প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাই । আশাকরি সবাই ভালো আছেন । আমরা অনেকেই ভালো অ্যান্টিভাইরাস পাওয়ার জন্য হন্যে হয়ে চারিদিক খুঁজতে থাকি। আজ আপনাদের সমনে নিয়ে এসেছি কাসপারস্কি অ্যান্টিভাইরাস ২০১৩ (v13.0.1.4190) সিরিয়াল কী সমেত ফুল ভারসান সফ্টওয়ারটি । এই সফ্টওয়ারটির মোট সাইজ ২৯৫ মেগাবাইট । তাড়াতাড়ি ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে । যেহেতু এই অ্যান্টিভাইরাস সম্বন্ধে প্রায় বিস্তারিত ভাবে অনেকেই জানেন তাই বিশেষ কিছু লিখলাম না ।
ডাউনলোড করুন কাসপারস্কি অ্যান্টিভাইরাস ২০১৩ (v13.0.1.4190)
গুগল থেকে কিভাবে যে কোনো সফ্টওয়ারের সিরিয়াল কী পাওয়া যায় :
গুগল নিয়ে আমাদের প্রায় সবারই কিছু না কিছু জানা । বন্ধুরা একটা খুবই ছোট্ট ট্রিক আছে যেটি ব্যবহার করে আপনারা খুঁজে নিতে পারবেন প্রায় যেকোনো
সফ্টওয়ারের সিরিয়াল কী । কোনো সফ্টওয়ারের সিরিয়াল কী খুঁজতে গুগল পেজে যান আর টাইপ করুন নিচের মত
যেমন Nero সফ্টওয়ারের সিরিয়াল কী জানার জন্য টাইপ করুন Nero এবং এর পর 94FBR
Nero 94FBR
এটি খুব সহজেই আপনাকে কাঙ্খিত ফল প্রদান করবে ।
পোস্ট টি ভালো লাগলে আমার ব্লগ সাইট টা একবার ঘুরে আসবেন ।
আমি mksfever। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
dhonnobad