ফ্রিতে নিয়ে নিন Bitdefender Internet Security 2015 এর লাইসেন্স কী।

আসসালামু-আলাইকুম। এটি আমার প্রথম টিউন ভুল হলে ক্ষমা করবেন। আশা করি সবাই ভালোই আছেন। এটি একটি বাসিক টিউন অনেকেই জানেন এবং ব্যবহার ও করছেন শুধু যারা জানেন না তাদের জন্য টিউনটি করছি। কেউ ইতি পূর্বে এটি নিয়ে টিউন করে থাকলে আমাকে মাপ করবেন।

Bitdefender Internet Security 2015 নিয়ে নতুন করে বলার কিছু নাই যারা জানেন না গুগল করে জেনে নিবেন। পরপর ৩ বছর এটি সেরা হয়েছে। এখন রেজিস্ট্রেশন করলেই পাবেন ৬ মাসের লাইসেন্স কী একদম ফ্রি। যাদের যাদের লাগবে তারা রেজিস্ট্রেশন করলেই উপভোগ করতে পারবেন ৬ মাসের অরিজিনাল লাইসেন্স।

প্রথমে  নিচের লিঙ্ক এ ক্লিক করে আপনার মেইল অ্যাড্রেস ও ক্যাপচা পুরুন করে GET FREE LICENSE এ ক্লিক করুন।  আপনার মেইলে একটি ফ্রি কী পেয়ে যাবেন। যা দিয়া আপনি ৬ মাস পর্যন্ত লিগ্যাল ভাবে ব্যবহার করতে পারবেন।

http://www.bitdefender.com/media/html/60-second/index.html

যদি টিউনটি থেকে উপকৃত হন অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।

Level 0

আমি সিনথিয়া সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।

৬ মাস লিগ্যাল ভাবে ব্যবহার বলতে ৬ মাস কি এটা ফুল ভার্সন হিসাবে ব্যবহার করা যাবে ।

জাজাকাল্লাহ

bhai amar tate 30 days dekhasse keno? kibhabe 6 month pabo, ektu janaben please.

Level 0

Vai download hoy nato.try again later lekha ashe.