অনেক দিন পর আজ একটি টিউন লিখতে বসলাম কিছু সমস্যা নিয়ে ।বিভিন্ন কাজে ব্যাস্ততার কারনে টিউন লেখা হচ্ছেনা খুব একটা।যাই হোক সমস্যাগুলো আপনাদেরকে বলছি পয়েন্ট আকারে,আশা করি বাজে মন্তব্য দিয়ে নয় বরং গঠনমুলক সমাধান দিয়ে সকলে যথাসাধ্য চেষ্টা করবেন সাহায্য করার।
১।আমার কম্পিউটারে গোপন ভাইরাস ব্যাপকভাবে আঘাত হেনেছে।প্রায় একমাস আগে এক্সপি সেটআপ দেয়ার পর গতদিন আবার এক্সপি সেটআপ দিতে হল,কেননা ট্রোজান,ম্যালওয়্যার,অ্যাডওয়্যার এর কারনে আমার ওয়ালপেপার সহ স্টার্ট মেনুটাই অদৃশ্য হয়ে যায় এবং পুরো সিস্টেম ফাইলকে ধ্বংস করে ফেলে। এর কারণ আমার মনে হয় ইন্টারনেট থেকে কিছু গেম,গান,মুভি বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করার ফলে খুব শক্তিশালী ভাইরাস ঢুকে গেছে যেটা ক্যাসপারস্কাই এর ফ্রী ভার্সন ইনস্টল করার পরও ধরতে পারেনি।এছাড়া এভিজি,আইওবিট সিকিউরিটি ও অন্যন্য অনেক এন্টিভাইরাস আমি ব্যাবহার করেছি। কিন্তু কোনটাই এখন পর্যন্ত ধরতে পারছেনা আমার পিসির ভাইরাসগুলোকে এবং কিছুদিন পর পর এক্সপি ইনস্টল করা ছাড়া উপায় থাকছেনা।এমতাবস্থায় কোন ইন্টারনেট এন্টিভারাস আমার পিসির এই গোপন শক্তিশালী ভাইরাসগুলোকে ধরতে পারবে এবং কি করলে ভাল হবে তা জানালে উপকৃত হবো
২।আমার একটি ব্লগস্পট সাইট রয়েছে যেটা থেকে টাকা আয়ের চেষ্ট করছি ,এটি একটি ফ্রী এসএমএস সাইট যার ঠিকানা হল http://www.freesms-now.blogspot.com কিন্তু সমস্যা হল আমার এই সাইটে কিভাবে সহজে ভিজিটর বাড়াব,কিভাবে গুগল অ্যাডে ক্লিক বাড়াব সেটা।আপনারা সকলে আমার সাইট ভিজিট করে দেখুন তাহলে সমস্যাটা বুঝতে পারবেন। সহজ কোন উপায় থাকলে জানাবেন।
৩।আমার চাইনিজ মোবাইল সেট ম্যাক্সিমাস ভি৯০ এবং এটাতে সফটওয়্যার এবং গেমস ডাউনলোড করতে চাই এবং এগুলো ব্লুটুথ দিয়ে আদানপ্রদান করতে চাই।আসলে কি সম্ভব হবে এটা করা?
৪।আমার এক আন্তীয় থাকে সৌদি আরবে ,তার কাছে জরুরীভাবে কল করা প্রয়োজন আপনারা যারা এই সাইটের টিউনার এবং ভিজিটর তারা কি কেউ বলতে পারেন যে কিভাবে ইন্টারনেটে সফটওয়্যার দ্বারা ফ্রী কল যায় সৌদি আরবে?যদি থাকে তাহলে জানাবেন।
৫।আমার টাইপিং গতি মোটামুটি ভাল ইংরেজি২৭-৩০,বাংলায় ২৪-২৭ আছে ,আপনাদের কাছে যদি কোন কম্পোজিং কাজ,কন্টেন্ট টাইপিং কাজ বা ক্যাপচা বাদে কোন ডাটা এন্ট্রি কাজ থাকে তাহলে আমাকে দিতে পারেন আমি দ্রুত করে দিতে পারব।যদি কারও কাছে থাকে তাহলে ইমেইল করে জানান। আমার ইমেইল:[email protected]
আমি mahedihasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I want to discover new , search new , find new. Want to keep myself different than person.
Dear brother
You need to install Kaspersky Internet Security 2010 Full and register verson. You can buy http://www.officextracts.com in Bangladesh. I think all virus problem solve easily.
Regards
Akber
http://www.creative-computer.net