ফ্রি লাইসেন্স করুন আপনার Avast Antivirus Premier 2016

Avast Antivirus একটি  মান-সম্মত এন্টিভাইরাস।

Avast Antivirus Premier 2016 হলো, Avast এর একটি Premier Version। যার, Trial Validity থাকে মাত্র ৩০ দিন। কিন্তু, আমরা খুব সহজেই এই এন্টিভাইরাস কে ২০২১ সাল পর্যন্ত লাইসেন্স করিয়ে নিতে পারি,কোনো প্রকার সমস্যা ছাড়াই।

এন্টিভাইরাসের লেটেষ্ট প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করে নিন Avast এর নিজস্ব সাইট থেকে https://www.avast.com/premier

 

সফটওয়্যারটি ইনষ্টল করুন।

ইনষ্টলেশন সম্পূর্ন হয়েগেলে Antivirus টি চালু করুন এবং আপডেট করে নিন।

বিভিন্ন সাইটে লাইসেন্স ফাইল খুঁজতে অনেক সময় আমরা নিজেরাই ভাইরাসের আক্রান্ত হই।

আপনাদের চিন্তার কোনো কারন নাই, আমার গুগল ড্রাইভ লিংক দিলাম, এখান থেকে   https://drive.google.com/open?id=0B69aGPk3y2VjZzFWeS13NWwtemc

নিশ্চিন্তে  লাইসেন্স ফাইলটি ডাউনলোড করে Unzip করুন।  Unzip করা ফোল্ডারের ভিতর কতগুলো Date দেওয়া ফাইল আছে, মুলত ঐগুলোর প্রতিটিই এক একটি License  ফাইল।

 

এবার Avast Premier 2016  লাইসেন্স  করার জন্য নিচের ধাপটি অনুসরন করুন।।

১। Avast চালু করুন।

২। Settings এ ক্লিক করুন

৩। Subscription এ ক্লিক করুন।

৫। Insert License File এ ক্লিক করুন, কম্পিউটারের File Open করার অপশন আসবে, এবার আগের Unzip করা ফোল্ডার মধ্য

থেকে পছন্দ মত Date দেখে একটা License ফাইল দেখিয়ে দিন, Open করুন।

৬। Active এ ক্লিক করুন।

😀 কাজ শেষ।

Avast Close করুন, আবার ওপেন করে Settings>Subscription> এ যেয়ে দেখুন। আপনার এন্টিভাইরাস লাইসেন্স হয়ে গেছে।

এবার  উপভোগ করুন... ফ্রি লাইসেন্স এর স্বাদ 😛

 

 

বিঃদ্রঃ পুর্বে এই ধরনের টিউন করা হয়ে থাকলে আমি অত্যন্ত দুঃখিত।

টিউন কে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে শুধুমাত্র "ফ্রি- সুবিধা বঞ্চিত" কম্পিউটার ব্যবহারকারির জন্য।

Level 0

আমি তুহিন হীরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি, তুহিন হীরা। কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর শেষ বর্ষের ছাত্র, আমি ডাটা মাইনিং নিয়ে রিসার্চ করছি। খেলাধুলা আমাকে না টানলেও প্রযুক্তি আমাকে ছাড়েনা, এবং তথ্য প্রযুক্তিতেই বিনোদিত হই। আপনাদের ভালো ও মানসম্যত প্রযুক্তি বার্তা দেওয়ার চেষ্টা করবো।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস