বিমমিল্লাহির রাহমানীর রাহীম
প্রথমে সবাইকে আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এক অন্য রকম কাজের ছোট্ট একটা সফটওয়্যার নিয়ে। এই সফটওয়্যার দিয়ে সবার কাছেই মহা বিরক্তিকর oursurfing virus রিমুভ করা যাবে। এই oursurfing virus ভাইরাস রিমুভ বা ডিলিট করা নিয়ে টেকটিউনসে এর আগে কোন টিউন করা হয় নি। নিচে এর সার্চ রেজাল্ট এর স্কিনশট দেওয়া হলো।
oursurfing virus আমাদের যে কতটা বিরক্তির সৃষ্টি করে তা যাদের আক্রমণ করেছে তারা ভালো ভাবেই জানেন। এই ভাইরাস আপনার পিসির সকল ব্রাউজারের হোম পেইজ পরিবর্তন করে ফেলে তাদের ওয়েবসাইটের হোম পেইজকে রেখে দেয়। আবার আপনার ডিফল্ড সার্চ ইঞ্জিনকে পরিবর্তন করে ফেলে । ব্রাউজারের তিন সাইডে তাদের এড দেখায়। সাইডগুলো হলো : বাম সাইডবার, ডান সাইডবার ও নিচের ফুটার। এভাস্ট, এভিজি, নরটন সহ জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার গুলো দ্বারাও এ ভাইরাসকে সহজে চিহ্নিত করা যায় না। এর বিরক্তির কোন শেষ নেই। অনেকে এর থেকে মুক্তি পেতে বাধ্য হয়ে নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল করে থাকেন। যা এক কথায় মহা যন্ত্রনার। আমি নিজেও এর দ্বারা আক্রান্ত হয়েছিলাম। পরে গুগলের সাহায্য নিয়ে অনেক খুজাখুজি করে এর একটা স্থায়ী সমাধান খুজে বের করতে পেরেছি। আজকে আমি এই স্থায়ী সমাধান নিয়েই আলোচনা করবো।
আমি oursurfing virus রিমুভ করতে যে সফটওয়্যারটা ব্যবহার করেছি তা হলো adwcleaner 5.005। এটা খুবই কাজের একটা সফটওয়্যার। সাইজ বেশি নয়, মাত্র 1.57 মেগাবাইট। বড়দের মুখে অনেক সময় একটা কথা শুনতাম “ ছোট সাপের বিষ বেশি।” আর প্রযুক্তির যুগে বলতেই হয় যে ছোট সফটওয়্যার এর কাজের মাত্রা অনেক বেশি। প্রথমেই ডাউনলোড করে নিন adwcleaner 5.005।
ডাউনলোড করে নিন এখান থেকে। সরাসরি লিংকও দেওয়া হলো আপনাদের সুবিধার জন্য।
১। প্রথমেই উপরোক্ত লিংক থেকে adwcleaner 5.005 সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এটি পোর্টেবল ভার্সন থাকায় ইন্সটলের কোন প্রকার ঝামেলা নেই। সবার আগে আপনার চালুকৃত সকল পোগ্রাম গুলো বন্ধ করে নিন। এবার আপনার ডাউনলোড করা adwcleaner 5.005 এর উপর ডাবল ক্লিক করে adwcleaner 5.005 চালু করুন। এর আইকনটি দেখতে নিচের স্কিনশটটির মতো হবে।
এবার সফটওয়্যারটি চালু হলে নিচের মতো একটি উইন্ডো আসবে।
২। উপরের স্কিনশটের মতো এর উইন্ডো আসলে বুঝবেন adwcleaner 5.005 পুরোপুরি ভাবে চালু হয়ে গেছে। আর উপরের মতো না আসলে আপনার পিসির ইন্টারনেট কানেকশন বন্ধ করে নিন। তারপর আবার adwcleaner 5.005 চালু করুন। এখনও যদি সঠিকভাবে চালু না হয় তবে আপনার পিসি রিস্টার্ট করে নিন। আবার adwcleaner 5.005 এ ডাবল ক্লিক করে adwcleaner 5.005 চালু করুন। এবার ১০০% সিউর থাকুন আপনার adwcleaner 5.005 আপনার পিসিতে চালু হয়ে যাবে এবং উপরোক্ত স্কিন শটরে মতো আপনার পিসিতে একটি উইন্ডো চালু হবে।
৩। এবার Scan বাটনে একটি ক্লিক করুন। আপনার পিসি স্ক্যান করা শুরু হয়ে যাবে। ২ -৩ মিনিট অপেক্ষা করুন। স্ক্যান শেষ হয়ে হলে নিচের ছবির মতো আসবে। তাহলে আপনার পিসি সঠিকভাবে স্ক্যান শেষ হয়েছে।
এখানের Service ট্যাবে আপনার পিসিতে থাকা oursurfing ভাইরাসটি দেখাবে। আবার Shortcuts ট্যাবটিতে আপনার পিসির ইন্সটল করা ব্রাউজারগুলো দেখাবে। এবং যে ব্রাউজার গুলো oursurfing ভাইরাসে আক্রান্ত সেগুলোও দেখাবে। Folder ট্যাবটিতে অন্যান্য ভাইরাসে আক্রান্ত ফোল্ডারগুলো দেখাবে। সেখানে oursurfing ভাইরাসটির ফোল্ডারটিও দেখতে পাবেন।
৪। এবার Action Row এর Cleaning বাটনে একটি ক্লিক করুন। নিচের কিছুটা সময় নেবে ভাইরাসগুলো রিমুভ হতে। আপনার পিসিতে আক্রান্ত ভাইরাসের সংখ্যার উপরে নির্ভর করবে এ সময়। তবে ৩ -৫ মিনিটের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। একটু অপেক্ষা করুন। কাজ শেষ হয়ে গেলে আপনার পিসি রিবুট চাইবে আবার রিবুট নাও চাইতে পারে। তবে রিবুট করে নেওয়াই ভালো। এতে আপনার ব্রাউজার সহ সকল সফটওয়্যারগুলো নতুন করে চালু হবে। তাহলে রিস্টার্ট করে নিন আপনার পিসি।
৫। পিসি চালু হলে আপনার ব্রাউজারের ডাটা ফাইলগুলো ব্যাকআপ নিয়ে নিন। এবার আপরার ব্রাউজার Reset করে নিন। তাহলেই কাজ শেষ এবং আপনি পুরোপুরিভাবেই Oursurfing ভাইরাস থেকে মুক্ত।
ব্রাউজার যেভাবে রিসেট করবেন (গুগল ক্রোমের ক্ষেত্রে) : আপনার ব্রাউজার চালু করুন। এবার একদম উপরের ডান পাশে মেনুবারের আইকন থেকে সেটিংস এ যান। একদম নিচে থেকে Show Advance Setting এ ক্লিক করুন। একদম নিচে Reset Browser নামক একটি বাটন পাবেন। এখানে ক্লিক করে আপনার ব্রাউজার রিসেট করে নিন।
বি:দ্র: আপনি যদি ব্রাউজার রিসেট করতে না চান, তবে CCleaner দিয়ে রান ক্লিয়ার করতে পারেন। এতে সম্পূর্ণভাবে কাজ শেষ হয় যাবে। আপনি এখন পুরোপুরিভাবে oursurfing ভাইরাস থেকে মুক্ত।
লেখায় কোন প্রকার ভূল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দুষ্টিতে দেখবেন। আর টিউন সম্পর্কে যদি আপনাদের কিছু বুঝতে কোন অসুবিধা হয় তবে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি মতামত আমাকে সামনে আরও সুন্দর টিউন উপহার দিতে উৎসাহ প্রদান করবে। আর যে কথা না বললেই নয়, তা হলো লেখা কপি পেস্ট বর্জন করা। ৩-৪ ঘন্টা একটানা লিখার পর কপি পেস্ট করলে যে কোন লেখকের পুরো পরিশ্রম এর কোন মূল্যই থাকে না। সবাই ভালো থাকবেন। সকলের শুভ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
ফেসবুকে আমি
আমি আতিকুর রহমান সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 289 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারণ একজন । প্রযুক্তিকে ভালবাসি, এর জন্য সব কিছুই করতে পারি । জীবনের লক্ষ্য হিসেবে প্রযুক্তিকেই বেছে নিয়েছি । জানি না কতটুকু সফল হবো । তবুও সারা দিন রাত চলে আমার লক্ষ্য অর্জনের অবিরন্ত প্রচেষ্ঠা । হয়তো একদিন হবে সফল , নয়তো বিফল । তবুও যতদিন থাকবো, প্রযুক্তিকে ভালোবাসবো...
good post