ESET অ্যান্টিভাইরাস ব্যবহার করুন আপনার কম্পিউটার নিরাপদ রাখুন!

আমরা কম্পিউটার ব্যবহার কারিদের সবচেয়ে বড় সমস্যা ভাইরাস, কিন্তু অনেকে আছে এর পিছনে খুব

বেশি টাকা খরচ করতে আগ্রহী না। এই টিউন তাদের বেশ উপকারে আসবে আশা করি।

এখানে আমি ESET SMART 5 নিয়ে আলোচনা করব।

এই অ্যান্টিভাইরাস টি বর্তমানে অনেক জনপ্রিয়। এর ৫ ভারসন বের হয়েচে কয়েক মাস আগে।

*প্রথমে http://www.eset.com/download/home/detail/family/5/  যান

1

*এখান থেকে offline installer সিলেকট করুন

2

* এরপর আপনার কম্পিউটার উইন্ডোজ বিট অনুযায়ী ৩২ বিট অথবা ৬৪ বিট সিলেক্ট করুন। সতর্ক

থাকবেন যেন ৩২ এর স্থানে ৬৪ অথবা ৬৪ এর স্থানে ৩২ দিয়ে না ফেলেন।সাধারনত বেশীর ভাগ পিসি

ব্যবহারকারী ৩২ বিট এর উইন্ডোজ ব্যবহার করে।

3

*ল্যাঙ্গুয়েজ বার থেকে english সিলেক্ট করুন

4

*এবার ডাউনলোড এর পালা প্রায় ৫৬ মেগাবাইট এর মত অ্যান্টিভাইরাস টি ডাউনলোড করুন

* সফটওয়্যার টি ইনস্টল করার পর আপনারকে active করার জন্য বলবে।

এখানে আমরা মুলত এই সফটওয়্যার demo ব্যবহার এর সুবিধা কে কাজে লাগাব।এই অ্যান্টিভাইরাস কোম্পানি ইউজার দের জন্য ৩০ দিনের ট্রায়াল ব্যবহারের সুবিধা দেয়।

5

*প্রথম মাসে ট্রায়াল কোড পাওয়ার জন্য নিচের ছবির মতো  HELP ট্যাব এ তারপর product activation এ ক্লিক করুন
6

এখান থেকে Active trial license এ পয়েন্ট করে next দিন,এখানে আপনার নাম,ইমেইল,দেশ

লিখে ওকে করলে আপনার ইমেইল এ username এবং password পোওচে যাবে।
7

*আপনার অ্যান্টিভাইরাস এখন অ্যাক্টিভ।নিয়মিত আপডেট করবেন।এই অ্যান্টিভাইরাস এর আপডেট

অন্যান্য অ্যান্টিভাইরাস গুলর মতো না এবং কম্পিউটারের গতি ও কমিয়ে দেই না।

খুব কম মেমোরি কাটে প্রথম আপডেট করতে হইত ১৫ এম বি

মতো কাটতে পারে কিন্তু পরে খুব বেশি লাগে না। ১০০-৫০০ কে বি এর ভেতর হয়ে যায়।তবে যত দেরি করে

আপডেট করবেন সাইজও তত বেশি হবে।

৩০ দিনের ট্রাইয়াল প্যাক ব্যবহার করার পর যদি ভাল লাগে তবে ১ বছর এর প্যাক  কিনে নিতে পারবেন।

ফ্রি তে ইউজার এবং পাসওয়ার্ড পেতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন।

আসাকরি এই সফটওয়্যার রিভিইও টি আপনাদের ভাল লাগবে।

টিউনটি প্রথম প্রকাশিত হয় এখানে 


সময় পেলে আমার সাইটটি ঘুরে আসতে পারেন।
ধন্যবাদ

Level 0

আমি রুট কোড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি ৮ ভার্সন ব্যাবহার করি।