উইন্ডোজ ব্যবহার কারিদের জন্য বিটডিফেন্ডার টোটাল সিকিউরিটি ২০১৪+ট্রাঅ্যাল রিসেট

সুপ্রিয়  টিউনার  ভাইয়েরা  আমার  আজকের  টিউনে  আমি  আপনাদের  জন্য  নিয়ে  এলাম  বিটডিফেন্ডার টোটাল সিকিউরিটি  ২০১৪ ।  বিটডিফেন্ডা্রের  নাম  আপনারা  কম  বেশি  সবাই  শুনে  থাকবেন  ,  রোমানিয়ান  এই  প্রতিষ্ঠানটি  ২০০১  সাল  থেকে  তার  বিভিন্ন  সিকিউরিটি  প্রোডাক্টের  দ্বারা  গ্রাহকদের  সেবা  দান  করে  আসছে ।

http://www.pcpro.co.uk  রেটিং  অনুসারে  সেরা  পেইড  সিকিউরিটি  স্যুইট  হল  বিটডিফেন্ডার ।  বাজারে  কিনতে  গেলে  আপনাকে  গুনতে  হবে  প্রায়  ৪১.৯৫$   কিন্তু  আমি  আপনাকে  দেবো  সম্পূর্ণ  বিনামূল্যে  সাথে  ট্রাঅ্যাল রিসেট ।

প্রয়োজনীয়  উপকরন -

১.  একটি  উইন্ডোজ  পিসি  যাতে  উইন্ডোজ  ৭  বা  উইন্ডোজ ৮  ইন্সটল  করা  আছে  ।

২.  নিচের  দেওয়া  ডাউনলোড  লিঙ্ক  থেকে  আপনার  অপারেটিং  সিস্টেম  অনুযায়ী  ফাইল  গুলো  ডাউনলোড  করে  নিন ।

ডাউনলোড  লিঙ্ক    ৩২  বিট  উইন্ডোজএর  জন্য

৬৪  বিট  উইন্ডোজএর  জন্য    পার্ট  ১    পার্ট  ২   পার্ট  ৩

[  আপনি  কত  বিটের  উইন্ডোজ  ব্যবহার  করছেন  তা  জানার  জন্য  আপনার  ডেস্কটপে  Computer  আইকনে  Right  ক্লিক  করে  Properties  অপশন  সিলেক্ট  করুন  এবং  System  Type  দেখুন  বা  Control Panel>System and Security>System  এ  গিয়েও  আপনি  কত  বিটের  উইন্ডোজ  ব্যবহার  করছেন  তা  দেখতে  পারেন ]

খুজে  পেতে  অসুবিধা  হলে  নিচের  স্ক্রীনশটটি  দেখুন

যেহেতু  আমি  ৬৪ বিট  উইন্ডোজ  ব্যবহার  করি  তাই  64-bit  Operating System  দেখাচ্ছে  ৩২ বিট  হলে  32-bit  Operating System  দেখাবে ।

৩.  এবার  winrar , winzip  দিয়ে  ডাউনলোড  করা  ফাইল  গুলো  Extract  করুন  ।  Extract  হলে  bitdefender_ts_17_32b.exe  বা  bitdefender_ts_17_64b.exe  নামে  একটি  ফাইল  পাবেন  । ফাইলটিকে  ইন্সটল  করুন ।

8.  একটি  Mybitdefender account  রেজিস্ট্রেশান  করুন ।  এটি  ফ্রি ।

৫. ট্রাঅ্যাল রিসেট  ফাইলটি  ডাউনলোড  করুন  এখান  থেকে  এবং  winar  দিয়ে  Extract  করুন  ।

৬.  এবার  আপনার  কম্পিউটারটি  Safe Mode 'এ  Run  করান  ।

৭. Safe Mode 'এ  কম্পিউটার  Run  হলে  BD2014. TR.exe  ফাইলটিকে  Run  করান।

আমার  আগের  টিউন  দেখতে  এখানে  ক্লিক  করুন

ভাল  লাগলে  কমেন্ট  জানাতে  ভুলবেন  না  ।   ফেসবুকে  আমি

আমি nirjharmistry। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

aita bole “The user hosting this content is out of bandwidth.” kisu koren

    32 বিট লিঙ্ক আপডেট করে দেওয়া হয়েছে

Level 0

ভাই আমার 64 bit টা খুব দরকার।

Level 0

Kivab download korbo? showing…..” The user hosting this content is out of bandwidth. ”

Solve It or
BOX ছাড়া অন্য কোন web e upload den plzzzz

    @H_Nur: আজ রাতেই লিঙ্ক দেব ।

Level 2

আচ্ছালামু আলাইকিুম।
ধন্যবাদ সুন্দর টিউন করার জন্য।
64 বিট এর লিংক আপডেট করলে ভালো হয়। আর
উইন্ডোজ 7 এ কিভোবে সেভ মুড এ যাওয়া যায় কেউ জানালে উপকৃত হতাম। এফ-8 চাপলে হয় না।
আল্লাহ হাফেজ।

    @azad2000: টোটাল সিকিউরিটি ২০১৪ ৬৪ বিট লিঙ্ক http://download.bitdefender.com/windows/desktop/t_security/2014/en-us/bitdefender_ts_17_64b.exe

    সেফ মোডে যাওয়ার জন্য RUN অপশনে টাইপ করুন msconfig এবং এন্টার করুন ।
    Boot ট্যাব সিলেক্ট করুন ও Boot options এর নিচে safe boot বক্সে টিক দিন ।
    এরপর apply ও ok করুন ও কম্পিউটার রিস্টার্ট করুন।
    এবার আপনি সেফ মোডে উইন্ডোজ বুট করাতে পারবেন। সেফ মোড থেকে নরমাল মোডে যাওয়ার জন্য আবার RUN অপশনে টাইপ করুন msconfig এবং এন্টার করুন ।
    Boot ট্যাব সিলেক্ট করুন ও Boot options এর নিচে safe boot বক্সে আনটিক দিন ।
    এরপর apply ও ok করুন ও কম্পিউটার রিস্টার্ট করুন।
    অন্য সাহায্যের জন্য মেইল করুন [email protected]

টোটাল সিকিউরিটি ২০১৪ ৬৪ বিট লিঙ্ক http://download.bitdefender.com/windows/desktop/t_security/2014/en-us/bitdefender_ts_17_64b.exe

সেফ মোডে যাওয়ার জন্য RUN অপশনে টাইপ করুন msconfig এবং এন্টার করুন ।
Boot ট্যাব সিলেক্ট করুন ও Boot options এর নিচে safe boot বক্সে টিক দিন ।
এরপর apply ও ok করুন ও কম্পিউটার রিস্টার্ট করুন।
এবার আপনি সেফ মোডে উইন্ডোজ বুট করাতে পারবেন। সেফ মোড থেকে নরমাল মোডে যাওয়ার জন্য আবার RUN অপশনে টাইপ করুন msconfig এবং এন্টার করুন ।
Boot ট্যাব সিলেক্ট করুন ও Boot options এর নিচে safe boot বক্সে আনটিক দিন ।
এরপর apply ও ok করুন ও কম্পিউটার রিস্টার্ট করুন।
অন্য সাহায্যের জন্য মেইল করুন [email protected]