আপনার কম্পিউটার কে দিন ভ্যাক্সিন আর রাখুন আজীবন ভাইরাস মুক্ত

কম্পিউটার ভাইরাস এর সাথে আমরা সবাই পরিচিত। বিশেষ করে যখন পেনড্রাইভ, মেমোরি কার্ড কম্পিউটারের USB তে ঢুকানো হয় তখন অটোরান সহ নানা ভাইরাস কম্পিউটারে প্রবেশ করে এবং আমাদের কম্পিউটার খুব স্লো করে দেয়। ফলে প্রয়োজনীয় ফাইল, সফটওয়্যার এর কার্যক্ষমতা নষ্ট করে দেয়।

আমি আপনাদের এই সমস্যা সমাধানের জন্য ছোট্র একটা সফটওয়্যার শেয়ার করবো। এই সফটওয়্যারটির নাম ইউ.এস.বি ভ্যাক্সিন যার সাইজ মাত্র ৮০৩ কিলোবাইট।

এর সফটওয়্যারটি ডাউনলোড করে শুধু ইনস্টল করে রাখলে আপনার পিসিতে কোন ভাইরাস বিশেষ করে অটোরান ভাইরাস প্রবেশ করতে পারবে না। তাছাড়া এর বিশেষ সুবিধা হলো আপনার কম্পিউটারের গতিতে এর প্রভাব ফেলবে না। তাই আর দেরি না করে আজই সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। ইনস্টল করলে টাস্কবারে আইকন দেখতে পাবেন। সেখান থেকে ভাইরাস প্রটেক্ট অন করে রাখুন। আর ইউ.এস.বি তে কোন কিছু প্রবেশ করালে অটোমেটিক এটা কাজ করবে।

 

সফওয়্যারটির ডাউনলোড লিংক USB VACCINE

আমি নিজে সফটওয়্যারটি ব্যবহার করে ভাল ফল পেয়েছি। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

আমার একটা ই-টিপস ব্লগ আছে। সবেমাত্র শুরু করেছি। কোন মতামত জানালে উপকৃত হবো। e-tipsall

ফেসবুকে আমাকে পাবেন মো. আনোয়ার হোসেন

আমার পারসোনাল সাইট ‍https://anowar.info

Level 1

আমি মো আনোয়ার হোসেন। , Promotion BD, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস