আসসালামুয়ালাইকু সবাইকে,
আশা করি সবাই ভাল আছেন। আমি গত ২-২.৫ বছর ধরে টেকটিউনস এর একজন নিয়মিত পাঠক। আমি এখান থেকে অনেক কিছুই শিখেছি যা আগে জানতাম না। কিন্তু এই প্রথম আমি টিউনস লিখলাম। আমার জন্য সবাই দোয়া করবেন।
এবার আসি মূল আলোচনায়। আমরা কম্পিউটার কে ভাইরাস মুক্ত রাখার জন্য অনেকেই এন্টি ভাইরাস ব্যবহার করি। কিন্তু আমরা প্রধানত জানিনা কোন এন্টি ভাইরাসটি ভাল মানের। যা আপনার কম্পিউটারের সুরক্ষার পাশাপাশি এর গতি কমাবে না। অনেকেই অনেক এন্টি ভাইরাসের কথা বলে থাকে। কিন্তু আপনার এন্টি ভাইরাসটি যদি লাইসেন্স না হয় তাহলে কাজের কাজ কিছুই হবে না। আবার এক বছরের লাইসেন্স কিনতে ১০০০+ টাকা ব্যয় করতে অনেকেই রাজি না। তাই আমি আপদের কাছে আমি শেয়ার করব একটি সেরা এন্টি ভাইরাস যা শুধু আপনার কম্পিউটার কে ভাইরাস থেকেই সু-রক্ষা দিবে না পাশাপাশি আপনার কম্পউটার এর গতিও বাড়াবে। এটি হল AVG Internet security 2014. এই এন্টি ভাইরাস সম্পর্কে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন এর মান কত ভাল আমি গত ৫ বছর যাবৎ ব্যবহার করছি এবং আমি ১০০% সন্তুষ্ট।
আপনাকে প্রথমেই যা করতে হবে। এখান থেকে https://www.avg.com.au/download/home-security/avg-internet-security-2014/#tba2?_e_pi_=7%2CPAGE_ID10%2C3433769069 ডাউনলোড করে নিন অথবা আপনার কাছে ব্যকাআপ থাকলে ইন্সস্টল করুন। তারপর ইন্স্স্টল করুন আপনার কম্পিউটারে। আর Serial key: 8MEH-RLKZO-8CQHH-HSYKA-KDLXC-SEMBR-ACED তারপর দেখুন আপনার এন্টি ভাইরাসটি ২৬ ফেব্রুয়ারি ২০১৮ সাল পর্যন্ত রেজিষ্ট্রেশন হয়েগেছে। আর আপনার কম্পিউটারও থাকবে ভাইরাস মুক্ত।
সবাই কে কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ দিয়ে আজকেরম মত শেষ করছি।
[বিঃদ্রঃ বছরের শেষে যদি কম্পিউটারে নতুন উন্ডোস্ দেন তাহলে অব্যশই সেই বছরের মেইন ফাইল নামিয়ে নিয়ে তারপর একই Serial key ব্যবহার করবেন]
আমি মোঃ মমিনুল ইসলাম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ মানুষ। অর্থনীতিতে সম্মান কোর্স শেষ করে বর্তমানে অর্থনীতিতে স্নাতোকোত্তর করছি। কিন্তু কম্পিউটার হল আমার প্রথম প্রেম শেষ ভালবাসা।
চমৎকার একটি জিনিস উপহার দেওয়ায় আপনাকে ধন্যবাদ।