ডাউনলোড করে নিন সেরা ইন্টারনেট সিকিউরিটি VIPRE Internet Security 2016 Including Lifetime activetor [DDL-UC] আর আপনার পিসির সিকিউরিটি কে করে ফেলুন রক সলিড!!
ফ্রেন্ডস কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। বহু দিন পর আমার আজকের দ্বিতীয় টিউন করতে বসলাম।আরো একটি প্রয়োজনীয় সফটওয়্যার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম যার নাম হল VIPRE Internet Security। আজকে নিয়ে এসেছি লেটেস্ট ভারসান VIPRE Internet Security 2016 Including Lifetime activetor। যা আপনি আপনার Windows পিসিতে ব্যবহার করতে পারবেন।কিন্তু প্রশ্ন হল Internet Security অনেক আছে হঠাত করে VIPRE কেন!! কারন অনেক আছে, কারন হল এটি খুব লাইট অ্যান্টিভাইরাস আপনি এটি ব্যবহার করলে বুঝতেই পারবেননা যে আপনার পিসিতে অ্যান্টিভাইরাস চলছে এটি এতই সিস্টেমের উপর লাইট প্রভাব ফেলে।সাথে আছে ফায়ার ওয়াল,স্প্যাম প্রোটেক্সান,এক্সপ্লইট ব্লকার, সাস্পিসিয়াস ওয়েবপেজ ব্লকার, প্রাইভেসি প্রোটেক্সান ও সাথে শক্তিশালী অ্যান্টিভাইরাসতো আছেই।এটি সিস্টেমের উপর এতই লাইট প্রভাব ফেলে যে আপনি আপনার লো কনফিগারেশান মেশিনেও চালাতে পারবেন।
এবার কিছু স্ক্রিনশট দেখা যাকঃ-
তাহলে এবার ডাউনলোড করা যাকঃ-
VIPRE Internet Security 2016 Installer(অনলাইন ইন্সটলার):ডাউনলোড করুন
VIPRE Internet Security Lifetime activetor:ডাউনলোড করুন
অ্যাক্টিভেশান পদ্ধতী লাইফটাইম অ্যাক্টিভেটর ফোল্ডারে দেওয়া আছে,ইন্সট্রাকাসন অনুযায়ী করলে অ্যাক্টিভেট করতে কোন অসুবিধা হবেনা।
টিউনটি প্রথম প্রকাশিত এই ব্লগে তাই এই টিউনটির ক্রেডিট সম্পূর্ণ ভাবে এই ব্লগের অথর ' ব্রেভ হার্ট ' এর। আমি শুধু মাত্র বাংলায় অনুবাদ করেছি মাত্র।
আজ এই পর্যন্ত আগামী টিউনে আবার দেখা হবে।অসুবিধা হলে বলবেন সাহায্যের জন্য আমি প্রস্তুত।
ভাল লাগলে লাইক ও শেয়ার করুন।আর একটা কথা টিউমেন্ট করে ফিডব্যাক দিন!!! টিউমেন্ট করলে টিউনার আরো নতুন টিউন করার উৎসাহ পায়।কপি পেস্ট টিউন থেকে বিরত থাকুন,যা জানেন নিজে লিখুন।
আমি স্করপিয়ন কিং। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
etar use ta jante hobe… I mean antivirus er use ta…