বুঝে নিন আপনার অ্যাভাস্ট ইন্টারনেট সিকিউরিটি অ্যান্টিভাইরাস এক দম ফ্রি!!!

সবাইকে সালাম। টেকটিউনস এর দুনিয়ায় এটাই আমার প্রথম ব্লগ পোস্ট। আশা করি ১ম পোস্ট টি দিয়েই আপনাদের মন জয় করতে পারবো ইনশাল্লাহ।

আজ আপনাদের সামনে যেই জিনিসটি নিয়ে হাজির হয়েছি সেটা হল 'কিভাবে কোন ঝামেলা ছাড়াই আপনি অ্যাভাস্ট ইন্টারনেট সিকিউরিটির লাইসেন্স নিতে পারবেন একদম ফ্রি। চলুন জেনে নেয়া যাক কিভাবে এটি করতে হবে।

প্রথমে আপনাকে এই লিঙ্ক থেকে অ্যাভাস্ট ফ্রি অ্যান্টিভাইরাস টি ডাউনলোড করতে হবে।

তারপর এটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন।

এর পর আপনি যে কাজটি করবেন সেটা হল অ্যান্টিভাইরাস টি ফ্রি রেজিস্ট্রেশান এর মাধ্যমে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করলেই আপনি পাবেন ১ বছরের ফ্রী লাইসেন্স।

এবার চলুন জেনে নেয়া যাক ইন্টারনেট সিকিউরিটি লাইসেন্স কিভাবে নিবেন।

এর জন্য আপনি যেটা করবেন সেটা হল এই লিঙ্ক এ গিয়ে লগিন করবেন। এখানে আপনি আপনার রেফারেন্স করা জন্য লিঙ্ক পাবেন। ওই লিঙ্ক টি আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। আপনার ৭ জন ফ্রেন্ড আপনার রেফারেন্সে অ্যাভাস্ট ফ্রি অ্যান্টিভাইরাস ডাউনলোড করলে আপনি পাবেন ১ বছরের জন্য অ্যাভাস্ট ইন্টারনেট সিকিউরিটি লাইসেন্স একদম ফ্রি।

এই সম্পর্কে আরও জানতে চাইলে এখান থেকে জানতে পারেন।

আমাকে ফেইসবুক এ পেতে এখানে ক্লিক করুন।

সুত্রঃ http://www.xtremerain.com

Level 2

আমি হাসিবুল কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হাই। আমাকে সবাই হাসিব নামেই ডাকে। বাংলা ব্লগিং খুব একটা না করলেও মাঝে মাঝে আপনাদের জন্য নিয়ে আসব দারুন সব পোস্ট। আর আমার ইংলিশ ব্লগ গুলো পড়তে পারেন https://techclassy.com & https://twinkleviral.com থেকে। Personal Website https://hasibul.pro


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

থ্যাঙ্কস

Level 0

7 জন ডাউনলোড করলেই ফ্রি পাবো । নাকি 7 জন ব্যবহার করলে পাবো।

ভাইজান ,আমার avast pro এর জন্য কিছু দেন , আর ৭৩ দিন আসে ,তারপর চিল্লাচিল্লি শুরু করব ,মানে আর ৭৩ দিন licence আসে

ধন্যবাদ! Avast Pro এর কোন কিছু পেলে অবশই টিউন করব। আর সাত জন ব্যাবহার করা লাগবে বলতে ইন্সটল করে রেজিস্ট্রেশান করতে হবে। যতক্ষণ না আপনি ফ্রি লাইসেন্স পাচ্ছেন ততক্ষন তাদেরকে ব্যাবহার করে জেতে হবে।

Level 0

ভাইয়া আমার কাছে eset smart security বেস্ট লাগে, এটা ব্যবহার করি, তবে আমার eset smart security তা trial version ৭২ দিন মেয়াদ আছে, আপনি কি এটার user name ar pasword দিতে পারেন? ধন্যবাদ ,

I will try to get it. thanks.

ধন্যবাদ। আমি নতুন কিছু পেলে আপনাদের অবশই জানাব। আর eset smart security এর ইউজার নেইম এন্ড পাসওয়ার্ড পেলে অবশই জানাবো।