কম্পিউটার কে ভাইরাস মুক্ত রাখার জন্য মোটামুটি মানের একটা অ্যান্টিভাইরাস ব্যবহার করা দরকার । অনেকেই বলেন অ্যান্টিভাইরাস ব্যবহার করলে পিসি স্লো হয়ে যায় । সেটা কিছুটা ঠিক । তবে টা নির্ভর করে কী অ্যান্টিভাইরাস ব্যবহার করছেন তার উপর । যেমন নরটন বেশ ভারী একটা সফ্টওয়্যার । এটা লো configuration এর পিসি স্লো করবে । আমি নিজে MSE ব্যবহার করি । কিছুদিন আগে avast চালাইছিলাম । স্টার্ট হতে বেশ সময় লাগতো । পরে আবার MSE তে ফেরত আসছি । এই Avast Free Edition । কিন্তু কাজ বেশ ভাল করে । ফ্রী গুলোর ভেতর এটাই সবচেয়ে ভাল । আর যদি সন্তুষ্ট না হন । তবে দয়া করে টাকা দিয়ে কিনে অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন । আমাদের আবার চোর হিসেবে একটু খ্যাতি আছে । অভ্যাস তো আর কি ............
তবে যেখানে Possible সেখানে ফ্রী টা ব্যবহার করা ভালো ।
তুলনামূলক চিত্র দেখুন :
ডাউনলোড লিঙ্ক
For Windows Avast Free Antivirus Or Try this !
For Mac Free Avast
ভালো লাগলে এরকম আরো ফ্রী সফ্টওয়্যার এর জন্য ঘুরে আসতে পারেন আমার ওয়েবসাইট থেকে
আমি Shemul49rmc। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a 5th year student of Rajshahi Medical College, Bangladesh. I Like to surf internet, know new things, seeing movies etc. I love to Listen Music, Playing Games not only in Computer Also a Defender in Football. Connect me on Facebook, Twitter or Google Plus
৩০ দিন পর আর ফ্রি থাকে না………..