MOA Folder ভাইরাস্‌ ডিলিড করার পদ্ধতি

প্রিয়, দর্শক লিপির শুরুতে আন্তরিকমোবারকবাদ ও সালাম গ্রহন করিবেন আর সময় বিলম্ব না করিয়ে এবার কাজের কথায় আসি Moa নামের ফোল্ডার ভাইরাস্‌ টিঅনেকের কাছে পরিচিত এই ভাইরাস্ টি সাধারণত Hidden করা অবস্থায় থাকে তবে Hidden অপশন টি Show করলে ভাইরাস টি দেখা যায়, তবে দু:খের বিষয় হল Moa নামের ফোল্ডার Delete করতে চাইলে Delete হয়না ও বিভিন্ন এন্টিভাইস নিয়ে Scan দেওয়ার পরেও Delete করতে পারিনি, তবে এক বন্ধুর কাছ থেকে শুনে ছিলাম Panda Internet Security দিয়ে নাকি Delete করা যায় তবে আমি চেষ্টা করিনি এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব কিভাবে সহজ পদ্ধতি তে Delete করা যায় নিচের ধাপ গুলো অনুসরণ করুন!

(১) 7 Zip নামে একটি সফটওযারটি ডাউনলোড করে নিন
(২) সফটওয়ার টি Install করুন
(৩)কম্পিউটারের Start / Menu তে ক্লিক করে Programs এ গিয়ে 77-Zip File Manager টি Click করে Open করুন নিচের মত করে Window হবে

উপরের ছবি অনুযায়ী Brose করে (C:) (D:)(E:)(F:)(G:) যে পাটিশান গুলোতে MOAনামের Folder টির ভিতরে প্রবেশ করুন দেখবেন nul নামে একটি Folder রয়েছে ঐ Folder টির ভিতরে প্রবেশ করুন দেখবেন ওখানে অনেক গুলো ফাইল রয়েছে সব গুলো একত্রিতভাবে Select করে Keyboard থেকে F2 চাপুন অর্থাৎ Reneme করে নিন Reneme শেষে এবার সব গুলো CTRL +A অর্থাৎ সব গুলো সিলেক্ট করে উপরের Delete Option এ Click করে Delete করে ফেলুন Delete করার পর Back দিয়ে MOA Folder টি Reneme করে Delete করে ফেলুন এভাবে সকল Partiton গুলোর ভাইরাস Delete করে ফেলতে পারেন।

আমার টিউন দ্বারা কোনো কিছু না বুঝলে টিউমেন্ট করে জানাবেন
এবং উপকৃত হলে আমার জন্য দোয়া করবেন

Level 0

আমি আলম কক্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজে লাগতে পারে।

    Level 0

    ধন্যবাদ রাকিব ভাই

Level 2

হ্যাঁ, নতুন জিনিস। কাজে লাগবে। ধন্যবাদ আলম ভাই।

    Level 0

    স্যার আপনি সহযোগিতা করলে আরো নতুন কিছু লিখতে পারব বলে আশা রাখি