আসসালামুআলাইকুম , আমি অনেক দিন আগে থেকে TechTunes এর একজন পাঠক কিন্তু কোন দিন Tune করা হয়নি । এটা আমার প্রথম Tune তাই ভুল হলে অথবা এমন Tune আগে করা থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আপনারা অনেকে ইসেট নড৩২ এর লাইসেন্স কী খুজেন । লাইসেন্স কী পাইলেও মেয়াদটা কিছুদিন পরেই শেষ হয়ে যায় । আজ আপনাদের এসব মুসিবত থেকে রেহাই দিচ্ছি আমার এই টিউনের মাধ্যমে ।
প্রথমে নড৩২ এর লেটেস্ট ভার্শন ডাওনলোড করে নিন ৩২ বিট অথবা ৬৪ বিট । এবার ইনিস্টল করে করে রান করুন । নড৩২ রান করে Settings এ যান । গিয়ে Real Time File System Protection ডিসেবল করে দেন । তারপরে এই Software টি ডাওনলোড করেন । ডাওনলোড করে রান করুন । এখন Nod সেটিন্সে গিয়ে Real Time File System Protection এনাবল করে দেন । দেখবেন আপনার নড৩২ এর লাইসেন্স আপনাআপনি আপডেট হয়ে গেছে । এই Software এর কাজ নড এর লাইসেন্স অটো রিনিউ করা । তার মানে আপনাকের আর লাইসেন্স কী খুজতে হবেনা ।
কেমন লাগল জানাবেন । এই আশাতে শেষ করছি আল্লাহ্ হাফেজ ।
আমি s4bb1r। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thakns a lot .