আস্-সালামু আলাইকুম। আশা করছি সবাই ভাল আছেন।
৮টি আশ্চর্যজনক Websites প্রত্যেকেই ভিজিট করুন
এবার টাকা ছাড়াই নিজের পিসিতে বসে Nokia মাল্টিমিডিয়া মোবাইল ফ্লাস দিন
Android Apps ডাউনলোডের ১৫ টি সেরা ওয়েবসাইট
Password ছাড়াই নোকিয়া Security Code রিসেট করুন
USB ক্যাবলের মাধ্যমে নোকিয়া ফোনের ভুলে যাওয়া Security Code দেখে নিন
আমরা প্রতিনিয়ত আমাদের কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করে চলছি। দৈনন্দিন নানা প্রয়োজনে আমাদেরকে বিভিন্ন ওয়েব সাইটে ভিজিট করতে হয়।
ইন্টারনেটে এমন অনেক ওয়েব সাইট রয়েছে যেগুলো বিভিন্ন প্রকার ম্যালওয়্যার ভাইরাস দ্বারা পরিপূর্ণ থাকে। যা আমাদের কম্পিউটারের জন্য মারাত্নক ক্ষতিকর একটি বিষয়। এছাড়া এসব ম্যালওয়্যার আমাদের পিসিকে মারাত্নক ক্ষতির কারণ হতে পারে। বিনস্ট করতে পারে আমাদের প্রয়োজনীয় ফাইলসমূহ। এছাড়া আমাদের প্রয়োজনীয় তথ্য উপাত্ত হ্যাক হওয়ার সম্ভাবনা তো রয়েছেই।
বিভিন্ন সময় আমরা যখন ইন্টারনেট ব্যবহার করে থাকি তখন বিভিন্ন ম্যালওয়্যার আমাদের পিসিতে প্রবেশ করে থাকে। এগুলো কখনো সফটওয়্যারের সাথে, কখনো বা তার কীসমূহের সাথে প্রবেশ করে। এছাড়া বিভিন্ন ফাইলের সাথেও এগুলো আমাদের পিসিতে প্রবেশ করতে পারে।
অনেকেই বর্তমানে এসব ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে মারাত্নক ক্ষতির শিকার হয়েছেন। প্রায়ই অনেকের কাছ থেকে এই ধরনের একটি অভিযোগ পাওয়া যায় যে, পিসি থেকে মেমোরি তে গান লোড করে উক্ত মেমোরি টি মোবাইলে প্রবেশ করানোর পর সেসব ফাইলসমূহ মোবাইলে আর শো করছে না।
বর্তমানে বিভিন্ন বিনোদন-সাইগুলোতে ব্যাপক ম্যালওয়্যারের ছড়াছড়ি রয়েছে। এমন অনেক ম্যালওয়্যার রয়েছে যা আমাদের শক্তিশালী এন্টিভাইরাস ও চিহ্নিত করতে পারেনা। যা আমাদের জন্য মারাত্নক ঝুকির কারণ। তাই আমি প্রত্যেক ইন্টারনেট ব্যবহার কারীকে বলব যে, তারা যেন যেকোন একটি এন্টি-ম্যালওয়্যার তাদের পিসির জন্য ব্যাবহার করেন।
আমি আজ আপনাদেরকে ম্যালওয়্যার থেকে পিসিকে সুরক্ষিত রাখার জন্য একটি এন্টি-ম্যালওয়্যার সফটওয়্যার(ট্রায়াল-ভার্সন) শেয়ার করব। নিম্নে এর ফিচার সম্পর্কে আলোকপাত করা হল।
এটি শক্তিশালী technology ব্যবহার করে worms, Trojans, rootkits, rogues, dialers, spyware সহ আরো অনেক প্রকার malware চিহ্নিত করে এবং তা পিসি থেকে remove করে দেয়।
Malwarebytes Anti-Malware হচ্ছে এমন একটি application যা viruses, malware ইত্যাদি scan এবং remove করে থাকে। একটি আক্রান্ত computer কে ম্যালওয়্যার মুক্ত অথবা ক্লিন রাখতে Malwarebytes Anti-Malware পিসির জন্য একটি গুরত্বপূর্ণ এবং সহায়ক একটি প্রোগ্রাম।
• দ্রুত scanning সুবিধা।
• সকল ড্রাইভ সমুহে full scan করার সক্ষমতা।
• Malwarebytes এন্টি-Malware প্রোটেকশন Module সুবিধা। (রেজি: প্রয়োজন)
• দৈনিক Database এর update released হয়।
• Quarantine এ threat কে রেখে ইচ্ছেমত restore করার সুবিধা।
• Scanner এবং Protection Module এর জন্য Ignore list সুবিধা।
• Malwarebytes' Anti-Malware এর ভাল performance এর জন্য সেটিং পরিবর্তন করার সুবিধা।
• ম্যানুয়ালী malware রিমোভ করতে অতিরিক্ত ইউলিটির ছোট তালিকার সুবিধা।
• Multi-lingual সাপোর্টেড।
• অন্যান্য anti-malware ইউলিটির সাথে একত্রে কাজ করতে পারে।
• দ্রুত scanning এর জন্য কমান্ড লাইন সাপোর্ট সুবিধা।
Download Malwarebytes Anti-Malware:
Interface:-
Malwarebytes Anti-Malware এর interface is pretty clean, simple,এছাড়া এটি সহজে ব্যবহার এবং পরিচালনা করা যায়।
Scanner:-
এতে তিনটি ভিন্ন ধরনের scan রয়েছে, সেগুলো হল:
• Quick Scan
• Full Scan
• Flash Scan
1. Quick scan: quick scan দ্রুত এবং কম সময়ের মধ্যে তার কায্যক্রম শেষ করতে পারে। বিশেষ করে এটি 15 মিনিটের কম সময় নিয়ে পুরো কাজটি করতে সক্ষম হয়।
2. Full Scan: এটি computer এর প্রতিটি ড্রাইভের সকল ফাইলমমূহ scan করে থাকে। এটি সম্পূর্ণ হওয়ার সময় মূলত computer এর ফাইলের উপর নির্ভর করে।
3. Flash scan: Flash scan মূলত memory এবং autorun অবজেক্টসমূহ এনালাইজ করে। এই scan টি খুব দ্রুত হয়ে থাকে। এই ফিচার টি শুধুমাত্র Malwarebytes এন্টি-ম্যালওয়্যারের licensed ভার্সন ব্যাবহারকারীগনের জন্য প্রযেজ্যে।
Protection:-
Malwarebytes Anti-Malware এর protection অনেক ভালো মানের। এতে রয়েছে ফাইল সিস্টেম protection, malicious ওয়েবসাইট ব্লকিং এবং execution ব্লকিং ইত্যাদি সিস্টেমস।
Updates:-
দ্রুত, স্বচ্ছ এবং নির্ভেজাল মুক্ত ভাবে Database update করা যায়।
অনেক গুরত্বপূর্ণ তথ্যসহ ইনফরমেশন এন্ড টেকনোলজির সকল সমস্যার সমাধানে, ITsolution page এগিয়ে এসেছে আপনার-ই সহযোগিতার লক্ষ্যে। আপনার প্রশ্নটি পেজে প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে যেকোন জটিল সমস্যার সহজ সমাধান নিন।
ITsolution page
আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।
আমি Shariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি avast internet security ব্যবহার করি ,আমাকে কি anti- malware ব্যবহার করতে হবে । আর ব্যবহার করতে হলে একসঙ্গে ব্যবহার করা যাবে কি?