পিসি বা ল্যাপটপ ভাইরাসমুক্ত রাখার বুলেট টিপস।
সিরিজ – ১
কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারকারীদের অন্যতম প্রধান সমস্যা ভাইরাস। বিভিন্ন উৎস থেকে কম্পিউটারে বা ল্যাপটপে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। ভাইরাসের সংক্রমণ হতে পারে পেনড্রাইবের মাধ্যম, মেমরী বা অন্যান্য এক্সটারনাল ডিভাইসের মাধ্যমে। এছাড়া ইন্টারনেট থেকে ছড়াতে পারে এ ভাইরাস।ভাইরাসের আক্রমনে পিসি থেকে বিভিন্ন তথ্য মুসা থেকে শুরু করে পিসি স্লো করা, বারবার হ্যাংক করা সহ বিভিন্ন
অনাহুত সমস্যা তৈরী হয়।এমনকি ভাইরাসের সাহায্যে ও ইন্টারনেটের মাধ্যমেও গুরুত্বপূন তথ্য পাচার হতে পারে।
প্রতিকার : আমার মতে প্রধান উপায়,
১) জেনুইন উইনডোজ ব্যবহার করা, এর সাথে বিলন্ট ইন এন্টিভাইরাস দেয়া থাকে, ভাইরাস ছাড়াও বহু ধরনের সুবিধা ভোগ করা যায়।
২) মানসম্মত এন্টিভাইরাস ব্যবহার করা এবং নিয়মিত আপডেট নেয়া।
৩) ভাইরাস মুক্ত রাখার অন্য একটি র্পূবর্শত হচ্ছে অটোরান বন্ধ রাখা।
মূলতঃ অটোরান বন্ধ রাখলেই ভাইরাসের অনেক সমাধান পাওয়া যায়। অটোরান বন্ধ করতে পিসি start বাটন থেকে run-এ গিয়ে gpedit.msc টাইপ করে ok বাটন ক্লিক করুন। এরপর administrative templates->system-এ যান। এখান থেকে turn off autoplay-তে ডাবল ক্লিক করুন।এরপর ‘turn off autoplay’ enable করতে হবে এবং ‘turn off autoplay on’ ড্রপ ডাউন বক্স থেকে ‘All drives’ নিরবাচন করতে হবে। এবার বাটনে ক্লিক করলেই কম্পিউটারের সকল অটোরান বন্ধ হয়ে যাবে, ফলে কোন পেনড্রাইব বা অন্য কোন এক্সটারনাল ডিভাইস পিসিতে লাগালে তা খুলবে না, এতে ভাইরাস সংক্রমনের হার কমে যাবে।
অটোরান বন্ধ করতে পিসি’র বাটন থেকে run-এ গিয়ে gpedit.msc টাইপ করে ok বাটনে ক্লিক করুন। এবার নতুন একটি উইন্ডো আসবে। এখান থেকে computer configuration সিলেক্ট করুন। এরপর administrative templates->system-এ যান। এখান থেকে turn off autoplay-তে ডাবল ক্লিক করুন। এরপর ‘turn off autoplay’ enable করতে হবে এবং ‘turn off autoplay on’ ড্রপ-ডাউন বক্স থেকে ‘All drives’ নির্বাচন করতে হবে। এবার ok বাটনে ক্লিক করলেই কম্পিউটারের সব ধরনের ডিভাইসের অটোরান বন্ধ হয়ে যাবে। ফলে কোনো পেনড্রাইভ বা অন্যান্য এক্সটার্নাল ডিভাইস পিসিতে লাগালেই তা খুলবে না এবং ভাইরাসগুলো আক্রমণ করতে পারবে না।
অনেক সময় এক্সটারনাল ড্রাইভগুলো থেকেও কম্পউিটারে বা ল্যাপটপে তথ্য স্থানান্তরের সময় ভাইরাস ঢুকে পড়তে পারে। তাই ড্রাইভগুলো না খুলইে তথ্য আদান প্রদান করার ব্যবস্থা করতে হবে। আর এর জন্য রয়েছে কিছু সফটওয়্যার অ্যাপ্লকিশেন। এরকম একটি সফটওয়্যার ডাউনলোড করা যাবে নিম্মলিখিত সাইট থেকে -www.explorerxp.com/explorerxpsetup.exe । সেক্ষেত্রে ফাইলে কোন ভাইরাস থাকলে সেটি নোটিফিকেশন আকারে দেখিয়ে দিবে সফটওয়ারটি।জরুরী বিষয় হল, ভাইরারেস বড় অংশ্ হল .exe এক্সটেনশনযুক্ত। তাই খুব প্রয়োজন না হলে বা গ্রহনযোগ্য সাইট ছাড়া .exe একটেনশনের ফাইল পিসি বা ল্যাপটপে কপি না করাই ভাল।
পরবতী সিরিজ – ২ এ এন্টিভাইরাস ছাড়া এবং কোন ঝামেলা ছাড়া চিন্তামুক্তভাবে পিসি বা ল্যাপটপ চালান।
ভাল লাগলে মন্তব্য দিবেন। আপনাদের মন্তব্য আমাদের নিয়মিত লিখতে উৎসাহিত করবে। আল্লাহ আপনাদের ভাল রাখুন – এই কামনাই ইতি।
** * ঐ পার থেকে যে কোন সময় ডাক আসতে পারে, তাই প্রতিক্ষনে ক্ষনে ঝিকির করি ও জামাতে সালাত আদায়ে সকলকে উৎসাহিত করি। * * * হে আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দিও। আমিন।
আমি Kajal bai। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।