সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের টিউন। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম Avira Antivirus Pro+Internet Security 15.0.10.434 Final দারুন একটি এন্টিভাইরাস। Avira AntiVirus এবং Interenet Security আমাদের নিকট খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার। বর্তমানে বাংলাদেশে এর ব্যবহারকারীর সংখ্যা অনেক বেড়ে গেছে, এর অন্যতম কারন হল একটি এক মাত্র সর্বচ্চো নিরাপত্তা দিতে সক্ষম ফ্রী অ্যান্টি-ভাইরাস এবং ইন্টারনেট সফটওয়্যার। এই এন্টিভাইরাস এবং ইন্টারনেট সিকিউরিটি সম্পর্কে বেশি কিছু বলার অপেক্ষা রাখিনা। কথা না বাড়িয়ে ডাউনলোড করে ব্যবহার করা শুরু করে দিন।
Feature
ডাউনলোড করার নিয়ামাবলী
ডাউনলোড লিঙ্ক নিয়ে কোন সমস্যা হলে জানাবেন। চেষ্টা করবো নতুন লিঙ্ক দেওয়ার। কিভাবে ডাউনলোড করবেন এক ঝলক কিছু স্ক্রিন পিকচার দেখে নিন,Activate করার নিয়ম
ডাউনলোড হওয়ার পর রার ফাইলটি আনজীপ করুন Winrar বা অন্য কোন সফটওয়্যার দিয়ে তারপর ফাইলটি ইন্সটল করুন। ইন্সটলের সময় নিচের মত একটি উইন্ডো আসবে।
যেই Key নামক ফাইলটি দিলাম এটা কোন নোটপ্যাড বা অন্য কিছু দিয়ে ওপেন করলে কাজ হবে না। উপরে দাগ দেওয়া "License File" এ কিল্ক করে Key ফাইলটি যে জায়গায় তা সিলেক্ট করে দিন। মনে রাখবেন এন্টি ভাইরাসের জন্য এন্টি ভাইরাসের Key দিবেন আর ইন্টারনেট সিকিউরিটির জন্য ইন্টারনেট সিকিউরিটির Key ব্যবহার করবেন। উলটাপালটা করলে কাজ হবে না।
আপনার যে কোন সফটওয়্যার লাগলে আমার কাছে জানাতে পারেন। কোন সফটওয়্যার লাগলে অবশ্যই এর পুরো নামটি লিখবেন। আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সেটা পেয়ে যাবেন।পরের পর্বে ফিরে আসবো আরও নতুন কোন সফটওয়ারে নিয়ে .
আজ এখানেই শেষ করছি সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ ।
আমি নির্জন জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানার এবং জানানোর প্রবল ইচ্ছা, তাইতো চেষ্টা করছি। সবার মাধ্যমে কিছু জ্ঞান লাভ করার পর নিজেও যদি মনের ভুলে কিছু জেনে থাকি তা সবার মাঝে বিলিয়ে দিতে চাই। জানি না কতটুকু পারবো, চেষ্টা ব্যাপারটা সব সময়ই থাকবে আমার ভিতর। জানানোর পথে ভুল ত্রুটি গুলা ধরিয়ে দিবেন মনে উৎসাহ নিয়ে আবারও...
vai apnar deya licence file ta open hoy na …ektu dekhben plz…ami notepade diye try korechi