কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। এখন আমাদের ভাল থাকা না থাকাটা নির্ভর করে আমাদের কম্পিউটার ভাল আছে কিনা তার উপর। যদি কম্পিউটারের কিছু হয় তাইলে তো কথাই নেই মুড এর বারটা কি তেরটা পর্যন্ত বেজে যায় তাই আমরা সবসময় চেষ্টা করি যাতে আমাদের কম্পিউটারটি সবসময় ঠিকভাবে থাকে। কিন্তু অনেক সতর্কতার পরেও ভাইরাস ম্যালওয়ার আক্রমণ করেই থাকে। আমারা কম্পিউটার ভাইরাস বলতে বুঝি এমন সব প্রোগ্রাম যা কম্পিউটারের সাধারন কাজগুলোকে ঠিকভাবে করতে দেয় না। ইউজার এর বিভিন্ন সমস্যার কারণ হয়। কিন্তু আজকে আমি নতুন ধরনের ম্যালওয়ার নিয়ে কথা বলব।
যারা ফেসবুক বা বিভিন্ন টেক ফোরামগুলোতে খোজ খবর রাখেন তারা হয়ত বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। হা আমি Ransomware নিয়েই কথা বলব।
Ransom অর্থ মুক্তিপণ। আরে ware হল ম্যালওয়ার এর ware, এর থেকেই বুঝাই যায় যে যে ম্যালওয়ার কোন কিছুর জন্য মুক্তিপণ চায় সেইগুলাই Ransomware
Ransomeware যদি আপনার কম্পিউটারকে আক্রমণ করে তবে আপনার কম্পিউটার এর যত ফাইল আছে সেইগুলোকে সে এনক্রিপ্ট করে ফেলবে অর্থাৎ আপনি আর সেই ফাইলেগুলকে অ্যাক্সেস করতে পারবেন। যদি অ্যাক্সেস করতে চান তবে আপনার দরকার হবে এর ডিক্রিপশন কী। আর এই কী এর জন্য আপনাকে এই ম্যালওয়ার নির্মাতাকে টাকা দিতে হবে।
গত কয়েকদিনে সারা পৃথিবীতে ৯৯টি দেশে প্রায় ৭৫০০০ কম্পিউটারকে Wana Cry 2.0 নামে একটি Ransomware আক্রমণ করে। ফলে তাদের সব ফাইল এনক্রিপ্ট হয়ে যায়। এর মধ্যে অনেও গুরুত্বপূর্ণ কম্পিউটারও ছিল। যেমন হসপিটালের কম্পিউটার। আর সেইগুলোতে অনেক গুরুত্বপূর্ণ ফাইল থাকে। যেইগুলা একটি হসপিটালের জন্য খুব দরকারি।Wana Cry 2.0 যদি আপনার কম্পিউটারকে আক্রমণ করে তাহলে নিচের ছবির মত একতা উইন্ডো দেখতে পাবেন।
যদি এরকম উইন্ডো দেখেন তাহলে বুঝবেন যে আপনার সব পার্সোনাল ফাইল শেষ। ফাইলগুলোকে ফেরত পেতে হলে আপনাকে ৩০০ ইউ.এস.ডি দিতে হবে। আর আমাদের দেশে কার পক্ষে এত টাকা দেয়া অতটা সহজ নয়। আর আপনাকে এই টাকা দিতে হবে বিটকয়েন এর মাদ্ধমে। তাই আপনি যে কাকে টাকা দিচ্ছেন সেটা আপনি জানবেনই না। যারা বিটকয়েন সম্পর্কে জানেন না তারা একটু গুগল এ খোজ করলেই পেয়ে যাবেন।আপনাকে একটি নির্দিষ্ট সময় দেয়া হবে সেই সময়ের মধ্যে আপনাকে টাকা দিতে হবে।
যদি আপনার কাউন্টডাউন শূন্য হয়ে যায় তাহলে তাদের কথা মত আপনি ফাইলগুলোকে আর ফেরত পাবেন না।তবে যদি আপনার কম্পিউটার এ খুব গুরুত্বপূর্ণ ফাইল থাকে তাহলে আপনার সামনে একতাই পথ। টাকা দিতে হবে।আর যদি নরমাল ডাটা হয় তাহলে পুরো কম্পিউটার এর হার্ড ডিস্ক ফরম্যাট করে নতুন করে উইন্ডোজ ইন্সটল দিবেন তাহলেই হবে আর এই ভাইরাস আক্রমণ করার সাথে সাথে ইন্টারনেট বন্ধ করে ফেলতে হব এবং ভুলেও কোন পেনড্রাইভ বা হার্ড ডিস্ক কম্পিউটার এর সাথে লাগাবেন না। এই তো গেল পরিচিতি পর্ব।
আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।