কোন প্যাচ/কিজেন ছাড়াই Panda Internet Security লুফে নিন ১ বছরের জন্য! কাজ না হলে কান কাটব!!

সবাইকে সালাম ও শুভেচ্ছা। অাশা করি সবাই ভাল অাছেন। চলছে বিজয়ের মাস। এই বিজয়ের মাসে যারা শহীদ হয়েছেন ও অাত্নত্যাগ করেছেন তাদের সবার জন্য মাগফিরাত ও সবিনয়ের সাথে শ্রদ্ধা জানাই।

অাজকের টিউনে কোন ব্যবহারিক বিষয় নিয়ে কথা বলব না। শুধু মাত্র একটি বিশ্বখ্যাত এন্টিভাইরাস এর সাথে পরিচয় করিয়ে দিব এবং সেই সাথে অাপনারা এন্টিভাইরাসটি ৩৬৫ দিন ব্যবহারের সুযোগ পাবেন। অনেকেই বলবেন ভাই কোন কিজেন/প্যাচ অাছে কি? নাই ভাই! কোন কিজেন-প্যাচ নই, অরজিনাল সিরিয়াল কি ব্যাবহার করেই এটি ভাইরাস মুক্ত পিসি হিসাবে ব্যববহার করতে পারবেন। যাইহোক এবার অাসল কথাতে অাসি এই এন্টিভাইরাসটির নাম Panda Internet Security 20015.

এমন কোন ব্যক্তি নাই যিনি এই এন্টিভাইরাসটির নাম শুনেন নি। হ্যা এই প্রডাক্টটি অরজিন স্পেনের। মার্কেট প্রাইজ প্রায় ৫০ ডলারের মত। পূর্বের ভার্সন অপেক্ষা অনেক শক্তিশালী এবং সহজ ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়েছে। তাছাড়া এটি অন্য এন্টিভাইরাসের মত পিসি স্লো করবে না। ইনস্টল এবং অাপডেট সহ প্রায় ১৩০ এমবির মত খরচ হবে। অারেকটি কথা হল এটি বিশ্বের সর্বপ্রথম Cloud Protect Technology. অন্যান্য এন্টিভাইরাসের মতই সমান কাজ করবে বরং অন্য গুলো থেকেও ভাল কাজ করবে। যাহা অামি নিজে ব্যবহার করে এর পার্থক্য বুঝতে  পারছি। যাইহোক অাপনারা এন্টিভাইরাসের কার্যকারিতা, ব্যবহার, ইনস্টল বোঝেন বলে বিস্তারিত ব্যাখ্যা করতে চাচ্চিনা।

Panda Internet Security 20015 কাষ্টমার রিভিউ/ফিডব্যাক অনেক ভাল। এবং এডওয়ার্ড পেয়েছে অনেকবার-

Panda Internet Security 20015  অাপনার পিসিতে ইনস্টল করতে যা প্রয়োজন পড়বে-

কিভাবে পিসিতে Panda Internet Security 20015 ইনস্টল করবেন?

প্রথমে নিচের ডাউনলোড লিংক হতে অামার প্রদত্ত ফাইল গুলো নামিয়ে নিন। ফোল্ডারটি অানজিপ করার পর সেখানে স্কীনশর্ট চিত্র সহ একটি ইনস্টল ফাইল পাবেন। মূলত স্কীনশর্ট/ইমেজ চিত্রে সেখানে Serial Key দেওয়া অাছে। যাইহোক ইনস্টল করার সময় পিসিতে নেট কানেকশন করুন। এবার ১.৫ এমবির ইনস্টল ফাইলে ক্লিক করা মাত্রই ইনস্টল প্রক্রিয়া শুরু হবে। এবং ধাপে ধাপে নিজেই কাজ করতে পারবেন। সিরিয়াল কি ইমেজ চিত্র দেখে ইনপুট করবেন। ৩জি স্পীডে প্রায় ১৫ মিনিট এবং ২ জি স্পীডে ১ ঘন্টা লাগতে পারে। ইনস্টল সম্পূর্ণ হলে এন্টিভাইরাসটি অারামসে ১ বছর ব্যবহার করতে পারবেন। ওহ হ্যা ভূলে গেছি উক্ত ফাইলে পাসওয়ার্ড দেওয়া অাছে - amd15

তাহলে ফাইলটি ডাউনলোড করুন - Download

Panda Internet Security 20015 এর কয়েকটি স্কীন শর্ট-

১।

২।

তহালে বন্ধুরা অাজ এই পর্যন্তই। কোন সমস্যা হলে অামাকে টিউমেন্ট করতে পারেন।

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগল

Bhai kaj to hoyna cod error dekhay

    @আরিফ বিল্লাহ: কাজ করবেনা কেন? অামি তো নিজেই ব্যবহার করছি। প্রথমে Panda Internet Security 20015 এর ট্রায়াল ভার্সনটি পিসিতে ইনস্টল করুন। অতপর এই সিরিয়াল পেস্ট করুন-874NF8-76964367
    তাহলে পেইড ভার্সন হয়ে ১ বছর কাজ করবে।

Level 0

ZIP ফাইল খোলতে PASSWORD চাচ্ছে .

    @Sohag: পাসওয়ার্ড amd15
    রথমে Panda Internet Security 20015 এর ট্রায়াল ভার্সনটি পিসিতে ইনস্টল করুন। অতপর এই সিরিয়াল পেস্ট করুন-874NF8-76964367
    তাহলে পেইড ভার্সন হয়ে ১ বছর কাজ করবে।

ভাই কি দিলেন? ৩০ দিনের ট্রায়াল…………।।

    @বাধঁন:ধন্যবাদ।
    রথমে Panda Internet Security 20015 এর ট্রায়াল ভার্সনটি পিসিতে ইনস্টল করুন। অতপর এই সিরিয়াল পেস্ট করুন-874NF8-76964367
    তাহলে পেইড ভার্সন হয়ে ১ বছর কাজ করবে।

vi, apnar bolar sathe mil nei, trial ar zip file er paswrd ki

    @লিমন: পাসওয়ার্ড amd15
    রথমে Panda Internet Security 20015 এর ট্রায়াল ভার্সনটি পিসিতে ইনস্টল করুন। অতপর এই সিরিয়াল পেস্ট করুন-874NF8-76964367
    তাহলে পেইড ভার্সন হয়ে ১ বছর কাজ করবে। অারেকটি ব্যাপার এমন অনেকেই অাছেন যারা টিউনটি ভালমত না পড়ে ভূলভাল টিউমেন্ট করে বসেন।-ধন্যবাদ।

vai serial key ta kotai dibo…??

    @মোঃ ওবাইদুল্লাহ তুহা: প্রথমে Panda Internet Security 20015 এর ট্রায়াল ভার্সনটি পিসিতে ইনস্টল করুন। Activation এ-গিয়ে অতপর এই সিরিয়াল পেস্ট করুন-874NF8-76964367
    তাহলে পেইড ভার্সন হয়ে ১ বছর কাজ করবে।

ভাই কাজ করে না। সিরিয়াল দিলেও হয় না। All Ready USED

    @মনিরুল ইসলাম: ব্রাদার অামি অামার সিরিয়াল কী প্রায় ৭/৮ জন বন্ধুর পিসিতে শেয়ার করেছি। তাদের গুলো চলছিল। এখন মনে হচ্ছে হয়ত মূল কোম্পানী ব্লক করে দিয়েছে। অাসলে টিটিতে এই পোস্ট করার মূল উদ্দেশ্য ছিল অামি নিজে ব্যবহার করার সাথে অন্যদের যাতে উপকারে অাসে। এখন দেখছি নিজেই বোকা সেজে গেলাম। এবং এই জন্য কাজ না হবার জন্য দূ:খ প্রকাশ করছি। দেখি পরবর্তীতে অন্য এন্টিভাইরাসের লাইসেন্স
    শেয়ার করা যায় কিনা!

Level 0

ভাই Activation এ serial paste করলে Error code 906-0 আসে , এর মানে Maximum কতজন User এই
licence ব্যবহার করতে পারবে , সম্ভবত ২ জন , তার ভিতর আপনি একজন আর আপনার পরিচিত একজন তা ব্যবহার করছেন । আপনার টা ১ বছর active হয়েছে বলে সবারটা হবে এই ধারনা কেন করছেন ?

    @srahman: ধন্যবাদ।
    এখন মনে হচ্ছে হয়ত মূল কোম্পানী ব্লক করে দিয়েছে। অাসলে টিটিতে এই পোস্ট করার মূল উদ্দেশ্য ছিল অামি নিজে ব্যবহার করার সাথে অন্যদের যাতে উপকারে অাসে। এখন দেখছি নিজেই বোকা সেজে গেলাম। এবং এই জন্য কাজ না হবার জন্য দূ:খ প্রকাশ করছি। দেখি পরবর্তীতে অন্য এন্টিভাইরাসের লাইসেন্স
    শেয়ার করা যায় কিনা!
    কিন্তু এও কথাটাও জরুরী অনেক ক্ষেত্রে এন্টিভাইরাস কোম্পানী গুলো বিষয়টি টের পেয়ে গিয়ে লাইসেন্সটি ব্লক করে দেয়। অার পরবর্তী ঘটনা তেমনটিই।

    যাইহোক এবার ভেবেছি সর্বশেষ টিউন হিসাবে এবার অন্যকোন এন্টিভাইরাসকে নিয়ে শেয়ার করব্। তারপরেও যদি কোন সমস্যা হয় তাহলে অার কখনোই টিটিতে এন্টিভাইরাস নিয়ে টিউন করব না। অাশা করি বিষয়টি এবার অস্পষ্টত থাকার কথা নই।

    উল্লেখ্য টিটি কর্তৃপক্ষ যদি মনে করেন অামি ভাওতাবাজ টিউনার। তাহলে তারা যদি অামার টিউনারশীপ ব্লক করে দেন, তাতেও অামি অাপত্তি করব না। পরিশেষে সকলকে অাবারও ধন্যবাদ জ্ঞাপণ করছি।

ভাউতাবাজ টিউনাদের টিউনারশীপ স্থগিত করা উচিৎ। নিজে ভাউতাবাজি টিউন করে আবার টিউনমেন্টকারীদের ভূলভাল বলে আখ্যা দেয়। সময়ে দাম আপনার না থাকতে পারে কিন্তু অন্যদের আছে। আর মেগাবাইট পয়সা দিয়ে কিনতে হয়.. । একাধিকবার টিউনটি পড়ে সেমতো কাজ করে শুধুমাত্র সময়ের অপচয় করেছিমাত্র। শুধু আমি নই আমার মতো অনেকেই । তাই এডমিনকে এই টিউনারের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থ্যা গ্রহণের জন্য অনুরোধ করছি।

    @এ জি এম রুবেল হাসান: ধন্যবাদ। ব্রাদার অাপনি মনে হয় অামার উপর খুবই ক্ষিপ্ত হয়েছেন।অাসলে হয়ত অাপনার ঐ জায়গাতে থাকলে অামিও এরুপ টিউমেন্ট করতাম। যাইহোক অাপনার মূল্যবান সময় এবং সাময়িক ভোগান্তির জন্য দূ:খ প্রকাশ করছি। এখানে তো অামি ইচ্ছাকৃত ভাওতা বাজী করি নাই এবং করবনা ইনশাঅাল্লাহ্। হয়ত মানুষের অগোচরে ত্রুটি থেকে যাওয়াটাই স্বাভাবিক। যাইহোক যারা অামার এই টিউমেন্টটি পড়ে যে সকল সম্মানীত ভিজটিরগণ ভোগান্তিতে পড়েছেন তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি। খোদার কসম, অামি এই এন্টিভাইরাসটি ৯৫০/- টাকা দিয়ে প্রায় ২ বছর পূর্বে ক্রয় করেছিলাম। গত ২৫/১২/১৪ তারিখে এটি সক্রিয় করি। ইচ্ছা ছিল নিজে ব্যবহার করি, এবং অন্যদের মাঝে শেয়ার করি, যাতে ভিজটির বন্ধুদের কাজে অাসে। এছাড়া অন্য কোন উদ্দেশ্য ছিল না। এখন দেখছি হিতে বিপরীত হতে হল, তীরের বাণ অামার দিকেই নিক্ষেপ হচ্ছে। কিন্তু এও কথাটাও জরুরী অনেক ক্ষেত্রে এন্টিভাইরাস কোম্পানী গুলো বিষয়টি টের পেয়ে গিয়ে লাইসেন্সটি ব্লক করে দেয়। অার পরবর্তী ঘটনা তেমনটিই।

    যাইহোক এবার ভেবেছি সর্বশেষ টিউন হিসাবে এবার অন্যকোন এন্টিভাইরাসকে নিয়ে শেয়ার করব্। তারপরেও যদি কোন সমস্যা হয় তাহলে অার কখনোই টিটিতে এন্টিভাইরাস নিয়ে টিউন করব না। অাশা করি বিষয়টি এবার অস্পষ্টত থাকার কথা নই।

    উল্লেখ্য টিটি কর্তৃপক্ষ যদি মনে করেন অামি ভাওতাবাজ টিউনার। তাহলে তারা যদি অামার টিউনারশীপ ব্লক করে দেন, তাতেও অামি অাপত্তি করব না। পরিশেষে সকলকে অাবারও ধন্যবাদ জ্ঞাপণ করছি।

ফেরী ওয়ালা@ vaia apnar udessho soth silo bepar nah, nxt emon kono valo anti virus er serial key share koyyren, we will be happy

কাজ করে না। লেখা আসে This code is already in use.

Level 2

লিঙ্ক এর মৃত্যু হইছে লিঙ্ক ঠিক করেন মিয়া