Shortcut Virus কে আজীবনের জন্য Remove করুন (১০০% কাজের )(আমার তৈরী নিজস্ব পদ্ধতি)

আচ্ছালামুআলাইকুম,

আমি অতোটা গুছিয়ে লিখতে পারি না।

এই টিউনে কোনো ভুল থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

টিউনের শিরোনাম দেখে নিশ্চই বুঝতে পেরেছেন যে আজকের টিউন হলো আমাদের বড় এক শত্রু Shortcut Virus কে নিয়ে

এই Virus যখন  আমার PC তে ঢুকছে তখন বুঝতে পারছি এটা কতটা বিরক্তিকরকারন এটা আমার ৪টা মেমরি Format করতে বাধ্য করছে

তারপর থেকে এই Virus কে বিদায় করার চেষ্টা শুরু করিGoogle মামাকে জিজ্ঞাস করলাম... Net সার্চ করলাম... অনেক পদ্ধতি পেলাম...

সবগুলো Try করলাম But কোনো সুফল পেলাম না

শেষে আমার এই পদ্ধতি আবিষ্কার করলাম। আসুন দেখি কিভাবে Shortcut Virus কে আজীবনের জন্য Remove করবেন-

  1. Windows setup দিন।
  2. Windows setup এর পর PC তে কোনো  Removal Disk ঢুকাবেন না।
  3. এবার আসল কাজ...
  4. আপনার Hard disk এ যত Shortcut Folder(যে গুলোর path হলো   /seystem32) আছে সব Delete করুন।
  5. Shortcut Folder গুলো সাধারনত শুধু Hard disk এর Drive এর  ভিতরের Folder এ থাকে।
  6. Shortcut Folder গুলো Delete করা শেষ হলে  USB Disk Security 6.4.0.1 Final Software টি Install করুন।
  7. ভুলেও কিন্তু Shortcut Folder এ ডাবল ক্লিক করবেন না।
  8. তারপর আপনার PC তে আর Shortcut Virus থাকবে না।
  9. ভবিস্যতে যাতে Shortcut Virus    PC আর না ঢুকে সে জন্য  USB Disk Security এর  Safe Open ব্যবহার করুন।
  10. অথবা My Computer Open  করে  নিচের ছবির মতো  প্রথমে Folder > Removal Drive(Pendrive/Memory card)   এ + ক্লিক করুন> Pendrive/Memory card এ ক্লিক করে Browse করুন।

কখনো Pendrive/Memory card এ Direct ঢুকবেন না।

যদি ভালো লাগে তবে আমাকে Facebook এ add করতে পারেন> Add me on Facebook

আল্লাহ হাফেজ

Level 2

আমি Sanebin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উইন্ডোজ দেওয়া ছাড়া অন্য কোন উপায় থাকলে বলেন।

    Level 2

    @মোঃ মাসুদ রানা: ভাই windows ছাড়া সব কিছু Try করছি but কোনো কাজে আসে নাই

      @Sanebin: কি বলেন। system32 folder এর মধ্যে
      wscript.exe file টা খুঁজুন। unlocker নামক একটা সফটওয়্যার আগেই ইন্সটল করে নিন।
      ওইটা দিয়ে delete করে দিন wscript.exe টি। delete না হলে রিনেম করে দিন। delete or remane করতে হলে অবশ্যই unlocker লাগবে। নাহলে এগুলো হবে না। unlocker খুব ই ছোট সফটওয়্যার।
      ১ mb এর নিচে।

Level 1

ei ta ki kunu way hoilo.amra pc use kori kiser jonno?amader to pendrive or memori lagate hoy all time.

    Level 2

    @Habib80: pendrive or memori laganor somoy amar deoa last stap(photo) ta try korben

win না দিয়ে কোন পথ থাকলে বলেন।
আর ডিস্ক সিকিউরিটি ফাইনাল এর লিংক দেন।
ধন্যবাদ।

@মোঃ মাসুদ রানা: @Habib80: @স্বপ্নবাজ:
360 Total Security এন্টিভাইরাস ইন্সটল দিয়ে স্ক্যান করুন তাহলেই শর্টকাট ভাইরাস থাকবেনা

দিয়ে স্ক্যান করুন তাহলেই শর্টকাট ভাইরাস
থাকবেনা

360 Total Security এন্টিভাইরাস ইন্সটল
দিয়ে স্ক্যান করুন তাহলেই শর্টকাট ভাইরাস
থাকবেনা

EseT Nod 32 Antivirus install করুন , ইন্সটল করার পর অটোমেটিক্যালী সব শর্টকাট ভাইরাস রিমুভ হয়ে যাবে। 🙂 ট্রাই ইট , ইট মাস্ট ওয়ার্ক। নো নিড টু সেটআপ ইওর উইন্ডোজ , Enjoy.!

Level 0

Valo Anti-virus use koren, tahole easily solved, windows setup korte hobe na

ESET দিয়ে দেখেন |
এইসব ভাইরাস কিচ্ছুনা 😉 .

jader ei system jhamela mone hoy tara https://www.techtunes.io/antivirus/tune-id/308965 ei link follow korun

…ETO JAMELA KORAR KONO DORKAR NEY JUST WINDOWS DEFENDER DEA EKTA SCAN DEN SOB CHOLE JABE……ITS FREE JUST DEFENDER TA KE UPDATE KORE RAKHTE HOBE. TRY KORE DEKHEN TAHOLEY BUJTE PARBEN….THANK YOU >>>:) 🙂 🙂 🙂

Level 0

Malwarebytes Anti-Malware. এটা দিয়ে স্ক্যান করলে শর্ট কাট দূর হয়ে যাবে। আমি এটা ইউজ করি এবং খুব কাজের।

ata amaro jana. amio 1bar a kaj korechi. Onno kono poddoti karo jana thakle post korte paren.

Level 0

ফাল্তু, পদ্বতি, পেনড্রাইভে ভাইরাস দূরানোর জন্য কত সফ্টওয়্যার ব্যবহার করলাম কাজ করে না, শুধু বড় বড় লেকচার মারে ১০০% কাজ হবে।