অনেক কষ্ট করে কারো কাছ থেকে প্রয়োজনীয় ডাটা আনলেন কিংবা কাউকে ডাটা কপি করে দিলেন। কিছুক্ষণ পরে দেখা গেল আপনার সেই প্রয়োজনীয় ডাটা গুলো সব উধাউ! আছে শুধু ধ্বংসাবশেষ মানে সেই ডাটা গুলোর কিছু শর্টকাট ফোল্ডার। শর্টকাটে ক্লিক করলেন কিন্তু কনো ডাটা নেই! আপনার এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করলেন কিন্তু কনো ভাইরাস পেলেন না। ড্রাইভের প্রোপারটিজে দেখলেন সেখানে ডাটা কপি করার পর যে সাইজ ছিল এখনো সেই সাইজই আছে! কিন্তু ডাটা গুলো নেই! মাথাটা তো পুরাই নষ্ট তাইনা? এখন কি করবেন?
শর্টকাট ভাইরাস!! জী ভাই...এইসব কান্ড-কারখানা যিনি করতেছেন সেই ভদ্রলোকটির নাম শর্টকাট ভাইরাস। পেন্ড্রাইভে, পোরট্যাবল হার্ডডিস্কে বা যেকোনো রিমুভ্যাবল ডিভাইসে করে যারা ডাটা কপি বা শেয়ার করে থাকেন তাদের কম্পিউটারে এই ভদ্রলোকটি প্রায়ই বেড়াতে আসেন এবং সাথে গিফট হিসেবে আপনার জন্য নিয়ে আসে অনেক যন্ত্রনা!
তো আসুন এই শর্টকাট ভাইরাস ভদ্রলোকটির সম্পর্কে একটু জানা যাকঃ
এটি আসলে একটি Latent Trojan Virus (সুপ্ত ট্রোজান ভাইরাস)। Latent Trojan Virus এইজন্যে বলা হয় কারন এদেরকে কোন এন্টিভাইরাস সহজে ডিটেক্ট করতে পারে না। এরা ততক্ষণ পর্যন্ত ছড়ায় না যতক্ষণ না পর্যন্ত আপনি শর্টকাটে ক্লিক করবেন। একবার যদি ভুলেও শর্টকাটে ক্লিক করে ফেলেন তাহলে এই ভাইরাস আপনার পুরো ড্রাইভে ছড়িয়ে যাবে এবং আপনার ডাটা গুলো সব হাইড করে ফেলবে।
এই ভাইরাসটি মূলত কিভাবে কাজ করে?
এটি আপনার ফাইলের Attribute এবং আপনার ফাইলের Location (পথ) চেইঞ্জ করে হাইড করে ফেলে এবং আপনার ফাইলটির একটি ফেইক শর্টকাট তৈরি করে। যার ফলে আপনার ড্রাইভের সাইজ ঠিকই থাকে কিন্তু ডাটা গুলো উধাউ হয়ে যায়।
এধরনের ভাইরাস থেকে বেঁচে থাকতে পূর্ব সাবধানতাঃ
ভাইরাসে আক্রান্ত হবার পরে কি করবেন?
নো চিন্তা ডু ফুর্তি! এই ভদ্রলোককে ধ্বংস করার জন্য আমি একটি ছোট প্রোগ্রাম তৈরি করেছি ShortCut Virus Remover V-1.0, এটা ব্যাবহার করুন।
সফটওয়্যারটি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন-
http://www.mediafire.com/download/miy6kyzm72j2wt5/ShortCut_Virus_Remover.rar
সফটওয়্যারটি ব্যাবহার প্রনালীঃ
১. ShortCut Virus Remover
২. iReset
ব্যাস কাজ শেষ! ভাইরাস গুলোর ইন্নাল্ললাহ হয়ে গেলো!
এরপর আপনার ড্রাইভের ডাটা ফোল্ডার গুলোর Attribute ও Location আগের মত করার জন্য iReset সফটওয়্যারটি ওপেন করুন এবং নিচের মত কাজ করুন-
ব্যাস! কাহিনী শেষ!
আমি Abdullah Al Imran। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
H! I am Abdullah-Al-Imran. I am a college student and at present I am in Dhaka College. I live at Demra in Dhaka. I really love technology and computing.
ধন্যবাদ ইমরান ভাই সুন্দর একটা টুল উপহার দেয়ার জন্য 🙂