ইনটারনাল, এক্সটারনাল হার্ডডিস্ক বা পেনড্রাইভ এ ফোল্ডার শর্টকাট হয়ে যাই উইন্ডোজ সেটআপ দেওার পর ও সমস্যা সমাধান হরছেনা।ছোট একটি সফটওয়্যার এর মাধ্যমে সমস্যা সমাধান করুন।

এটা আমার প্রথম টিউন । তাই ভুল ত্রুটি গুলো ক্ষমা করবেন ।

প্রথমে ইউএসবি ফিক্স সফটওয়্যার টি ডাউনলোড করুন ।তারপর সাধারন সফটওয়্যার এর মত সফটওয়্যার টি ইন্সটল করুন।ইন্সটল করার পর নিচের স্টেপ গুলো দেখুন।সফটওয়্যার ডাউনলোড করতে এই খানে ক্লিক করুন

স্টেপ ১ প্রথমে সফটওয়্যার টি ওপেন করুন এই রকম একটি উইন্ডো আসবে এই খানে Research এ ক্লিক করুন।

step 1

স্টেপ ২ এর পর আপনার কম্পিউটার  এ ভাইরাস আছে কি না তা সে চেক করবে

step 2

স্টেপ ৩ Research  করার পর আবার Clean এ ক্লিক করুন তারপর দেখবেন আপনার সব ড্রাইভ এ ভাইরাস Clean করবে

step 3

Clean করা শেষ হলে আপনাকে একটি Report দেবে।

step 3

স্টেপ ৪ তারপর আপনি আপনার হার্ডডিস্ক এ ঢোঁকে শর্টকাট হইয়ে যাবা ফোল্ডার টি ডিলিট করুন।

ডিলিট করার পর দেখবেন ওই ড্রাইভ এ আর কোনদিন ফোল্ডার শর্টকাট হবে না।

এই সফটওয়্যার টি শুধু শর্টকাট ভাইরাস রিমুভ করে না আপনার পিসি এর যত
মেলওওয়ার,জাঙ্কফাইল এবং পিসি এর ক্ষতিকারক সব ফাইল রিমুভ করে।

পিসি তে মামরি কার্ড বা পেনড্রাইভ ঢোকানোর পর ভালো ভাবে স্কেন করে নেবেন।আর শর্টকাট ভাইরাস থাকলে তাতে ক্লিক করবেন না। ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য।ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।

এই টিউন টি আগে আমার ব্লগ  প্রকাশ হয়েছে।

ফেইসবুক এ আমি

Level 0

আমি রিদম দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 270 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হাই আমি রিদম , জানি না তেমন কিছু তবে যা জানি তা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করি,টেকনোলজি কে অনেক ভালোবাসি টেকনোলজি ছাড়া এক সেকেন্ড ও চলতে পারি না।বর্তমানে পড়াশোনার পাশাপাশি আর্ট ওয়েব ইউ আই ইউএক্স ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং নিয়ে কাজ করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সট কাট ভাইরাস টি অনেক বড় ভাইরাস বলা চলে । এক সময় ছিল আমি ভাইরাস বড় পেতাম এখন আর ছোট নই। তাই ভাইরাস বয় পাইনা। আপনার প্রথম পোষ্ট পাটাফাটি হল । ধন্যবাদ।

আপনাকে ও ধন্যবাদ।পোস্ট টি পড়ার জন্য।