নিয়ে নিন eset এর নতুন সংস্করণ 2016 এর ESET Smart Security® 9 and ESET® NOD32® Antivirus 9 – Edition 2016 Beta

অনেক দিন যাবত এর ভক্ত আমি তাও সেই ২০১০সাল।আগে অবশ্য ''avast''  ''avira''  ''norton'' ''kasparesky'' আরও বিভিন্ন এন্টিভাইরাস সফটওয়্যার গুলা ব্যবহার করেছি।

কিন্তু আমার মতে হচ্ছে os এর জন্য সবচাইতে  ভালো এন্টিভাইরাস সফটওয়্যার।

এবার নিয়ে আসলো তাদের নতুন সংস্করণ ESET Smart Security® 9 and ESET® NOD32® Antivirus 9 - Edition 2016 Beta

 

 

এটির গুনাবলি যারা জানেন তারা তো জানেন ই আর যারা না জানেন তাদের জন্য কিছু উদাহারন দিলাম।
                                               """আমার মতে এর রিভিও দিলাম""
  1. এটি পিসি কে অন্য সব এন্টিভাইরাস সফটওয়্যার গুলার চাইতে ফাস্ট রাখে।
  2. এটার Installer Size & Extract  Size খুব ই কম তাই আপনার হার্ড ড্রাইভ এর জায়গা লাগবে খুব কম।
  3. এটিতে আছে  anti theft যা আপনার পিসিকে চুরি হওয়া থেকে রক্ষা করবে।
  4. তাছাড়া eset এই ভার্সন টিতে রয়েছে ৩মাসের ফ্রি একটিভেসন সুবিদা।
  5. এছাড়া আরও রয়েছে  আকর্ষনীয় সব ফিচার    নিচে এর কিছু স্ক্রিনশট দিলাম.।

 

ডাউনলোড করতে এই লিঙ্কে যান।এখানে ESET Smart Security® 9 and ESET® NOD32® Antivirus 9 - Edition 2016 Beta দুইটা সফটওয়্যার ই পাবেন ৩২ বিট ও ৬৪ বিট মুডে

আর অবশ্যই আপডেট দিতে ভুলবেন না।

ভালো লাগবে আশা করি। সবাই ভালো থাকবেন।

কারো কোন সমস্যা হলে টিউমেন্ট এ জানাবেন।ফেসবুকে আমি পিপীলিকা

 

Level New

আমি টেক-সাতকাহন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for share. Vi full version dile valo hoto.

Full Version Upcoming…@khairul sobuj

Level 0

Vijan,Android tab e no eta support korbe ?

    এটা windows এর জন্য ।আপনি এখান থেকে android ভার্সন ডাউনলোড করে নিন।http://www.eset.com/int/download/home/detail/family/25/

পিসি হ্যাঙ্গ করে,, আমার প্রায় 1.5 জিবি র‌্যামই ইউস করছে ঐ ইসেট এন্টিভাইরাসটি। আপডেটও দিয়েছিলাম,, কিন্তু শেষ পর্যন্ত আনইনস্টল দেওয়া ছাড়া আর কোনো পথ খুজে পাচ্ছিলাম না,,তাই আনইনস্টল দিয়ে দিলাম,, এর চাইতে এভাস্ট ব্যবহার করা অনেক ভালো//

আমার পিসিতে কখনো এমন হয়নি।আপনি আবার চেষ্টা করুন ১০০% কাজ হবে কারন eset ই হচ্ছে সবচাইতে ফাস্ট ও লো সাইজের অ্যান্টিভাইরাস। আপনার পিসিতে থাকা এন্টিভাইরাস টি আন ইন্সটল করুন এবং তার রেজিস্ট্রি ফাইল গুলো ও হার্ড ড্রাইভ থেকে মুছে ফেলুন এবার আপনি পিসি রিষ্টার্ট করে eset অ্যান্টিভাইরাস টি ইন্সটল করুন।
আশা করি কাজ হবে।এভাস্ট আমি ও আগে ব্যাবহার করেছি।এটা স্ক্যান করতে সময় বেশি নেয়।কিন্তু eset অনেক দ্রুত স্ক্যান করে এবং এর রয়েছে শর্টকাট স্ক্যানার মানে কোন রিমুবাল ড্রাইভ আপনি পিসি তে প্রবেশ করালে তা ডেস্কটপ নোটিফেসন এ স্ক্যান অপশন শো করবে।

আমার মতে পিসির জন্য বেষ্ট এন্টিভাইরাস। আমি দীর্ঘদিন যাবত ব্যাবহার করে আসছি। আরাম পাচ্ছি।

I’ve been Using ESET Smart Security for 3years. the best antivirus engine i have ever seen in my life. eita emon ekta powerful antivirus jara jara use koreche tarai jane ar indiar toiri tai nishshondehe use kora jay as INDIA Holi prithibir moddhe brihottor ganibander desh, oikhane talent a vorti.

এটা indiar তৈরি নয়।@আশিকুর রহমান