ESET Nod32 & Smart Security Premium Maximum protection(18.08.2015) 1000% Working. কাজ না করলে আমারে ঘুষাইয়েন!

ESET Nod32 & Smart Security key(18.08.2015) 1000% Working.

কাজ না করলে আমারে ঘুষাইয়েন!

এসে গেলাম আমার ২য় টিউন নিয়ে।

আশা করি সবাই ভালো আছেন।আজকের টিউন হল ESET Nod32 & Smart Security নিয়ে।

এ অ্যান্টিভাইরাস নিয়ে আর কি বলব?  ৯.৪০/১০ রেটিং। খুবি ভালো পারফরমেন্স। সবচেয়ে বড় কথা হল পিসি একদম স্লোউ করেনা। যে কেউ ব্যাবহার করতে পারবেন।

এবার আসি আসল কথায়।

সবার আগে অ্যান্টিভাইরাস টি এখান থেকে ডাউনলোড করুন।

তারপর ইন্সটল করুন এবং Active product এ যান।

তারপর পছন্দমত যেকোনো একটা কোড ঢালুন।

Username: EAV-0117140545
Password: 8tt44j5tcc
Expiry Date: 28.07.2015

Username: EAV-0117710641
Password: 4e8frbjr4s
Expiry Date: 06.08.2015

Username: EAV-0118005127
Password: pptc57ed93
Expiry Date: 10.08.2015

Username: EAV-0118498002
Password: vx3cb3e9cb
Expiry Date: 18.08.2015

তারপর আর কি? নিশ্চিন্তে ইউজ করুন Best অ্যান্টিভাইরাস  Activated Version with Maximum Protection.

আমি নাহিদুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

I see If it work when thanks

Level 2

Thanks it’s working
please bro your fb id give me
or Facebook.com/100003540042195
message me bro i asked some questions

    Level 2

    @মোহাম্মদ নাহিদুল: Thanks

আমি এখন ডিউটিতে। রাতে বাসায় গিয়ে নামাব।

ভাইয়া, আমি একটা চলাই সেটাতে Expery Date: 13.03.2017 দিছে।

    @মেহেদী সোহান: আপনারটা শেয়ার করতে পারেন। এতে সবাই উপকৃত হবে। 🙂
    ধন্যবাদ।

64 bit এর link টা দেন এটা কাজ করসে না!

আমি অ্যাভাস্ট ব্যবহার করতাম, কিন্তু শিস্টেম ভীষণ স্লো করে বিধায় আন ইন্সটল করতে বাধ্য হয়েছি। আমি এর আগে এই এন্টিভাইরাস ব্যবহার করি নি। তো এটা কি অ্যাভাস্ট এর চেয়ে কম রিসোর্স ব্যবহার করে? আর আপডেট এর ব্যাপারটা কি?

    @ফ্রীওয়্যার সিজান: একেবারে চোখ বুজে ইসেট ব্যবহার করুন। একটা আলাদা মজা পাবেন এবং অন্য এন্টিভাইরাস হতে এর পার্থক্যটা বুঝবেন।সত্যিকারভাবে আমি বিগত ৩ বছর যাবত ইসেট সিকিউরিটি ব্যবহার করছি। ইসেট একবার ব্যবহার করলে অন্যটি ব্যবহার করতে মন চাবেনা।-ধন্যবাদ।

Jak. amar kaje lege geache 😀 Thank a lot

আমি প্রায় ৩ বছর ধরে এই এন্টিভাইরাসটি ব্যবহার করছি। এর বিক্ল্প ছাড়া অন্য কোন এন্টিভাইরাস ভাল পাইনি। কেননা, বেশ কিছু এন্টিভাইরাস পিসি স্লো করে, আপডেট ফাইল অনেক দীর্ঘ, অযথা পপ বার্তা দেয়, দূর করতে প্রতিবন্ধকতা তৈরি করে ইত্যাদি। যেমন- নর্টন, ক্যাস্পাস্কী, এভাস্ট, এভিজি এই জাতীয় সমস্যা তৈরি করে। যাইহোক ইসেটের সেরা শুধুই ইসেট!! এই রকম কাজের উপযোগী একটি পোস্ট শেয়ার করার জন্য লেখক আপনাকে অসংখ্যক ধন্যবাদ। আশা করি পরবর্তীতে আরো কিছু চমক দিবেন!

@অচেনা পথিক
হ্যাঁ ভাই, এটা আসলেই অনেক ভালো। ব্যবহার না করলে বুঝানো যাবেনা।

ভাই ধন্যবাদ শেয়ার করার জন্য। আম্র পিসি অনেক লো কনফিগারেশনের জার কারনে যে কোন এন্টিভাইরাস দিলেই পিসি স্লো হয়ে যেতো কিন্তু এটা অনেক ফাস্ট আবারো ধন্যবাদ ভাই।

ভাই আমার একটি প্রশ্ন হচ্ছে ESET Smart Security একটিভ করার জন্য যে Username ও Password দেওয়া হয়েছে। এতে কোন চালাকি আছে কিনা। মানে এই Username ও Password ব্যবহারের মাধ্যমে পিসির ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার কৌশল কিনা। এই বিয়য়ে নিশ্চয়তা কি? জবাব পাওয়ার অপেক্ষায় রইলাম।ধন্যবাদ