বেশি কিছু বলব না,কারন সেটাপ করার কাজ অনেক তাই সরাসরি কাজে চলে যাই।
Kaspersky এন্টিভাইরাস পৃথীবির জনপ্রিয় এন্টিভাইরাস গুলোর মধ্যে অন্যতম।কিন্তু Kaspersky Lab এটি ৩০ দিনের ট্রাইল হিসেবে ব্যবহার করতে দেয়,কথা হল যাদের টাকার অভাব নেই তারা কিন্তু অনায়াসেই বাজার থেকে কিনে ব্যবহার করতে পারবে কিন্তু তাহলে আমরা কি করব যারা হিসেব করে চলি বা ছাত্র ? হ্যা তাই আমি আপনাদের জন্য নিয়ে আসলাম দুই বছর+ অর্থাৎ ৭৩৫ দিনের লাইসেন্স ফ্রী(যেটাতে আগের মত আপডেট দিলে ব্লক করে দেয়ার ঝামেলা নেই,তাই নিশ্চিন্ত থাকাটাই শ্রেয়)
১। প্রথমেই Kaspersky 2016 latest ডাউনলোড করেনিন এখান থেকে Kaspersky Internet Security 2016 (166 MB) /Mirror
>এবার এখান থেকে লাইসেন্স সহ কিছু দরকার ফাইল অর্থাৎ Patch ফাইল টি ডাউনলোড করে নিন Kaspersky Patch (1 MB)
২। ডাউনলোড করে সাধারন ভাবে ইন্সটল করেন,এবং Active Trail Version Of The Application এ ক্লিক করে ৩০ দিন Trail এক্টিভ করে নিন।আর যাদের আগে থেকেই ডাউনলোড করে ইন্সটল দেয়া আছে ২০১৬ ভার্সন তারা পরের নির্দেশনা দেখুন।
৩।বাম পাশে নিচে সেটিং আইকন এ ক্লিক করুন,তার পর Additional এ গিয়ে Self-Defense এ ক্লিক করুন
এবার Self-Defense Disable করতে হবে তাই টিক চিহ্ন টা উঠিয়ে দিন,কনফার্ম Window আসলে Ok তে ক্লিক করুন এবং Protection Pause করে দিন টাস্ক বার থেকে Kaspersky এর আইকন এ ডান বাটন ক্লিক করে।
৪, এবার Back করুন,তারপর Setting>General ট্যাব এ ক্লিক করুন ও এরপর ডানদিকে Manage Setting এ ক্লিক করুন এবার Import Setting এ ক্লিক করুন।
৫, এবার আমার দেয়া Patch ফাইলটি আনজিপ করার পর ভেতরে একটা সেটিং পাবেন(Setting Import 2016 By Anik.cfg) এ ক্লিক দিয়ে Open এ ক্লিক দেন।
৬, এবার টাস্কবার থেকে Kaspersky,Exit করে দিন।(Exit Kaspersky From Taskbar)
৭,আমার দেয়া Patch ফাইল টির ভেতরে HostBlocker পাবেন,তাতে ডান বাটন ক্লিক করে Run As Administrator এ ক্লিক করুন।
8,সবার শেষ কাজ,আমার দেয়া ফাইলের ভেতরে KRT_ANIK TANIM,সফট টি normal ভাবেই ওপেন করুন এবং এবং কি-বোর্ড এ চাপুন Ctrl+Alt ( Press Ctrl+Alt while in KRT window)
১০, Active এ ক্লিক করে KV Licence ফোল্ডারে License নামে ফোল্ডার পাবেন তার ভেতরে যে ফাইল গুলো আছে তার যেকোন একটা ওপেন করুন!
ব্যাস কেল্লা ফতে এবার দেখুন !!!
আমি মোস্তফা তানিম অনিক। SOFTWARE ENGINEER, DSPLACE, MIAMI। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 77 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি চেস্টা করি আপনাদের কিছু টিপস দেওয়ার জন্যে যেটা বাস্তবিক জীবনে কাজে লাগবেই।
ata ki pc vari kore?