Latest-Kaspersky 2016 এর ২ বছর+ লাইসেন্স নিন একদম ফ্রীতে তাও আবার ব্লক হবার ঝামেলা ছাড়া(টেরা টিউন)

বেশি কিছু বলব না,কারন সেটাপ করার কাজ অনেক তাই সরাসরি কাজে চলে যাই।

Kaspersky এন্টিভাইরাস পৃথীবির জনপ্রিয় এন্টিভাইরাস গুলোর মধ্যে অন্যতম।কিন্তু Kaspersky Lab এটি ৩০ দিনের ট্রাইল হিসেবে ব্যবহার করতে দেয়,কথা হল যাদের টাকার অভাব নেই তারা কিন্তু অনায়াসেই বাজার থেকে কিনে ব্যবহার করতে পারবে কিন্তু তাহলে আমরা কি করব যারা হিসেব করে চলি বা ছাত্র ? হ্যা তাই আমি আপনাদের জন্য নিয়ে আসলাম দুই বছর+ অর্থাৎ ৭৩৫ দিনের লাইসেন্স ফ্রী(যেটাতে আগের মত আপডেট দিলে ব্লক করে দেয়ার ঝামেলা নেই,তাই নিশ্চিন্ত থাকাটাই শ্রেয়)

১। প্রথমেই Kaspersky 2016 latest ডাউনলোড করেনিন এখান থেকে Kaspersky Internet Security 2016 (166 MB) /Mirror

>এবার এখান থেকে লাইসেন্স সহ কিছু দরকার ফাইল অর্থাৎ Patch ফাইল টি ডাউনলোড করে নিন Kaspersky Patch (1 MB)

২। ডাউনলোড করে সাধারন ভাবে ইন্সটল করেন,এবং Active Trail Version Of The Application এ ক্লিক করে ৩০ দিন Trail এক্টিভ করে নিন।আর যাদের আগে থেকেই ডাউনলোড করে ইন্সটল দেয়া আছে ২০১৬ ভার্সন তারা পরের নির্দেশনা দেখুন।

৩।বাম পাশে নিচে সেটিং আইকন এ ক্লিক করুন,তার পর Additional এ গিয়ে Self-Defense এ ক্লিক করুন

এবার Self-Defense Disable করতে হবে তাই টিক চিহ্ন টা উঠিয়ে দিন,কনফার্ম Window আসলে Ok তে ক্লিক করুন এবং Protection Pause করে দিন টাস্ক বার থেকে Kaspersky এর আইকন এ ডান বাটন ক্লিক করে।

৪, এবার Back করুন,তারপর Setting>General ট্যাব এ ক্লিক করুন ও  এরপর ডানদিকে Manage Setting এ ক্লিক করুন এবার Import Setting এ ক্লিক করুন।

৫, এবার আমার দেয়া Patch ফাইলটি আনজিপ করার পর ভেতরে একটা সেটিং পাবেন(Setting Import 2016 By Anik.cfg) এ ক্লিক দিয়ে Open এ ক্লিক দেন।

৬, এবার টাস্কবার থেকে Kaspersky,Exit করে দিন।(Exit Kaspersky From Taskbar)

৭,আমার দেয়া Patch ফাইল টির ভেতরে HostBlocker পাবেন,তাতে ডান বাটন ক্লিক করে Run As Administrator এ ক্লিক করুন।

8,সবার শেষ কাজ,আমার দেয়া ফাইলের ভেতরে KRT_ANIK TANIM,সফট টি normal ভাবেই ওপেন করুন এবং এবং কি-বোর্ড এ চাপুন Ctrl+Alt ( Press Ctrl+Alt while in KRT window)

১০, Active এ ক্লিক করে KV Licence ফোল্ডারে License নামে ফোল্ডার পাবেন তার ভেতরে যে ফাইল গুলো আছে তার যেকোন একটা ওপেন করুন!

ব্যাস কেল্লা ফতে এবার দেখুন !!!

বিঃদ্রঃ UPDATE সার্ভার MODDED BY HOSTBLOCKER(Personal Update Server) তাই আপডেট দিলেও BLOCK হবার কোন কথাই নেই,তাই এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন।

এখন মজা নিন ৭৩৫ দিনের Full Version তাও আবার ফ্রীতে

কোন সমস্যা হলে টিউমেন্ট করুন। এছাড়া এত কষ্ট করে টিউন করলাম একটা ধন্যবাদ পাওয়ার তো আশা করি আপনাদের কাছে!

 

Level 2

আমি মোস্তফা তানিম অনিক। SOFTWARE ENGINEER, DSPLACE, MIAMI। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 77 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি চেস্টা করি আপনাদের কিছু টিপস দেওয়ার জন্যে যেটা বাস্তবিক জীবনে কাজে লাগবেই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ata ki pc vari kore?

    Level 2

    যদি আপনার ক্ষমতা হয় ২ কেজি ওঠানোনামানো তাহলে কি আপনি ২০০ কেজি ওঠাতে পারবেনা? না পারবেন না।
    ঠিক আপনার কম্পিউটার এর Performance Slow হলে বা এন্টিভাইরাস ইন্সটল এর জন্য Recommend Ram,CPU Clockmod speed etc লাগবে তা নাহলে Adjustment হবেনা এবং স্লো হয়ে যাবে।তাই শুধু এন্টিভাইরাস না,যেকোন কিছু ইন্সটল দেয়ার আগে তার Requirements চেক করে নিবেন।

process ta tik ase

    Level 2

    হ্যা,১০০ % ঠিক আছে!

Level 2

শুনুন কাউকে তিরস্কার করলে, বড় হওয়া যায়না।
আপনি যে Link দিয়েছেন তাতে অনেক শর্টকাট ভাবে বুঝিয়ে দেয়া আছে যা আপনি আমি বুঝলেও অনেক বুঝবে না,তাছাড়াও আপনার দেয়া প্রবন্ধটা ইংরেজিতে।তাই আমি বাংলায় টিউন করেছি সহজ ভাবে বুঝিয়ে দিয়ে Details এ।তাই আপনাকে মাথা না ঘামালেও চলবে

Level 2

অনেক ধন্যবাদ ভাই, কাজ হয়েছে। আপডেট করলে ধরা পরবে না তো?

    Level 2

    জি না,কারন এই সংস্করনে আপডেট যাতে ব্লক না হয় তাই আপডেট সার্ভার মুড করা হয়েছে,তাই নিশ্চিন্তে ব্যবহার করুন!আর তার পরেও যদি সমস্যা হয় তাহলে তো আমি আছিই!

এটা কি লাইসেন্স করা ক্যস্পারস্কাই এর মতই ভাইরাস নিধন করবে না আবার………….

    Level 2

    হ্যা,লাইসেন্স করা বা বাজার থেকে কেনা ,আর এটি ব্যবহার করা একই,শুধু পার্থক্য হল ,এটাতে ঝামেলা করে এক্টিভ করতে হচ্ছে আর ওটাতে ঝামেলা ছাড়া!

Amar ek bondhu taka diye kine o kaspersky chalai na Update er voye. Khub slow update jodio net speed khub fast.

    Level 2

    এই সংস্করনে আপডেট সার্ভার মুড করা হয়েছে তাই আগের থেকে বেশি স্পীড পাবেন!

ধন্যবাদ ভাই—

    Level 2

    স্বাগতম আপনাকে

Level 0

ইন্টারনেট দিয়ে আপডেট করা যাবে…?কয়েক দিন পর সিরিয়াল ব্লক হবে নাতো..?

    Level 2

    না ব্লক হবেনা,কারন পার্সোনাল আপডেট সার্ভার!

Level New

Thanks. কাজ হয়েছে।

প্রিয়তে নিলাম, কাজে লাগবে।

Level 0

ভাই এটা এন্টিভাইরাসে ডাটাবেস আপডেট করবে?

    Level 2

    হ্যা,ভাই করবে,কারন এটা পার্সোনাল সার্ভারে মুড করা আছে,অথবা সহজ কথায় আপডেট সার্ভার হ্যাক করা হয়েছে,HOST BLOCKER দিয়ে।তাই এই বিষয়ে আর কেউ কমেন্ট করবেন না।

4 number image er moto general setting er setting option ta nei ???2014 install deya ase….

Level 2

অনিক ভাই Kaspersky মুল ফাইল যে সাইটে দিয়েছেন সেই সাইট রিজুম সাপোর্ট করে না, তাই মিডিয় ফায়ার থেকে ডাউনলোড করুন।

Kaspersky Internet Security 2016 মিডিয়ফায়ার লিংঙ্ক

http://www.mediafire.com/download/krn9jvceny9e0uv/kis16.0.0.614en_8233.exe

Self-Defense Disable korsi kintu active thake key file select korle Self-Defense Disable korte bole. help koren. onekbar tra korlam holona…

    Level 2

    প্রসেস গুলো ভাল করে ফলো করুন।

      আমারও একই সমস্যা, Self-Defense Disable করতে বলে কিন্তু এটি তো আমি আগেই Disable করে রেখেছি ৩ নং প্রসেস এর মতো। কিন্তু ৮নং এর মতো active করতে গেলে Self-Defense Disable করতে বলে।

Vai say rokom kaj korse r kono slow o deksi na ame windows 10 a use krse tik moto update nisse thanks bro for sharing it & hope j aro kono licence er link diben jate kre eta 2 years theke aro bariya neya jay 😀

    Level 2

    হ্যা,অবশ্ব্যই

Vai Biswajit Das bro j link diyesen okane ekta screen shot deya ase jate validity deki 1095 days kintu apner dekano process ta r onader okane bola process same tahole apnae 1095 days show korlo na keno jante pari?????

    Level 2

    কারন টা হলঃ ওদের দেয়া লাইসেন্স আর আমার দেয়া লাইসেন্স টা আলাদা,এটা মুড করেছি আমি তাই !

Level 2

Enable-self-defend এই অপশনের সুবিধা অসুবিধা কী..? ক্যনো এটাকে আনচেক করে দিতে হবে।

    Level 2

    Enable Self Defend টা হল একটা বিশেষ পার্মিশন,যেটার মাধ্যমে ডেভেলোপার রা এটির খুটি নাটি ডিবাগ ইনফু বের করতে পারে।তাই এটার পার্মিশন ছাড়া এন্টিভাইরাসে একটা অংশও ইডিট বা মডিফাই করা সম্ভব না!

bujlam apni modifi kresen but onader tay to ame apner dekano wayte use korse but tao to 1095 days show korlona bro

    Level 2

    টা বলতে পারবোনা কেন,আপনার সাথে একটা জরুরী কথা ছিল।
    আপনার ফোন নাম্নার টা একটু কষ্ট করে ইমেইল করুন [email protected]

Level 2

আর একটা কথা যেটা পেয়েছেন ,এটাতেই সন্তষ্ট থাকুন নইলে ওইটাও পাবেন না।

thanks bro for your hard work to share it and hope u will do it again 😀 😀 😀 😉 😉 😉

ভাইয়া, আমার ল্যাপটপে ক্যাস্পারেস্কি ইন্সটল করার পর দেখি শুধু activation code এর বক্স।আপনার দেয়া স্ক্রিন শর্ট এর মত ডানদিকে ‘active trial version of the application” এমন কোনো লেখা নাই।এখন কি করব??
আমার ল্যাপটপ উইন্ডোজ ৭।

Level 2

আপনাকে Trail Reseter ব্যবহার করতে হবে,এজন্য আপনাকে প্রথমে সেটিং এ গিয়ে Self Defense Disable করতে হবে, আমার পোস্ট ৩, নং কন্টেন্ট টা ভাল করে দেখুন তার পর Kaspersky 2016 ,EXIT করে দিন এবং আমার দেয়া KV PATCH ফাইলের ভেতরে KRT_Anik Tanim.exe এটা ওপেন করে Reset Activation e ক্লিক করুন। তারপর সব কেটে দিয়ে আবার ১, নং থেকে দেখুন হয়ে যাবে।

থ্যাংকস, কাজ হয়েছে।

U r genius bro @Anik Tanim sorry for my some rude talk with u I am extremely sorry bro

Level 2

Its Okay,but you need self reliant !

I will Bro by the way Why u not accepting me as ur friends in fb may I know it?

    Level 2

    I do not like strangers, but would you also look at identity,or if you really give me a request then please give me your full identity who are you and where are you from.or if i really like you or i know your picture!

ভাইয়া আপনি যে তাদের অফিসিয়াল আপডেট হোস্ট সাইট ই চেঞ্জ করে দিয়েছেন। তাহলে Virus Defination / Virus Signature Database কোথা থেকে আপডেট হবে? আর যদি এগুলা আপডেট ই না হয় তাহলে এই Antivirus রেখে কোন লাভ নাই।
একটু বলবেন কি?

    Level 2

    কমেন্ট করার জন্য ধন্যবাদ!
    এখানে শুধু আপডেট এবং লাইসেন্স ভেরিফিকেশন করার হোস্ট চেঞ্জ করা হয়েছে,কারন যাতে ক্যাস্পারস্কাই এন্টিভাইরাস সার্ভারে এটা চেক করলে সঙ্গে সঙ্গে ব্লক করে না দিতে পারে।আর ভাইরাস ডেফিনেশন ও আপডেট সার্ভার চেঞ্জ করলেও,আপডেট আগে মতই হবে অফিসিয়াল আপডেট এর মত!এটা পার্সোনাল সার্ভারদিয়ে আপডেট হবে যাতে করে আপডেট এর সময় লাইসেন্স ভেরিফাই হবেনা।এজন্যই চেঞ্জ করা হয়েছে শুধুমাত্র লাইসেন্স ব্লক না করে দিতে পারে এজন্য,তাছাড়া সব আগের মতই।আর পার্সোনাল সার্ভার দিয়ে আপডেট দেয়া আর অফিসিয়াল আপডেট এক ,শুধু পার্থক্য এটা,তা হল ওটা একটা রাস্তা একটা দোকানে যাওয়ার আর পার্সোনাল আপডেট সার্ভার আর একটি রাস্তা ঐ একই জায়গায় যাওয়ার জন্য!!

Database update হচ্ছে না ভাই। বার বার failed হয়।

    Level 2

    আপনার প্রক্সি এবং পোর্ট চেক করুন,বা ডিলিট করুন,Control Panel > Internet Setting এ
    বা Workable Internet কানেকশন ব্যবহার করুন,৩জি বা হাইস্পীড! এটা আপনার সমস্যা আমাদের নয় ,কারন আমাদের বা আমার আপডেট ঠিকই কাজ করছে!

poxy use korbo naki korbo na?? net speed high {broadband}

Level 2

প্রক্সি ব্যবহার করবেন না!

না ভাই হয় না.১০০% হয় কিন্তু কমপ্লিট হয় না । আপনি আজ ১বার আপডেট দিয়ে দেখেন তো ।

darun ,ami amon ak tune e khujsilam…. onek onek dhonnobad…

অনেক ধন্যবাদ..!! আপডেট দিলে ব্লক না হলেই আর কোন কথা নাই।

আমারও একই সমস্যা, Self-Defense Disable করতে বলে কিন্তু এটি তো আমি আগেই Disable করে রেখেছি ৩ নং প্রসেস এর মতো। কিন্তু ৮নং এর মতো active করতে গেলে Self-Defense Disable করতে বলে।

Level 0

Thank Youuuuuuuuuuuuuuu its work, I got 594 Days, its great. But how many times its working?

Get all kinf of social media services – https://bestsocialplan.com/

Get all kind of social media services – https://bestsocialplan.com/