ভাইরাসের ঝামেলা থেকে মুক্তি পেতে Deep freeze ব্যবহার করুন। কম্পিউটার ব্যবহারকারীদের সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে ভাইরাস । এ সমস্যা থেকে মুক্তি পেতে আমরা সাধারনতঃ এন্টিভাইরাস ব্যবহার করি। কিন্তু এই এন্টিভাইরাস ব্যবহারে রয়েছে নানাবিধ সমস্যা । এন্টিভাইরাস ব্যবহারে কম্পিউটারের স্পীড স্লো করে দেয় । Deep freeze এমনি একটি সফ্টওয়ার এর ব্যবহারে windows নিরাপদ থাকবে ১০০% । কম্পিউটারের স্পীড কখনোই স্লো হবে না । এ ছাড়া Deep freeze থাকলে ভাইরাস স্কেন করার ঝামেলাও থাকে না ।
Deep freeze এমন একটি সফটওয়ার যা {http://en.wikipedia.org/wiki/Deep_Freeze_(software)} Deep freeze থাকা অবস্থায় কম্পিউটারে কোন ফাইল সেভ করে restart করলে সে ফাইলটি আর থাকবে না । কম্পিউটারে জমা আছে এমন কোনো ফাইল ডিলিট করে restart করলে সে ফাইলটি আর ফিরে পাওয়া যাবে । মোটকথা Deep freeze অবস্থায় কম্পিউটারের যতকিছুই পরিবর্তন করুন না কেন restart করার পর কম্পিউটার আবার আগের অবস্থায় ফিরে আসবে । একারণে কম্পিউটার চালু আবস্থায় যদি কখনো ভাইরাস ঢুকে পড়ে restart করার পর সেটি আর থাকে না, একদম ফ্রেশ রিষ্ট্যাট হয়।
প্রয়োজনীয় ফাইল সেটাপ অথবা সেভ করে আগের নিয়মে Deep freeze ওপেন করে frozen সিলেক্ট করুন । Restart করার পর কম্পিউটার আবার ফ্রীজ অবস্থায় ফিরে আসবে ।
সেটাপ করুন এই সাইট থেকে – ( Free soft deep freeze ) http://en.kioskea.net/download/download-1000-deep-freeze
১. আপনি যে ড্রাইবে ডীপ ফ্রিজ করবেন, সে ড্রাইব যেহেতু লক থাকবে, তাই ঐ ড্রাইবে কোন ফাইল সেভ থাকবে না।তাই কোন ফাইল সেভ করতে চাইলে অন্য ড্রাইবে সেভ করুন।
2. Deep Freeze ওপেন করার পর যে সমস্ত ফাইল Save করতে চান সেগুলোতে যেন কোন ভাইরাস থাকে তাহলে Deep freeze ব্যবহার করে কোন লাভ হবে না । কোন ফাইল Save করতে চাইলে সেটিকে বিশ্বস্থ এন্টিভাইরাস দিয়ে স্কে্ন করে ভাইরাস Remove করে নিন ।
৩. সাইবার ক্যাফেটে এটা খুবই উপযোগী, আমি নিজেই তার উদাহরন।
আমরা অনেক সময় কিছু ট্রায়াল সফওয়ার ব্যবহার করি, যার মেয়াদ থাকে, স্বল্প সময়, যেমন -১ সপ্তাহ থেকে ১ মাস পর্যন্ত । কিন্তু DeepFreeze সফ্টওয়ার সেটাপ করে Deep freeze করলে সেটিকে সব সময় ব্যবহার করা যাবে ।
এই পোষ্টটি প্রথম আমার এই সাইটে প্রকাশিত হয়েছেল।
কোন সমস্যা হলে জানাবেন। ভাল লাগলে মন্তব্য দিবেন। আপনাদের মন্তব্য আমাদের নিয়মিত লিখতে উৎসাহিত করবে। আল্লাহ আপনাদের ভাল রাখুন – এই কামনাই ইতি।
ঐ পার থেকে যে কোন সময় ডাক আসতে পারে, তাই প্রতিক্ষনে ক্ষনে ঝিকির করি ও জামাতে সালাত আদায়ে সকলকে উৎসাহিত করি। হে আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দিও। আমিন।
আমি Kajal bai। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ete anek problem habe