সবাই কেমন আসেন? বোধয় ভালই আসেন।ভাল না থাক্লেও কোন সমস্যা নেই।একটু পরেই ভাল থাকবেন আশা করি।সবাই তো কম্পিউটার ব্যবহার করি এবং ইন্টারনেট সংযোগ ও আসে আমাদের সবার।তাই ভাইরাস কম্পিউটার এ লাগার প্রবনতাও বেশী।অনেকের কম্পিউটার আবার ভাইরাস এর জালায় স্লও হয়ে জায়।আজ আমি এই সমস্যার সমাধান নিয়ে এসেছি।
AVAST INTERNET SECURITY ব্যবহার করে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।AVAST আরও ANTIVIRUS এর মতই একটা ভাল মানের ANTIVIRUS.কিন্তু আপনাকে কিন্তে হবে Dollar দিয়ে।আমরা বাঙালি তাই আমাদের কেনার অভ্যাস টা একটু কম।আমিও তো একজন বাঙালি তাই আমিও বুঝি :-D.আর কথা না বারিয়ে চলুন দেখে ফেলি কিভাবে আমরা ফ্রিতে পেতে পারি AVAST INTERNET SECURITY এর License।
১.
প্রথমে AVAST এর Website এ যাবেন সেখানে থেকে (১৪০ এমবি) এর একটা TRIAL ভার্সন DOWNLOAD করে নিন।নিচের IMAGE টা একটু খেয়াল করুন।এখানে CLICK করুন
২. এবার এখান CRACK Download এখানে থেকে CRACK টা DOWNLOAD করে নিন।আপনার ৬০% কাজ শেষ।
৩.
এবার AVAST INTERNET SECURITY টা INSTALL করুন।INSTALL করা হয়ে গেলে সেটি RUN করুন।
8.এবার SYSTEM TRAY থেকে AVAST কিছু সময়ের জন্য DEACTIVATE করুন।AVAST এর লোগো তে Right Click করে avast!shields control>Disable for 10 minutes করে রাখুন।এবার AVAST OPEN করে settings>troubleshooting এ যেয়ে Enable avast self-defense module এটা Uncheck করুন মানে টিক চিহ্ন টা উঠিয়ে দিন।
৫.
এবার DOWNLOAD করা CRACK টা INSTALL করে আপনার কম্পিউটার RESTART দিন। আপনার কাজ শেষ।ACTIVATE হলে নিচের IMAGE এর মত দেখাবে।
মাঝে মাঝে যখন UPDATE নিবে তখন একটা Notification দেখাবে পারে " You are using illegal copy of Avast Internet Security,Please purchase a legal copy".এতে ভয় পাওার কিছু নাই।আপ্নার টা AVAST Deactivate করতে পারবেনা ।
আমি এইটা Windows 8 এ ব্যবহার করতেসি আশাকরি Widows 7 এ চলবে।
Enjoy AVAST For 50 Years! (y)
যাদের এখানে লেখা বুজতে Problem হচ্ছে তারা এই Site এ দেখতে পারেন
আমি Mehedi Hassan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
A student of Computer Science & Engineering of BRAC UNiversity.As Computer Science student i like to have fun with code,love to create something with code.Always try to get myself updated with new technologies.Like to play video games. That's a bit biographical details about me :-p.
Download all latest movies here.
http://myfilmsbd.blogspot.com