সর্টকাট ভাইরাস কম্পিউটারটাকে জাহান্মাম করে দিয়েছে? চলুন সর্টকাট ভাইরাসের পিছুয়ারাতে জাহান্মামের আগুন দেই

শুভ সকাল,

কেমন আছেন সবাই? আশা করি অনেক ভাল। সর্টকাট ভাইরাস কম্পিউটারটাকে জাহান্মাম করে দিয়েছে? যদি উত্তর হ্যা হয় তবে চলুন  ঐ সর্টকাট ভাইরাসের পিছুয়ারাতে জাহান্মামের আগুন দেই । হ্যা ভাই আমার কম্পিউটার ও এমন হয়েছিল কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম যে নতুন করে Windowes Setup না করে সর্টকাট ভাইরাসের পিছুয়ারাতে জাহান্মামের আগুন লাগাব। তো শুরু করা যাকঃ

১। .link মানে C Drive বাদে যে কোন Drive এ সার্চ করুন যেই Drive এ আপেক্ষাকৃত কম folder আছে।

২। এবার সবার নিছে লক্ষ করুন আপনার Real Folder গুল ছাড়া ও ২ থেকে ৩ টি অন্য  সর্টকাট আসেছে সেগুলর যেকন একটি উপর রাইট বাটন ক্লিক করে Folder Location বের করুন দেখেন আপনাকে C Drive এ Location দেখিয়েছে।

৩। এবার আমরা অনেকেই Unloker ব্যবহার করি বা করেছি এবং জানি এটার কাজ কি। যারা জানেন না তাদের জন্য বলি Unloker Runing Program কে Delete, Move এবং Rename করতে পারে। তাই ঐ Location দেখুন ঐ সর্টকাট গুলোর Main File গুল আছে সেগুলো এমনিতে আপনি Delete করতে পারবেন না কারন সেই Program টি আপনার কম্পিউটারে  Runing আছে এমন কি  Unloker দিয়ে ও না।

৪। এবার Unloker সেটাপ দিয়ে ঐ ফাইল গুল অন্য যে কনো নামে Rename করে দিন।তবে Remane  গুলো মনে রাখবেন।

৫। .link লিখে C Drive বাদে  সকল Drive এ সার্চ করুন এবং সার্চ করে আনা সকল সর্টকাট গুল কে Delete করে দিন।  এবং কম্পিউটার রিস্টার্ট দিন চালু হলে C Drive যে সকল ফাইল গুল অন্য যে কনো নামে Rename করেছিলেন টা লিখে  সার্চ করুন এবার ঐ ফাইল গুল এবার Unloker দিয়ে Delete দিন কাজ ok.

Unloker: Download

সেহেতু কম্পিউটার ভাইরাস মুক্ত এবার চলেন ২০১৪ একটি হিট Album Shopno Chowa (2014) Rahul Farabee Sharalipi Jui ডাউনলোড করে মনে মতো করে শুনি নিশ্চই আপনাদের অনেক ভাল লাগবে এই Album টি।

ডাউনলোড ঃ Shopno Chowa (2014) by Rahul

Level 1

আমি MusicBazar.Net। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনের টাইটেল টা খুব সুনদর হইছে ? short cut virur remove করার জন্য মুই eset smart security use করি

বর্নিত বিষয়ে জাহান্নামের উপমা দিয়ে বর্ননা করা কবিরা গুনাহ্। যদি আপনি মুসলিম হন, তাহলে এ ধরনের বর্ণনা হতে বিরত থাকবেন।

    @নূরুল্লাহ্ দেওয়ান: ভাই এটা কথার কথা যেমনটা কাল কিয়ামতের দিনে তো আসলেই কি কাল কিযামত? নারে ভাই, মানুষ সুন্দর কিছূকে জান্নাতের সাথে আর যাতোনার কিছুকে জাহান্নামের সাথে ইঙ্গিত করে বলে এই আর কি।
    এখানে অন্য কোন উদ্দেশ্য নেই, আশা করি বুঝতে পেরেছেন।
    ধন্যবাদ

মানুষ কথার কথায় অনেক কিছু বলে। মানুষ যদি প্রতিটি কথার অর্থ বা পরিনাম বুঝতে পারতো তাহলে কথার কোনোদিন ভুল হতো না। জাহান্নাম কি জিনিসের নাম, জাহান্নাম কত বড় জগন্য আর কেমন সাস্তির নাম তা যদি মানুষ জানতে পারতো তাহলে হয়তো এই নামটা শুনার সাথে সাথে ভয়ে অসুস্থ হয়ে পড়তো। জাহান্নাম, কিয়ামত, জান্নাত এইগুলার পৃথিবীতে কোনো কিছুর সাথে ঠাট্টা করেও কথা বলা যাবে না। আপনি অন্য কোনো সুন্দর টাইটেল ব্যবহার করতে পারেন। আপনার টিউন ভালো হলে সবাই অবশ্যই ভিজিট করবে।

ekmot