ডাউনলোড করে নিন 360 Total Security আপনার পিসির জন্য

আসসালামু আলাইকুম । টেকটিউনের সকলকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা । টেকটিউন্সে এটা আমার দ্বিতীয় টিউন । কোন ধরনের ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন । যাই হোক আর কথা না বাড়িয়ে টিউনে চলে যাই । আপনারা যারা Android ব্যবহারকারী আছেন তারা অনেকেই  360 Total Security এর সাথে পরিচিত । Android এর জন্য এটি একটি চরম এন্টিভাইরাস, ক্লিনিং এবং অপ্টিমাইজেশন অ্যাপ । কিন্তু সম্প্রতি Android এর এই জনপ্রিয় অ্যাপ তাদের Windows সংস্করণ প্রকাশ করেছে । যদিও এটাকে সম্প্রতি বলা ভুল হবে কারণ এটা তাদের 6.0 ভার্শন । কিন্তু আগের ভার্শনে কিছু সমস্যা হওয়ায় সেগুলা তেমনভাবে আলোচনায় আসে নি । কিন্তু বর্তমান ভার্শনে এটিকে একদম  নতুনভাবে সাজানো হয়েছে । এর অসাধারণ ফিচারস এবং ইউজার ইন্টারফেইস আপনাকে মুগ্ধ করবেই ।

আসুন একনজরে দেখে নিই এর ফিচার সমুহঃ

সম্পুর্ন চেক ফিচারঃ

Full Check Feature

এর মূল স্ক্রিনে আপনি আপনার কম্পিউটারের বর্তমান অবস্থা জানতে পারবেন । কোন সমস্যা থাকলে এখানে আপনি তা দেখে নিতে পারবেন খুব সহজেই । এটা সব এন্টিভাইরাসেই থাকে । তাই এটিকে বিশেষ কিছু মনে করার কোন কারণ নেই ।

ভাইরাস স্ক্যান ইঞ্জিনঃ

Virus Scan engines

360 Total Security এর প্রধান সুবিধার মধ্যে এই ফিচারটি আমার ভাল লেগেছে । সাধারণত Security Program গুলো তাদের নিজস্ব Signature Database/Engine ব্যবহার করে । কিন্তু 360 Total Security নিজেদের অসাধারণ 360 QVMII এনবং cloud Engine ছাড়াও আরো চারটি ইঞ্জিন ব্যবহার করছে । যেগুলার মধ্যে জনপ্রিয় এভিরা, বিটডিফেন্ডার এর ইঞ্জিনও রয়েছে । তাই সব ধরনের ভাইরাস, ম্যালওয়্যার, ওয়ার্ম ইত্যাদি ধরা পড়বে খুব সহজেই ।

স্পিডআপঃ

Speedup Interface

এন্টিভাইরাস ছাড়াও 360 Total Security - এর রয়েছে Inbuilt স্পিডআপ ইন্টারফেস । যার সাহায্যে আপনি সহজেই আপনার পিসির Start up Items, Application services, Network speed কে অপ্টিমাইজ করে নিতে পারবেন মাত্র কয়েক ক্লিকে ।

ক্লিনআপঃ

Clean up

এর অসাধারন ক্লিনআপ ফিচারের সাহায্যে আপনার পিসির Junk Files, Browser cache/cookies, Unused files, system junk files কে ক্লিন করতে পারবেন । ফলে যদি আপনি 360 Total Security ব্যবহার করেন তাহলে আপনার আলাদা কোন ক্লিনিং প্রোগ্রাম ব্যবহার করতে হবে না ।

অন্যান্য  ফিচারঃ

এর টুলস ফিচারটা অনেকটা Firefox/Chrome এর অ্যাড-অন ফিচারের মত । বিভিন্ন টুলস ব্যবহার করে প্রোগ্রামটিকে  করতে পারবেন আরো উপযোগী ।  এছাড়া আপনি চাইলে Performance/Balanced/Security and Custom এই চারটি প্রটেকশন মুড রয়েছে ।

360 Total Security আজীবন ফ্রি প্রোগ্রাম । তাই কোন ক্রা*ক/প্যাচ এর দরকার নেই । ডাউনলোড করে নিন তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে । সাইজ মাত্র 32 MB ।

Download from official site

আজ এই পর্যন্তই । সবাই ভালো থাকবেন । পোষ্টটি সর্বপ্রথম টেকটিউন্সেই প্রকাশিত হয়েছে । সময় পেলে আমাদের সার্চ ইঞ্জিন - আমাদেরনেট ভিজিট করে আসতে পারেন । ধন্যবাদ । 🙂

Level 2

আমি মিরাজ ম্যাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 53 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

AFK


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ata kmn kaj kore keu ki use korcen?

@আশিকুর রহমান সৌরভ: আমি এটা ব্যবহার করেছি । এটা ভাল সার্ভিস দেয়

Level 0

vlo e…but er teke abvance pc care 1ooo gun vlo…

এর সুবিধা কথা গুলা বললেন, কিন্তু এর অসবিধা কথা গুলা বললেন না কেন?
360 Total Security এর উপর রিভিউ করেছেন, তো পরিপুর্ন ভাবে করেন।
.
.
.
.
এর কিছু অসবিধা……
প্রথম এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর নিজের কনো Firewall নেই।
আর একটি সমস্যা হচ্ছে 360 Total Security ব্যাবহারে পিছির বুট টাইম বারিয়ে দেয়, যা খুভই বিরক্তিকর।

@ফরিদুল ইসলাম ফাহিম: সরি ভাইয়া । আসলে আমার পিসিতে আমি এধরনের সমস্যার মুখোমুখি হই নি । তবে ফায়ারওয়ালের ব্যাপারটা আমার মাথায় আসে নি ।

Downloaded now using