Windows 8, 8.1 এবং windows 10 এর security Windows Defender নিয়ে কিছু কথা।

আপনাদের স্বাগতমআপনারা অনেকেই হয়তো ইতোমধ্যে নতুন এডিশন windows 10 সম্পর্কে জেনেছেন। কেও হয়তো ব্যবহার করাও শুরু করে দিয়েছেন

আজকে আমি আপনাদের একটি বিশেষ জিনিস সম্পর্কে ধারনা দিব। অাপনারা অনেকেই হয়তো Windows 8, 8.1 এবং windows 10 ব্যবহার করার সময় এন্টিভারাস সফটওয়ার নিয়ে সমস্যায় পরেন। দেখা গেছে আপনি নতুন  Windows ‍দিয়েছেন কিন্তু এন্টিভাইরাস সফটওয়ার সেটআপ দেওয়ার পর হটাৎ পিসি স্লো হয়ে গেছে। আসলে আমি সব ধরনের ভালো ভালো ব্রান্ড এর এন্টিভাইরাস সফটওয়ার গুলো ব্যবহার করেছি এগুলো সিসটেম চালু করার চেয়ে স্লো বেশি করে। তাই আমি আপনাদের সাজেসন দিচ্চি আপনারা যখন Windows 8, 8.1 বা windows 10 ব্যবহার করবেন তখন অন্য কোন এন্টিভাইরাস সফটওয়ার ইনস্টল দিবেন না।

কম্পিউটারের Start মেনুতে ‍গিয়ে Windows Defender সার্চ ‍দিন দেখবেন একটি এন্টিভাইরাস সফটওয়ার ওপেন হবে। এই সফটওয়ারটির সেটিংস এ গিয়ে Update করে নিন। বেস এইবার কাজ শেষ। এখন আপনার পিসির স্পিড কমবে না। যেমনটা ছিল বরং তারচেয়ে দ্রুত হবে।  এইটা নিয়ে তেমন কিছুই বলার নাই। আমার মতে এই এন্টিভাইরাস সফটওয়ার এর মতো ভালো এবং উন্নতমানের কোন সফটওয়ার আর নেই। আশা করছি আপনারা ব্যবহার করে তারপর টিউমেন্ট করবেন।আজকে প্রথম টিউন করলাম। কোন জায়গায় ভুল  করলে টিউমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তীতে ঠিক করে টিউন করার চেষ্টা করবো।

ধন্যবাদ

আজ এই পর্যন্ত।

ভালো থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। যদি বেঁচে থাকি তাহলে আবার নতুন কোন টিউন নিয়ে আসবো।

পারলে আমার ছোট সাইটটি থেকে একবার ঘুরে আসবেন।

Technical tunes

Level 0

আমি পাবেল চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালোলাগলো ধন্যবাদ ভাইভাই

Level 2

শিরোনামটা আকর্ষণীয় কিন্তু পোস্টে ওরকম কিছুই পেলাম না

thanks,but ae Windows Defender a ki sob rokom viras tekate parbi and aeta dea ki sob kisu scan o kora jabi

    এটা সব প্রিমিয়াম এন্টিভাইরাস সফটওয়ার থেকে ভালো। ব্যবহার করে দেখেন মজা পাবেন। আমি পাচ্ছি

ভাই, এটা আপটেড করতে কত এম্বি লাগবে? আমি একবার করসিলাম ২৫০ এম্বি লাগসিলো। আরেকবার প্রায় ৫০০ এম্বি শেষ তোবুও কাজ শেষ হয়নি তাই ক্যান্সেল করে দিয়েছিলাম।

    ভাই আসলে আমি তো ব্রডবেন্ড ব্যবহার করি তাই কত এম্বি কাটে সেটা বুঝতে পারি না। কিন্তু এতটুকু বলতে পারি যে এটা আপডেট করতে বেশি টাইম লাগে না। আপনি 30 এম্বি রাখলে আপডেট করতে পারবেন।

Virus detection ability is very poor!