিউটারকে নিরাপত্তার নামে অনেক স্লো করে ফেলবে। এই সব এন্টিভাইরাস ইনস্টল করতে হলে আপনার কম্পিউটারকে অনেক ভাল মানের হতে হবে। এই যেমন ধরুন Kaspersky এন্টিভাইরাসের কথাই বলি। এই এন্টিভাইরাসেরা কথাই বলি। এই এন্টিভাইরাস নিয়ে আমার এক মজার অভিজ্ঞতার কথা বলি। আমার এক বন্ধুর পরামর্শে প্রথম দিকে আমি এই এন্টিভাইরাসটি ব্যবহার করি কিন্তু ইন্টসটল দেওয়া মাত্রই আমার কম্পিউটার কচ্ছপ গতি ধারন করল। তাই বাধ্য হয়েই আবার সেটি আনইনস্টল করলাম। আমার কথা শুনে আবার মনে করবেন না যেন, আমি এখানে ক্যাসপারস্কি কে একটি খারাপ মানের এন্টিভাইরাস বলছি। আসলে আমি বলতে চাইছি, আপনার কম্পিউটারটি যদি পুরোনো দিনের অর্থাৎ ডুয়েল কোর হতে শুরু করে কোর আই ৩ মানের হয় আর র্যাম যদি কম থাকে তবে আমি বলব আপনি Eset Smart Internet Security অথবা Eset Nod32 Antivirus টি একবার ব্যবহার করে দেখুন।
কথা দিচ্ছি আপনি হতাশ হবেনা। এদের ডাটাবেজ অত্যন্ত শক্তিশালী যার মাধ্যমে আপনি অনলাইন একটিভিটিতে ১০০ ভাগ নিরাপত্তা পাবেন। অফলাইনে পাবেন যে কোন ডিভাইসের থেকে আসা যে কোন ভাইরাস এটাক হতে সুরক্ষা। এই এন্টিভাইরাসটির সবচেয়ে বড় সুবিধা হল। আপনার কম্পিউটার যে মানের হউকনা কেন, এটি আপনার কম্পিউটারকে কোন মতে স্লো করবেনা। আপনি অত্যন্ত স্মুথলি কাজ করতে পারবেন নিশ্চিন্তে। সে যাই হোক এত ভাল একটি এন্টিভাইরাস ফ্রিতে ব্যবহার করবেন? আমি ব্যক্তিগত ভাবে যে টা মনে করি এন্টিভাইরাস যদি আপনি কিনে ব্যবহার করতে পারেন তবে সেটােই করা উচিৎ। কারন এতে করে তার মু্ল্যায়ন হয়। তবে আমাদের মত তৃতীয় বিশ্বের দেশে এন্টিভাইরাস কিনে ব্যবহার করার মত সামর্থ্য হয়তবা সবার নেই। Eset Smart Internet Security 6/7 ভারসনটি ব্যবহার করতে চান তারা আজীবন ব্যবহার করতে পারবেন। আজ থেকে তিন বছর পূর্বে করা আমার এই টিউনটি একবার চোখ বুলিয়ে আসুন তাহলে আপনার সকল সমস্যার সমাধান হবে আশা করি। তাছাড়া আমি আর একটি টিউনে দেখিয়েছি কীভাবে আপনি যেকোন Eset Internet Security আপডেট ভারর্সন কোন রকম ঝামেলাই ছাড়াই সারা জীবন ব্যবহার করতে পারবেন। এটি জানতে হলে আপনাকে আমার এই টিউনটি পড়ার জন্য অনুরোধ করছি। তাছাড়া আপনি চাইলে আমার এই টিউটোরিয়াল হতেও লেটেস্ট সিরিয়াল কি সংগ্রহ করে নিতে পারবেন। আপনার যখন দরকার হবে নিচে ইউটিউব টিউটোরিয়ালে গিয়ে একবার টিউমেন্ট করবেন, আমি যত তাড়া-তাড়ি পারি আপনার সেবাই হাজির হব ইনসাল্লাহ।
আমার বাাংলা ওয়েব সাইটে আপনাদের আমন্ত্রন রইল
আমার সাইট: http://infotechlife.com
ফেসবুকঃ http://facebook.com/goljar.ali
আমি গোলজার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি পেশায় একজন টিচার। লেখা আমার নেশা। লেখা নিয়েই থাকতে চাই। আমাকে নিচের ঠিকানায় পাবেন Website: http://infotechlife.com http://patroblogger.blogspot.com Facebook Page : http://www.facebook.com/goljar.ali Twitter : https://twitter.com/MdGoljarAli1 YouTube : http://www.youtube.com/goljar123
code ta kaj korche na.