বর্তমানে বাজারে যতগুলো ফ্রী ভার্সন অ্যান্টিভাইরাস রয়েছে তার মধ্যে অ্যাভাস্ট এর নতুন ভার্সন ৮ কে সেরা বলে বিবেচনা করা হচ্ছে। অ্যাভাস্ট ৮ অত্যন্ত সহজ আর হাল্কা যা আপনার কম্পিউটার একটুও স্লো করবে না। অ্যাভাস্ট ৮ এর কিছু সুবিধাসমূহ নিচে দিলাম।
অ্যাভাস্ট ৭ এ কিছু সমস্যা ছিল, বড় বড় ভাইরাসগুলো ধরতে পারলেও সেটা ছোট আর সূক্ষ্ম ভাইরাসগুলো ধরতে তেমন সফল ছিল না। কিন্তু অ্যাভাস্ট ৮ সেটাকে অতিক্রম করেছে। অ্যাভাস্ট ৮ নিয়মিত আপডেট করা হলে এই অ্যান্টিভাইরাসকে নির্দ্বিধায় বর্তমানের সেরা বলতে হবে। আর এই অ্যান্টিভাইরাস অ্যাভাস্ট অফিশিয়ালভাবে ১ বছর ফ্রী লাইসেন্স কী দিচ্ছে। কিন্তু আমি আপনাদের অ্যাভাস্ট ৮ এর পুরো ২৫ বছরের কী দেব।
প্রথমে ১০৯ মেগা অ্যাভাস্ট ৮ এই লিঙ্ক হতে ডাউনলোড করুন।
http://www.filehippo.com/download_avast_antivirus/download/7f7eead1cdffc0fa51ecf4aba41546dc/
এরপর অ্যান্টিভাইরাসটি ইন্সটল করুন। ট্রে আইকন হতে অ্যাভাস্ট চালু করুন। নিচের মত ইউজার ইন্টারফেস আসবে।
এবার কালো গোল অংশ দিয়ে হাইলাইট করা অংশটি খেয়াল করুন। যেখানে Upgrade লেখা আছে ওখানে Register লিখা থাকবে। সেখানে ক্লিক করুন। এবার দেখুন নিচের দিকে লেখা থাকবে Insert License Key। সেখানে ক্লিক করুন।
W1679696R9956A0910-KK3DHPT3
এই কীটি বক্সে কপি পেস্ট করুন, ওকে করুন। আপনার অ্যাভাস্ট ৮ ; ২০৩৮ সাল পর্যন্ত লাইসেন্সড হয়ে যাবে। এবার ব্যবহার করুন চমৎকার এই অ্যান্টিভাইরাসটি।
টিপস আর ট্রিক্স এর জন্য আমার ফেসবুক পেজটি লাইক দিন http://www.facebook.com/mbtricks
ধন্যবাদ...
আমি Yafi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
gooooooooooood 😛