দেখে নিন ১০ টি চরম ওয়েবসাইট URL স্ক্যান করার জন্যে (আপনার অবশ্যই কাজে লাগবে)

আজকে আলরেডি ২টি টিউন করা হয়ে গেল । এটা তৃতীয় টিউন , আর লিখতে ভালো লাগছে না । তাই বেশী কিছু না লিখে একেবারে মূল কথাই চলে আসি ।

URL স্ক্যান করার জন্যে ১০ টি ওয়েবসাইট হল

দেখুন আমরা যারা টিউন করি তাদের লিখতে প্রচুর কষ্ট করতে হয় ,  আর কেও কেও আজে বাজে শুধু আজে বাজে কমেণ্ট করেন , আজ পর্যন্ত একটিও টিউন করেন নি । কথাটাকে ঊল্টো ভাবে নিবেন না , আমি আপনাদের সমালোচনা করতে  মানা করিনি তবে এমন কোনও কমেণ্ট করবেন না যাতে টিউনার দমে যায় ।

ক্যামন লাগলো কমেণ্ট করে জানাবেন আর পরের টিউনটা কী নিয়ে করব জানাবেন । আবার দেখা হবে । শুভরাত্রি ।

Level New

আমি b.raja973। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 178 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ami class 10 er student.Ami Baghmundi High School e pori.Amar bari Santaldih te.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Onik sundor hoyaca.Acha upni west bengal er kothay thakhen?

ভাই রাজা – আমি আপনার সাথে একমত । অনেকেই আছেন আজে বাজে মন্তব্য করেন। অনেক সময় তাদের ভাষা এত খারাপ হয় যে মনটাই খারাপ হয়ে যায়। আর লিখতে ইচ্ছে করেনা । একটা পোস্ট লেখা যে কতটা কষ্ট ও শ্রম সাধ্য ব্যাপার তা শুধু লেখকই বোঝেন । আর শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ।

রাজা ভাই, আপনি লিখেছেন- “আর কেও কেও আজে বাজে শুধু আজে বাজে কমেণ্ট করেন” এখানে আপনি কেও কেও বানানটা না লিখে “কেউ কেউ” লিখলে সুন্দর হতো।
এরপর লিখেছেন- “কথাটাকে ঊল্টো ভাবে নিবেন না” এখানে “ঊল্টো” না হয়ে “উল্টো” হবে।
এরপর লিখেছেন- “ক্যামন লাগলো কমেণ্ট করে জানাবেন” এখানে “ক্যামন” না লিখে “কেমন” লিখলে সুন্দর হতো।
সবশেষে লিখেছেন- “শুভরাত্রি” আসলে আপনি রাতের বেলায় পোষ্টটি করেছেন, তাই লিখেছেন “শুভরাত্রি” কিন্তু পোষ্টটি কে কখন পড়বে তারতো ঠিক নেই, তাই “শুভরাত্রি” না লিখে “শুভকামনা”, “আল্লাহ হাফিজ”, “খোদা হাফিজ” ইত্যাদি লিখলে সুন্দর হতো…।
-আসুন সবাই শুদ্ধ ও সুন্দর বাংলা শিখা ও লিখার চেষ্টা করি…। ধন্যবাদ।

    Level New

    @সমালোচক: আসলে AVRO তে লিখতে আমার একটু কষ্ট হয় তাই ভুল হয়েছে । আশা করি পরের বার আর হবে না ।
    আর আপনার REPLY দেখেই বোঝা যাচ্ছে যে আপনি পোস্ট টা খুব মন দিয়ে পড়েছেন এই জন্য আপনাকে আরও একটা ধন্যবাদ । আর ভুল গুলো ধরিয়ে দেয়ার কারণে আরও একটা ।