এব্যাপারে আগে কেউ পোস্ট করে থাকলে ক্ষমা প্রার্থী।
আমরা আমাদের দেশে সাধানরত মোটামুটি সবাই ফ্রী এন্টিভাইরাস বা ইন্টারনেট সিকিউরিটি ব্যাবহার করতে অভ্যস্থ। টাকা দিয়ে এন্টিভাইরাস বা ইন্টারনেট সিকিউরিটি কিনি কজন। যদিও আমরা সবাই জানি ফ্রী আর পেইড এন্টি ভাইরাস এর মধ্যে অনেক পার্থক্য। কখনোই কোন ফ্রী এন্টিভাইরাস পেইড এন্টিভাইরাস এর মত কাজ করে না। যারা এই পার্থক্য বুজে গেছে তারা অনেকেই কেস্পারস্কি এন্টি ভাইরাস অনেক চালাকি করে ব্যাবহার করার চেষ্টা করেন। আমি টেকটিউনেও কেস্পারস্কি এর সিরিয়াল কী নিয়ে অনেক পোস্ট দেখেছি। এবং এই পোস্ট গুলা দেখে অনেক কষ্ট করে কেস্পারস্কি ডাউনলোড করে পরিশেষে কয়েকদিন না যেতেই দেখি যে কেস্পারস্কি এই সিরিয়াল টি ব্লক করে দিয়েছে। যারা আমরা লিমিটেড ইন্টারনেট প্যাক ইউস করি তাদের তখন নিজের চুল নিজে ছেড়ার মত অবস্থা হয়।
আবার যারা ফ্রী অ্যাভাস্ট ইউস করি তাদের নিশ্চয়ই ধারনা আছে যে অ্যাভাস্ট এর ফ্রী যেই এন্টি ভাইরাস তা পুরাপুরি মানহীন বললেই চলে। তবে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে অ্যাভাস্ট এর ও পেইড এন্টি ভাইরাস এবং ইন্টারনেট সিকিউরিটি আছে যা বিশ্বজুড়ে বিখ্যাত এবং মানসম্মত। এবং এটি যে ফ্রী ভার্সন এর চাইতে কত বেশি ভালো মানের তা নিচের ইমেজ থেকে আপনি অনায়াসে বুজতে পারবেন ।
কি বুজলেন তো। কিন্তু তাতে কি আমাদের দেশে তো অ্যাভাস্ট বিজনেস করে না। সো আমরা কিনতে চাইলেও পারবো না। আবার কেস্পারস্কি বিজনেস করলেও আমরা কজনই বা টাকা দিয়ে কিনে অ্যান্টিভাইরাস ব্যাবহার করার ক্ষমতা বা ইচ্ছা রাখি। কিন্তু অ্যাভাস্ট তাদের পেইড ইন্টারনেট সিকিউরিটি ও ফ্রী তে ব্যাবহার করার একটা সুযোগ আপনাকে দিয়েছে যার বর্তমান মূল্য ৩৯.৯৯ ডলার। ভয় নেই আপনি এখানে পেইড ইন্টারনেট সিকিউরিটি এর সমস্ত সুবিধাই পাবেন। শুধু তার জন্য আপনাকে যা করতে হবে তা হল আপনি প্রথমে ফ্রী অ্যান্টিভাইরাসটি ডাউনলোড করে ইন্সটল করার পর আপনার ভ্যালিড মেইল দিয়ে সাইন আপ করুন। তারপর ওদের ওয়েব সাইটে লগ ইন করলে দেখবেন 'My Avast' ট্যাব এ 'Recommendation' নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে আপনাকে একটি পেজ এ নিয়ে যাবে যেখানে আপনি আপনার ফ্রেন্ড দেরকে Facebook, Twitter, Google+, Email এবং ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে Antivirus টি রিকমেন্ড করতে পারবেন। আপনার রিকমেন্ড করা লিঙ্কের মাধ্যমে যদি ৭ জন তাদের ফ্রী অ্যান্টিভাইরাস ইউস করা শুরু করে তাহলে আপনি ১ বছরের জন্য ফ্রীতে 'Avast Internet Security' এর লাইচেন্স কী পাবেন। ১৪ জন হলে পাবেন ২ বছরের জন্য আর ২১ জন হলে ৩ বছরের জন্য তাহলে আর দেরি কেন এক্ষনি লুফে নিন সুযোগটি। নিচে আমার রিকমেন্ডেসন লিঙ্ক দিয়ে দিলাম-
আমি ফয়সাল রিমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ টিঊন করার জন্য। অনুগ্রহ করে এই টিউনটি দেখতে পারেন। আশা করি কাজে লাগবে
https://www.techtunes.io/download/tune-id/138367