ইংল্যান্ডের খ্যাতনামা এন্টিভাইরাস বুলগার্ড লুফে নিন! আরামসে ব্যবহার করুন ৬০ দিন !!

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের টিপস। আশা করি  বন্ধুরা সবাই কুশলেই আছেন। হ্যা বন্ধুরা আমিও ভাল আছি। আসলে ব্যতি ব্যস্ততার কারনে বেশী একটা টিউনস করার সময় পাচ্ছিনা এই কারনে অনেকটা বিরতি দিতে হচ্ছে। তবে যতটুকু সময় পাচ্ছি টিটিতে সময় দেবার চেষ্টা করি।

বন্ধুরা, আজকের দিনে ছোট্ট একটি টিউনস করব। অবশ্য উক্ত টিউনস এ আপনাদেরকে একটি সম্পূর্ণ নতুন এন্টিভাইরাস সিকিউরিটির সাথে পরিচয় করিয়ে দিব। আসলে প্রিয় প্রযুক্তি প্লাটফর্ম টিটি সাইটে অনেকেই বিভিন্ন এন্টিভাইরাস সম্পর্কে রিভিউ করেছেন।  তথা- এভাস্ট সিকিউরিটি, ইসেট সিকিউরিট এবং সর্বশেষ নর্টন সিকিউরিটি ইত্যাদি। যাইহোক এমনিতেই আমাদের পিসিতে বিভিন্ন ভেন্ডরের বিভিন্ন লাইসেন্স এন্টিভাইরাস ব্যবহার করছি, তথাপি অনেক সময় নেটে পরীক্ষামূলক হিসাবে বিভিন্ন কোম্পানীর এন্টিভাইরাসগুলো ডাউনলোড করে পিসিতে ইনষ্টল করে ট্রায়ালভার্সনে বেশ কয়েকদিন ব্যবহার করে থাকি।

এখানে এন্টিভাইরাস ব্যবহারে যে বিষয়াবলী বিবেচনা করা হয়  যেমন-

১। ডাউনলোড বা ইনস্টল করতে কতটুকু সময় নেই?

২। আপডেটকৃত ফাইলের সাইট কতটুকু?

৩।ইউজাররেটিং বা এভি টেস্টের রেটিং ফলাফল কত?

৪। নতুন বাড়তি সুবিধা বা অন্যতম আকর্ষনটা কি?

৫। কতদিনের ট্রায়াল হিসাবে ব্যবহার করা যাবে?

৬। পিসির গতির কোন পার্থক্য পরিলক্ষিত হয় কিনা?

হয়ত এই পদ্ধতিটা অনেকেই অনুসরন করে থাকেন বলে আমার ধারনা। সেই প্রেক্ষিত কিছুদিন পূর্বে নেট ব্রাউজিং করতে গিয়ে একটি নতুন এন্টিভাইরাস সিকিউরিটির সাথে পরিচিত হই নাম বুলগার্ড সিকিউরিটি। এর অফিসিয়াল সাইট হতে বিভিন্ন বৈশিষ্ট জানতে পারলাম। কিন্তু নতুন হওয়াতে বেশী একটি আমলে নিলাম না। মনে করলাম ২য় সারির এন্টিভাইরাস। কিন্তু কৌতুহল বলে একটি কথা! কি যেন মনে করে ফাইলটি নামিয়ে নিলাম মাত্র ২৩ মেগাবাইট সাইট (অবশ্য আপডেট ফাইল হিসাবে এর সাথে আরও ৩৫ এমবি যুক্ত হবে)।

এন্টিভাইরাসটি ডাউনলোড করার পর পিসিতে ইনষ্টল করে নিলাম। (অবশ্য আমাদের উইন্ডোজ সিস্টেমকে পূর্ব থেকেই ব্যাকআপ হিসাবে রেখেদিয়েছিলাম যাতে পরবর্তীতে সমস্যা হলে সমাধান করতে পারি)

ইনষ্টল করার পর আমার ধারনা বদলে গেল। যা ভেবেছিলাম তাই নই। দেখলাম ইন্টারফেস সাধারন মান হলেও কাজে কিন্তু কম নই। সহজেই যে কোন ভাইরাসকে অতি সহজে ডিটেক্ট করছে এবং স্ক্যানিং ও অনেক ফাস্ট ……………… ইত্যাদি …ইত্যাদি।

আসুন এক নজরে জেনে নিই বুলগার্ডে কি সুবিধা আছে?

১। এন্টিভাইরাস সিকিউরিটি ট্রায়াল হিসাবে বুলগার্ড ৬০ দিনের জন্য ব্যবহারের সুযোগ দিচ্ছে।

২। এটি ডাউনলোড ও ব্যবহার করতে হলে বুলগার্ড সিকিউরিটি আপনার মেইল ঠিকানা চাইবে, মেইল ঠিকানা প্রেরন করলে সেখানে একটি একটিভেড লিংক পাঠানো হবে। সেটি সক্রিয় করলেই ৬০ দিন ব্যবহারের লাইসেন্স পেয়ে যাবেন।

৩। পিসির গতিকে কোনভাবেই স্লো করেনা।

৪। এটি একটি অরজিন যুক্তরাজ্য (ইংল্যান্ড)ব্রান্ডেড পণ্য। এবং এন্টিভাইরাস সিকিউরিটির দিক হতে সেরা দশের মধ্য রয়েছে।

http://internet-security-suite-review.toptenreviews.com/

৫। ফায়ারওয়াল প্রটেকশন ব্যবস্থাও অনেক মজবুত। সেই সাথে মেইল প্রটেকশন ব্যবস্থা তো আছেই।

৬। যে কোন রিমুভেবল বা ইউএসবি ডিভাইস পিসিতে প্রবেশ করানোর সাথে সাথেই বুলগার্ড অটো স্ক্যান করে নেই।ফলে যে কোন ক্ষতিকর ট্রোজান বা ভাইরাস থাকলে তা ডিটেক্ট ও কিল করে দেয়। যেটা অন্য কোন এন্টিভাইরাসে বিদ্যমান নাই।

৭। পৃথিবীর প্রায় ৩৫ টির মত দেশে বুলগার্ড ব্যবহৃত হচ্ছে। সুইডেন, আমেরিকা, জার্মানি,ডেনমার্ক ও অষ্ট্রেলিয়ার মত উন্নত দেশগুলোতে এর অফিস কার্যক্রম রয়েছে।

৮। অন্য ভেন্ডর ট্রায়াল ভার্সন ৩০ দিনের বেশী ব্যবহার করতে দেয় না। সেখানে বুলগার্ড ৬০ দিন ব্যবহারের সুযোগ দিচ্ছে।

অনেক কথাই বলা হল। যারা ফ্রি এন্টিভাইরাস ব্যবহার করে হাপিয়ে উঠেছেন এবং আসল লাইসেন্স এন্টিভাইরাস ব্যবহারের স্বাদ নিতে চাচ্ছেন তারা কিন্তু ট্রায়াল হিসাবে ব্যবহার করতে বুলগার্ড সিকিউরিটি ৬০ দিনের জন্য। অবশ্য ২ মাস পর নতুন করে রেজি: বা রিনিউ করে বুলগার্ডকে সারা বছর ব্যবহার করতে পারবেন।

 বুলগার্ড সম্পর্কে জানতে ও ব্যবহার করতে চাইলে এই লিংকে একটু ধাক্কা দিন-

Bull guard

 আরেকটি কথা বন্ধুরা বলতে ভুলেই গেছি। বাংলাদেশের পিসি মার্কেটে কিন্তু বুলগার্ড সিকিউরিটি পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশে বুলগার্ড কর্তৃপক্ষ বৈধ অথোরাইজড/রিসেলার নিয়োগ করেছে। বিষয়টি জানতে এই লিংকে যান।

Bull guard Review

সম্মানীত ভিজিটরগণ! আপনারা অনুগ্রহ করে আজকের এই পোস্টটি কোন বিজ্ঞাপণ হিসাবে দেখবেন না যেন!কারন, আমি/আমরা কোন কোম্পানীর প্রতিনিধি নই কিংবা বুলগার্ডের অফিসিয়াল হয়ে কাজ করছিনা। অন্য দশ জন লেখক বা ব্লগার এর মতোই সম্মানীত ভিজিটরদের জানান দেয়া বা নতুন প্রযুক্তি সম্পর্কে অবহিত করাটাই আমার/আমাদের কাজ।

তাহলে আজ এই পর্যন্ত রেখে শেষ করছি। আগামী দিনের প্রত্যাশাতে। পরিশেষে সবার জন্য রইল শুভ কামনা।

(বি:দ্র- এই পোস্টটি পিসি হেল্প লাইন বিডি হতে সংগৃহিত, মূল লেখক: মো: আব্দুল্লাহ্)

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

নিজ সচেতন না থাকলে আপনি যে এন্টিভাইরাস ব্যবহার করুন না কেন আপনার কম্পিউটারে ভাইরাস ঢুকবেই।
তার পরও এন্টি ভাইরাস ব্যবহার করা ভাল।
download everything for full free

    @ইবন: মন্তব্য করার জন্য ধন্যবাদ। হ্যা আপনার সাথে সহমত। আসলে একটি ভাল মানের এন্টিভাইরাস ব্যবহার এবং নিয়মিত আপডেট রাখলে পিসি অপারেট করার মজাটাই একদম আলাদা!!