ভাই রাখেন আপনার Kaspersky, Avast . এইটা ব্যবহার কইরা দেখেন

কেমন আছেন সবাই ? অনেকদিন প্রজুক্তি নিয়ে টিউন করি না তাই ভাব্লাম আজকের একটা টিউন করে ফেলি। টিউন টি করতে চেয়েছিলাম না এই জন্নে কারন এই বিষয় টা নিয়ে আরও একবার টিউন করেছিলাম।কিন্তু কয়েকদিন ধরে আমি চ্যাট বক্সে কথা বলতে বলতে মুখ বেথা কইরা ফেলছি। সাধারন জিনিস পাবলিক বুজতে চাই না...ভাইরে, কাস্পেরস্কি , এভাসট এরা তো বেবসা করতে এসেছে। সো এরা যদি কোন জিনিস ফ্রি দেয় সো সেইখানে হাল্কা পাতলা ঝামেলা যে হবে এটাই স্বাভাবিক।

তারা তো আমাদের মত গরিব দেশের কথা চিন্তা  করে তাদের এন্টিভাইরাস তৈরি করে না,জাদের গড় পরতায় কম্পিউটার এর কনফিগারেশন  2.0 GHz এবং RAM 1 থেকে 2 GB  সুতরাং এসব পিসি তেঁ এইসব নামি দামি এন্টিভাইরাস ব্যবহার করলে পিসি একটু স্লো হবেই।

আমি এ পর্যন্ত এমন পাবলিক দেখি নাই,যে বলেছে " যে আমি এন্টিভাইরাস ইউস করছি অথছ আমার পিসি একটুও স্লো হয় নাই" মোট কথা এন্টিভাইরাস মোটামুটি সব পিসি কেই স্লো করে দেয়

তাছারা এইসব এন্টিভাইরাস এ আপডেট এর ঝামেলা, এইটা,সেইটা কত্ত কিচ্ছু যে আছে রে ভাই। সেইটা আমরা মোটামুটি সবাই জানি

থাক শেষ মেস কয়েকমাস আগে একটা এন্টিভাইরাস খুজে পেয়েছিলাম, ভাইরে এত্ত ভাল একটা জিনিস ... কিচ্ছু বলার নাই  ।এই জিনিসটার যে কত্তগুন তা ভাই লিখে বুঝাতে পারব না। সব চেয়ে যে বড় গুনটা এর তা হল এর সাইজ  এটি মাত্র ৪০ এম বি,ভাই সাইজ দেখে একে নরমাল কোন সফটওয়্যার ভাব্বেন না

এন্টিভাইরাস  টির নাম 360 Total Security

যারা এন্টিভাইরাস এর প্রবলেম এ আছেন, ভাই তাদেরকে এই সফটওয়্যার তা ইউস করতে অনুরধ করছি। আশা করি আপনার টাকা দিয়ে কেনা এন্টিভাইরাস এর চেয়ে কম যাবে না।

এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন

Download

আপনার আরও কিছু জানার থাকলে আমার ফেসবুক পেজ

https://www.facebook.com/Prozukticafe/

sortfilm নিয়ে আগ্রহ থাকলে নিচের গ্রুপ এ যোগ দিতে পারেন

আমাদের সর্ট ফিল্ম নিয়ে গ্রুপ : https://www.facebook.com/groups/252267401781553/

Level New

আমি অপূর্ব দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একেবারে খারাপ না, তবে বিজ্ঞাপন দিয়ে অস্থির করে ফেলে। ফ্রিওয়্যার ব্যবহার করার এই জ্বালা।

Level 2

Its really good. I have used it.

Level 0

That’s very good Aplication . Thanks.

ya..man ..:)

vai ya ami ekhanee notun…ami tune ee image add kortee pachina..ki korbo??