আপনার এন্টি ভাইরাস আসলে কাজ করে কি না? এখনি টেস্ট করে দেখুন

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আজ আপনাদের সাথে খুবি গুরত্তপূর্ণ একটি ট্রিক্স শেয়ার করবো।

মনে হয় অনেক-ই জানেন,তারপরও কিছু নতুন এবং ভিন্ন ভাবে আমি এই পোস্ট টা সবার সামনে উপস্থাপন করলাম।

আপনি জানেন কি আপনার anti virus টি কাজ করে কি না? যদি না জেনে থাকেন তাহলে এখনি জেনে নিন।

তার জন্য প্রথমে আপনি আপনার notepad ওপেন করুন, তারপর হুবহু নিচের লেখাটি কপি করে notepad এ পেস্ট করুন...।।

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

এখন সেভ করার সময় নাম দিবেনঃ test.com, ফাইলটি ডেস্কটপে সেভ করুন।

এখন এটা ওপেন করার সাথে সাথে যদি এটা ডিলেট হয়ে যায়,তাহলে মনে করবেন আপনার অ্যান্টিভাইরাস টা ঠিক

মতো কাজ করছে । যদি ডিলেট না হয় ,তাহলে মনে করবেন anti virus নামে "কলা" বিক্রি করতেছেন!! lol!!!!!!

অনেক সময় ওপেন করা লাগেনা, সেভ করার সাথে সাথেই ডিলেট হয়ে যায়।

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

কেমন লাগলো জানাতে ভুলবেননা কিন্তু.....................................................................

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

good……………..amar ta kaj korey………..save korar shatay shatay delete…..:)

কমেন্টস করার জন্য ধন্যবাদ।

চরম জিনিস তো আমার অ্যাভাস্ট তো লগে লগেই ক্ষেইপা গেসে!!!! কয় মালঅয়্যার ব্লকড!!!!!

ধন্যবাদ।

Level 0

Open korar agae Kaspersky file delete kora desa.

তার মানে হল আপনার kespersky 100% কাজ করতেছে।

Level 0

save korar 1.5 sec er moddhe e udhao!!!!

Level 0

vhy chorom jinis…tooo….save korar shate shate delete koira fello…amr kasper sky dekha matro delete…ha ha :p

Level 0

টেস্ট করার দরকার নাই ২ – ৩ বছর হোল মনে নাই সঠিক MSE দেখার সাথে সাথে ইন্সটল দিলাম এর পর মাত্র ৩ বার উইন্ডোজ সেটাপ দিছি তবে বাংলালিওন মডেম এর জন্য। MSE বেবহার করেন শান্তিতে থাকেন।
N.B. আমি মেসে থাকি তাই আর বলার প্রয়জন নাই কি পরিমান পেনড্রাইভ ডাটা ট্রান্সফার করতে হয় আর PTHDD বের হয়ে ত বিপদ এ আছি বসলে HDD ফুল না করে আর উঠেনা।

আমার নরটন ইন্টারনেট সিকুরিটি এই ফাইল টাকে সাথে সাথে ব্লক করছে কিন্তু ডিলেট করছে না। কি হল বুঝলাম না।

vlo post…

কমেন্টস করার জন্য সবাইকে ধন্যবাদ।

Level 0

আমার AVAST পুরাই হালারে পরপারে পাঠা্‌ইয়া দিছে। ধন্যবাদ মামা ভালো জিনিষ শিখানোর জন্য!

ধন্যবাদ মামা।

AMAR AVG ANTIVIRUS AMI FILE TI DILITE KORAR POR DAKAW ONE TREATH HAVEBEEN REMOVED.AMI AKON KI KORBO

PLEASE BOLAN

ফাটাফাটি, Booooooooooooossssssssssssssss

yahhhhhooooooooooooo. amar ta kaj kortese

Thanks

kaj kortasa

Tricks টি ৩/৪ বছর আগে একবার পাইছিলাম। এখন আবার মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আর ফাইলটি সেভ করার সাথে সাথেই আমার এভাষ্ট চাচা বলতাছে “কো……ও…..পা সামছু, ট্যাকা দিব বাচ্চু।” কি বুঝলেন?

Ato kosto kore tune korlen ,,,kaj korbe na mane….

সবাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য।

আমার এ্যাভাস্ট তো ওরে সেইভই হইতে দিল না, এর আগেই ডিলিট।

Level New

eset 7 to save kortey dilo na…

ভাল ও কাজের টিউন। ধন্যবাদ টিউনারকে