*****REMOVE S H O R T C U T — V I R U S *****

***** S H O R T C U T — V I R U S *****
এটা এমন একটা ভাইরাস যেটা আসলে আপনার পেনড্রাইভের ফাইলগুলো সিস্টেম হাইড করে দেয়, সো আপনি নরমাল হাইডেও পাবেন না! এবং এটাকে কোন এন্টিভাইরাস আপনার পিসি থেকে পুরোপুরি রিমুভ করতে পারে না! সেটা টাকা দিয়ে কেনা ক্যাস্পারস্কি বা নরটনই হোক আর এভাস্টই! এটার দুটো রুপ আছে। প্রথমটা হল শুধু পেনড্রাইভের ফাইলগুলো শর্টকাট হয়ে যায়, এন্টিভাইরাসগুলো শর্টকাট ডিলিট করতে পারে কিন্তু ফাইলগুলো পাবেন না! উইন্ডোজ সেটাপ দিয়ে এটা অনেকেই ঠিক করতে পারেন কিন্তু দ্বিতীয়টা হল আপনার পেনড্রাইভ তো বটেই আপনার হার্ডডিস্কের প্রতি ড্রাইভে ড্রাইভে ফোল্ডারগুলো শর্টকাট হয়ে যায়, ডিলিট করা যায় কিন্তু রিস্টার্ট দিলে আবার চলে আসে, কোন এন্টিভাইরাস দিয়েই ঠিক হয়না, এমনকি নতুন উইন্ডোজ সেটাপ দিয়েও ঠিক হয়না!

ডাউনলোড লিঙ্কঃ http://www.smadav.net/

প্রথম_সমস্যার_সমাধান:

যাদের শুধু পেনড্রাইভের ফাইলগুলো শর্টকাট হয়ে যায়, আমার দেওয়া Unlocker সফটওয়্যারটি ইন্সটল দিন, এবার C Drive এ ডুকে Windows ফোল্ডারে যান তারপর System32 তে ডুকে wscript ফাইলটি খুজে বের করুন। এবার ফাইলটি সিলেক্ট করে রাইট ক্লিক তারপর Unlocker এ ক্লিক করুন, এখন No action এর জায়গায় Delete দিয়ে Ok দিন!

দ্বিতীয়_সমস্যার_সমাধান:
যাদের পেনড্রাইভের সাথে পিসির সব ফোল্ডারেও শর্টকাট আছেঃ উপরের কাজটা করে তারপর Ctrl+Shift+Esc চেপে Task Manager আনুন এবং Process ট্যাব থেকে AutoIt3 খুজে বের করে End Task দিয়ে বের হোন। এখন Control Panel এ গিয়ে Folder Options এ ক্লিক করুন, এবার View ট্যাব থেকে Show Hidden Files এ টিক ও Hide Protected Operating System Files এর টিক উঠিয়ে দিয়ে Ok দিয়ে বের হন। এবার C Drive এ যান এবং Google ও Skypee নামের হাইড করা ফোন্ডারগুলো ডিলিট করুন আর আপনার হার্ডডিস্কের বাকি Drive গুলো থেকেও Skypee নামের হাইড করা ফোল্ডারগুলো খুজে বের করে ডিলিট করুন। এখন আপনার পিসি ভাইরাস মুক্ত হল। এবার ফোল্ডারের ভিতরে ভিতরে যে শর্টকাট গুলো ছিল তা একবারে ডিলিট করার জন্য C Drive বাদে বাকি Drive গুলোতে ডুকে উপরে Search দিবেন Lnk দিয়ে আর রেজাল্টে যা আসবে সব সিলেক্ট করে একবারে ডিলিট করে দিন! আরেকটা ছোট্ট কাজ করতে হবে, Start Menu তে গিয়ে All Programs থেকে Startup খুজে বের করুন এবং GoogleUpdate, WindowsUpdate, AntiWormUpdate, AntiUsbWorm এইগুলা ডিলিট করুন, না পেলে সবচে ভালো হয় CCleaner দিয়ে ডিলিট করলে, ইন্সটল করে Tools এ গিয়ে Startup থেকে উপরের ফাইলগুলো যতবার আছে ডিলিট করেন সব।

ব্যাস কাজ শেষ, এবার আপনাদের পছন্দমত যে কোন এন্টিভাইরাস ইউজ করতে পারেন তবে সাথে Smad ইউএসবি এন্টিভাইরাসটি ইন্সটল দিবেন যাতে অন্য পিসি থেকে পেনড্রাইভে আসা শর্টকাট ভাইরাস ফিক্স করে ফাইলগুলো ফিরিয়ে দিতে পারে! কারন আমার দেখা মতে স্ম্যাডই একমাত্র ইউএসবি এন্টিভাইরাস যা শর্টকাট হওয়া ফাইলগুলো ফিরে ফিরিয়ে দিতে পারে!

 

----------------------------------------------------------

আপনার যদি আনলিমিটেড হোস্টিং এর প্রয়োজন হয় তবে এখনি ভিসিত করুন

 

http://www.server3d.net

 

Level 0

আমি NOMAN AZIZ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I love design.............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

KasperSky Antivirus 100% RemoVe Korte pare… Update Thakte Hobe

Level 0

ধন্যবাদ টিপসটি শেয়ার করার জন্য