আমরা কমবেশী সবাই পিসিতে ভাইরাসের উপদ্রব নামক সুন্দর অভিজ্ঞতায় অভিজ্ঞ।
আগে জানা দরকার ভাইরাস কিভাবে আপনার পিসি তে আক্রমন করে।
হ্যা........ এটা জেনে রাখবেন..... যে, আপনি নিজেই ভাইরাসকে আমন্ত্রন জানান আপনার মনের অজান্তে।
ভাইরাস বিভিন্নভাবে পিসিতে আক্রমন করতে পারে।
সবার প্রথমে আসে সর্বোচ্চ ব্যবহৃত ছোট একটি ডিভাইস “পেন ড্রাইভ” এর নাম। এটি যেমন উপকারী তেমনই ক্ষতিকর যদি আপনি এর সঠিক ব্যবহার না করতে পারেন। শুধু পেন ড্রাইভ না..... পোর্টএবল যত ধরনের স্টোরেজ ডিভাইস আছে ( যেমনঃ মেমরী কার্ড, ক্যামেরা, মোবাইল ইত্যাদি) যেগুলোর মাধ্যমে সচেতনতার অভাবে ভাইরাস ছড়ায়। দরকার শুধু একটু বিচক্ষনতা।
পোর্টএবল স্টোরেজ ডিভাইসগুলোতে একটি ছোট ফাইল থাকে autorun.inf. এই ফাইলটি autoplay এর information ফাইল। ভাইরাস গুলোর কাজ হচ্ছে যেকোন ভাবে কম্পিউটারে একবার রান হওয়া। ভাইরাসের সর্বোচ্চ সহজ পথ হচ্ছে এই autoplay এর মাধ্যমে কম্পিউটারে রান হওয়া। যদি একবার রান হয়ে যায় তাহেলে তো আপনার পিসির বারোটা বেজে গেল।
প্রথমে আপনার কাজ হচ্ছে যে কোন পোর্টএবল হার্ডওয়ারের autoplay বন্ধ করা।
autoplay বন্ধ করতে আপনাকে যা করতে হবেঃ
প্রথমে My Computer এ রাইট বাটন ক্লিক করে Manage অপশনটি Click করতে হবে।
তারপর Computer Management উইন্ডো তে বাম পাশে Services and applications এ ক্লিক করতে হবে। এবং তারপর মধ্যের মেন্যু থেকে Services এ ক্লিক করতে হবে।
এরপরের লিষ্ট থেকে Shell Hardware Detection খুজে বের করতে হবে।
Shell Hardware Detection এ ডাবল ক্লিক করলে নিচের স্ক্রিনশটের মত আসবে। সেখান থেকে Startup Type, Automatic থেকে Disabled করে দিতে হবে। এবং সবশেষে Service টি Stop করে দিতে হবে। তারপর Apply, Ok ক্লিক করে বের হয়ে আসতে হবে।
(এই পদ্ধতি উইন্ডোস XP এবং উইন্ডোস 7 দুটোর জন্যই প্রযোজ্য)
এখন আপনি Autoplay বন্ধ করলেন। সুরক্ষা দেয়াল তৈরির মোটামুটি 50 % কাজ আপনার এগিয়ে গেল।
শুধু Autoplay বন্ধ করলে হবে না। আপনাকে আরো একটু বিচক্ষন হতে হবে যদি আপনি আপনার পিসিকে ভাইরাস মুক্ত রাখতে চান।
আপনাকে ভাইরাসের চেহারা চিনতে হবে। কিছু সতর্কতা নিচে বর্ণিত হলঃ
**** কখনোই ডাবল ক্লিক করে পেনড্রাইভ অথবা এ জাতীয় কোন ডিভাইস ওপেন করবেন না। কারন ডাবল ক্লিক করলে ভাইরাস রান হয়ে যাবার
সম্ভাবনা আছে।
**** ফেল্ডাররুপী ভাইরাস..........! আমি এই ভাইরাসকে সবচেয়ে বেশী ভয় করি। দেখতে একদম ফোল্ডারের আইকনের মত... কিন্তু ঐটা আসলে
ফেল্ডাররুপী *.exe ভাইরাস। সতর্ক থাকবেন....... রিমুভেবল মিডিয়াগুলোতে কোন ফোল্ডার ওপেন করার আগে ভেবে নিবেন। দরকার হয় ঐ ফোল্ডারের আইকনের Properties দেখে নিবেন। অথবা আইকনের Details View করে দেখে নিবেন।
এখন আরেকটি কাজ আপনাকে করতে হবে যা কোন রিমুভেবল মিডিয়াতে থাকা ক্ষতিকর *.exe, *.dll, *.inf ফাইল গুলোকে সাথে সাথে ধরে ফেলবে এবং ডিলিট ও করে দিবে।
এটি একটি সফটওয়্যার.............. সফটওয়্যারটির নাম Usb Disk Security। অনেকে হয়তো নামটা শুনেছেন। এটা ডাউনলোড করে নিন এখান থেকে। এই লিংক টি টরেন্ট লিংক। টরেন্ট সম্পর্কে জানতে আমার এই টিউন টি দেখুন।
Serial number দিয়ে সফটওয়্যারটির ফুল ভারশন করে ফেলুন।
এখন যেকোন পেন ড্রাইভ অথবা কোন পোর্টএবল ডিভাইস কম্পিউটারে যুক্ত করলে Usb Disk Security প্রথমে autorun.inf ফাইলটি ডিলিট করবে। আর এই autorun.inf ফাইল না থাকলে কোন ভাইরাস অটোমটিক রান হতে পারবে না।
বাকি থাকল আরেকটি কাজ....
সর্বোচ্চ সুরক্ষার জন্য আপনাকে একটি ভালো মানের এ্যন্টিভাইরাস ব্যবহার করতে হবে। যে কোন ফ্রি এ্যন্টিভাইরাস হলেও হবে। তবে হ্যা....... যেকোন এ্যন্টিভাইরাস আপডেট না করলে ঠিক মত কাজ করে না।
ফ্রি এ্যান্টিভাইরাস গুলোর মধ্যে Avira অথবা Advanced System Care with Antivirus ব্যবহার করতে পারেন।
সবশেষে কিছু কথা-----
***** যে কোন পোর্টএবল ডিভাইস ব্যবহারের পূর্বে অবশ্যই তা স্ক্যান করে নিবেন।
***** কোন কিছু ডাউনলোড করলে সতর্কতার সাথে ডাউনলোড করবেন।
***** এন্টিভাইরাস সব সময় আপডেটেড রাখবেন।
***** Autorun সম্পর্কে অবগত থাকবেন।
***** কোন ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন
***********************************আর সবসময় টেকটিউনস-এ আসবেন******************************************
আমি Ahammed Khan Akib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Onek valo likhechen…