আপনাদের স্বাগতমআপনারা অনেকেই হয়তো ইতোমধ্যে নতুন এডিশন windows 10 সম্পর্কে জেনেছেন। কেও হয়তো ব্যবহার করাও শুরু করে দিয়েছেন
কম্পিউটারের Start মেনুতে গিয়ে Windows Defender সার্চ দিন দেখবেন একটি এন্টিভাইরাস সফটওয়ার ওপেন হবে। এই সফটওয়ারটির সেটিংস এ গিয়ে Update করে নিন। বেস এইবার কাজ শেষ। এখন আপনার পিসির স্পিড কমবে না। যেমনটা ছিল বরং তারচেয়ে দ্রুত হবে। এইটা নিয়ে তেমন কিছুই বলার নাই। আমার মতে এই এন্টিভাইরাস সফটওয়ার এর মতো ভালো এবং উন্নতমানের কোন সফটওয়ার আর নেই। আশা করছি আপনারা ব্যবহার করে তারপর টিউমেন্ট করবেন।আজকে প্রথম টিউন করলাম। কোন জায়গায় ভুল করলে টিউমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তীতে ঠিক করে টিউন করার চেষ্টা করবো।
ধন্যবাদ
আজ এই পর্যন্ত।
ভালো থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। যদি বেঁচে থাকি তাহলে আবার নতুন কোন টিউন নিয়ে আসবো।
পারলে আমার ছোট সাইটটি থেকে একবার ঘুরে আসবেন।
ভালোলাগলো ধন্যবাদ ভাইভাই