টেকটিউনস বন্ধুরা সবাই ভাল আছেন তো ? আপনাদের দোয়ায় আমি ভাল আছি। এটা আমার 17 তম টিউন। আমি নুতন তাই যদি কোন ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ আমি আপনাদের উপহার দিব CCleaner 2017। যার যার দরকার ডাউনলোড করে নিন CCleaner 2017 লেটেষ্ট ভার্সন আর সুরক্ষিত রাখুনি আপনার পিসি।
নিচের চিত্রেরমত আসবে |ঝামেলা বিহীন মিডিয়া ফায়ার লিংক।
নিচের চিত্রের মত ইনষ্টলএ ক্লিক করুন এবং অপেক্ষা কিরুন।
ইনষ্টল হলে নিচের চিত্রের মত আসবে। যদি এরকম আসে তবে বুঝবেন ইনষ্টল কমপ্লিড হয়েছে।
এবার যদি ক্লিন করতে চান তা হলে Run CCleaner এ ক্লিক করুন।
যদি ক্লিনিং হয় তা হলে নিচের চিত্রের মত দেখাবে।
বন্ধুরা টিউনটি আমি সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তার পরেও যদি কোন ভুল হয় ক্ষমা সুন্দর চোখে দেখবেন। যদি কারো বুঝতে কোন রকম সমস্যা হয় তা হলে টিউমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের উপকারে আসে তবে আমার পরিশ্রম স্বার্থক হবে।
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।
khub dorkari soft vai