সাহায্যঃ সাহায্য প্রয়োজন:কিছু সমস্যার বা অসুবিধার ব্যাপারে

অনেক দিন পর আজ একটি টিউন লিখতে বসলাম কিছু সমস্যা নিয়ে ।বিভিন্ন কাজে ব্যাস্ততার কারনে টিউন লেখা হচ্ছেনা খুব একটা।যাই হোক সমস্যাগুলো আপনাদেরকে বলছি পয়েন্ট আকারে,আশা করি বাজে মন্তব্য দিয়ে নয় বরং গঠনমুলক সমাধান দিয়ে সকলে যথাসাধ্য চেষ্টা করবেন সাহায্য করার।
১।আমার কম্পিউটারে গোপন ভাইরাস ব্যাপকভাবে আঘাত হেনেছে।প্রায় একমাস আগে এক্সপি সেটআপ দেয়ার পর গতদিন আবার এক্সপি সেটআপ দিতে হল,কেননা ট্রোজান,ম্যালওয়্যার,অ্যাডওয়্যার এর কারনে আমার ওয়ালপেপার সহ স্টার্ট মেনুটাই অদৃশ্য হয়ে যায় এবং পুরো সিস্টেম ফাইলকে ধ্বংস করে ফেলে। এর কারণ আমার মনে হয় ইন্টারনেট থেকে কিছু গেম,গান,মুভি বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করার ফলে খুব শক্তিশালী ভাইরাস ঢুকে গেছে যেটা ক্যাসপারস্কাই এর ফ্রী ভার্সন ইনস্টল করার পরও ধরতে পারেনি।এছাড়া এভিজি,আইওবিট সিকিউরিটি ও অন্যন্য অনেক এন্টিভাইরাস আমি ব্যাবহার করেছি। কিন্তু কোনটাই এখন পর্যন্ত ধরতে পারছেনা আমার পিসির ভাইরাসগুলোকে এবং কিছুদিন পর পর এক্সপি ইনস্টল করা ছাড়া উপায় থাকছেনা।এমতাবস্থায় কোন ইন্টারনেট এন্টিভারাস আমার পিসির এই গোপন শক্তিশালী ভাইরাসগুলোকে ধরতে পারবে এবং কি করলে ভাল হবে তা জানালে উপকৃত হবো
২।আমার একটি ব্লগস্পট সাইট রয়েছে যেটা থেকে টাকা আয়ের চেষ্ট করছি ,এটি একটি ফ্রী এসএমএস সাইট যার ঠিকানা হল http://www.freesms-now.blogspot.com কিন্তু সমস্যা হল আমার এই সাইটে কিভাবে সহজে ভিজিটর বাড়াব,কিভাবে গুগল অ্যাডে ক্লিক বাড়াব সেটা।আপনারা সকলে আমার সাইট ভিজিট করে দেখুন তাহলে সমস্যাটা বুঝতে পারবেন। সহজ কোন উপায় থাকলে জানাবেন।
৩।আমার চাইনিজ মোবাইল সেট ম্যাক্সিমাস ভি৯০ এবং এটাতে সফটওয়্যার এবং গেমস ডাউনলোড করতে চাই এবং এগুলো ব্লুটুথ দিয়ে আদানপ্রদান করতে চাই।আসলে কি সম্ভব হবে এটা করা?
৪।আমার এক আন্তীয় থাকে সৌদি আরবে ,তার কাছে জরুরীভাবে কল করা প্রয়োজন আপনারা যারা এই সাইটের টিউনার এবং ভিজিটর তারা কি কেউ বলতে পারেন যে কিভাবে ইন্টারনেটে সফটওয়্যার দ্বারা ফ্রী কল যায় সৌদি আরবে?যদি থাকে তাহলে জানাবেন।
৫।আমার টাইপিং গতি মোটামুটি ভাল ইংরেজি২৭-৩০,বাংলায় ২৪-২৭ আছে ,আপনাদের কাছে যদি কোন কম্পোজিং কাজ,কন্টেন্ট টাইপিং কাজ বা ক্যাপচা বাদে কোন ডাটা এন্ট্রি কাজ থাকে তাহলে আমাকে দিতে পারেন আমি দ্রুত করে দিতে পারব।যদি কারও কাছে থাকে তাহলে ইমেইল করে জানান। আমার ইমেইল:[email protected]

Level 0

আমি mahedihasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I want to discover new , search new , find new. Want to keep myself different than person.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Dear brother
You need to install Kaspersky Internet Security 2010 Full and register verson. You can buy http://www.officextracts.com in Bangladesh. I think all virus problem solve easily.

Regards
Akber
http://www.creative-computer.net

সব সমস্যার সমাধান দিতে তো পারবো না প্রথমটার সমাধান দেয়ার চেষ্টা করি। আপনি কি নিয়মিত অ্যান্টি-ভাইরাস আপডেট করেন? malwarebyte ব্যবহার করে দেখেছেন? আপনি কি XP ইন্সটল করার পরপর ই কোন পেন্ ড্রাইভ বা সিডি কম্পিউটার এ প্রবেশ করান? Avira Anitivirus ফ্রী অ্যান্টি-ভাইরাস গুলোর ভিতরে এখন সেরা। এটা দিয়ে পুরা কম্পিউটার (safe mode এ) নিয়ে একবার চেক করে নিন। সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার প্রয়োজন হয় এমন ফাইল গুলো কে কোথাও store করে পুরো কম্পিউটারটি ফরমাট করে নেন। যদি সম্ভব হয় তবে hijack this ব্যবহার করে আমাকে আপনার কম্পিউটার এর রিপোর্ট টি মেইল করে পাঠান। অথবা task manager থেকে রান হওয়া program list সেন্ড করুন। email: [email protected]
Linux Operating System(Red Hat,Fedora,Ubuntu,Kubuntu,Suse etc) ব্যবহার করতে পারেন সাধারনত লিনাক্স এ ভাইরাস ধরে না।

মেহেদি ভাই আপনি avira antivirus ব্যবহার করে দেখতে পারেন । যদি avira antivirus ট্রোজান,ম্যালওয়্যার,অ্যাডওয়্যার ধরতে পারে ।যদি কাজ না হয় তাহলে একটা সমাধান আছে deepfreez softwere ব্যবহার করতে পারেন ।এক্সপি সেটআপ এর পর আপনার প্রয়োজণী softwere instal এর পর deepfreez softwere instal করবেন । তার পর থেকে আপনার কম্পিউটার চালু করলে যা কিছু কাজ করেন না কেন কম্পিউটার shoutdowen দেবার পর deepfreez softwere instal এর আগে আপনার কম্পিউটার যেভাবে virus মুক্ত ছিল টিক সে ভাবে হবে তাহলে আর virus এর ভয় থাকবে না । এখন ভাবছেন কম্পিউটার এ যে কাজ করবেন সেগুলো মুছে যাবে আরেকটা যামেলা , তার জন্য আপনি usb drive ব্যবহার করতে হবে যা কাজ করবেন তা copy করে usb drive এর মাজে রেখে দিবেন । যদি deepfreez softwere লাগে তাহলে আমাকে বলবেন আমার কাছে আছে মেইল করে দেব free যে গুলো পাওয়া যায় ওগুলো ভাল নয় ।আর ইন্টারনেটে সফটওয়্যার দ্বারা ফ্রী কল যায় সৌদি আরবে ওটা জানা নেই কারণ আমি সৌদি আরবে থাকি । মেহেদি ভাই আমি যা ওয়েব সাইট এর publish এর কথা বলেছিলাম ওটা solve হয় না আমি হস্টিং করেছি zymic site থেকে user name ,passwerd , hosting name টিকই দিয়েছি কিন্তু বার বার এই মেসেইজটা দেয় Preparing to Connect …
< 220———- Welcome to Pure-FTPd [privsep] [TLS] ———-
< 220-You are user number 67 of 100 allowed.
< 220-Local time is now 13:09. Server port: 21.
< 220-This is a private system – No anonymous login
< 220-IPv6 connections are also welcome on this server.
USER sylhet
PASS *******
< 530 Login authentication failed
Unable to establish a connection to server:

Publishing Failed !
যদি কারু জানা তাকে কিভাবে solve করতে পারব please আমাকে মেইল করে বলেন কিভাবে আমি টনশ্ন মুক্ত হতে পারব মেইল আডি [email protected]।ধন্যবাদ ।মেহেদি ভাই softwere লাগলে জানাবেন ।

মেহেদি ভাই আপনি avira antivirus ব্যবহার করে দেখতে পারেন । avira antivirus ট্রোজান,ম্যালওয়্যার,অ্যাডওয়্যার ধরতে পারে ।যদি কাজ না হয় তাহলে একটা সমাধান আছে deepfreez softwere ব্যবহার করতে পারেন ।এক্সপি সেটআপ এর পর আপনার প্রয়োজণী softwere instal এর পর deepfreez softwere instal করবেন । তার পর থেকে আপনার কম্পিউটার চালু করলে যা কিছু কাজ করেন না কেন কম্পিউটার shoutdowen দেবার পর deepfreez softwere instal এর আগে আপনার কম্পিউটার যেভাবে virus মুক্ত ছিল টিক সে ভাবে হবে তাহলে আর virus এর ভয় থাকবে না । এখন ভাবছেন কম্পিউটার এ যে কাজ করবেন সেগুলো মুছে যাবে আরেকটা যামেলা , তার জন্য আপনি usb drive ব্যবহার করতে হবে যা কাজ করবেন তা copy করে usb drive এর মাজে রেখে দিবেন । যদি deepfreez softwere লাগে তাহলে আমাকে বলবেন আমার কাছে আছে মেইল করে দেব free যে গুলো পাওয়া যায় ওগুলো ভাল নয় ।আর ইন্টারনেটে সফটওয়্যার দ্বারা ফ্রী কল যায় সৌদি আরবে ওটা জানা নেই কারণ আমি সৌদি আরবে থাকি । মেহেদি ভাই আমি যা ওয়েব সাইট এর publish এর কথা বলেছিলাম ওটা solve হয় না আমি হস্টিং করেছি zymic site থেকে user name ,passwerd , hosting name টিকই দিয়েছি কিন্তু বার বার এই মেসেইজটা দেয় Preparing to Connect …
< 220———- Welcome to Pure-FTPd [privsep] [TLS] ———-
< 220-You are user number 67 of 100 allowed.
< 220-Local time is now 13:09. Server port: 21.
< 220-This is a private system – No anonymous login
< 220-IPv6 connections are also welcome on this server.
USER sylhet
PASS *******
< 530 Login authentication failed
Unable to establish a connection to server:

Publishing Failed !
যদি কারু জানা তাকে কিভাবে solve করতে পারব please আমাকে মেইল করে বলেন কিভাবে আমি টনশ্ন মুক্ত হতে পারব মেইল আডি [email protected]।ধন্যবাদ ।মেহেদি ভাই softwere লাগলে জানাবেন ।

১। যে কোন একটি শক্তিশালি এন্টিভাইরাস ব্যাবহার করেন আর এগুলো নিয়ে বেশী চিন্তা করবেন না কারন ভাইরাস এর ক্ষেত্রে যেটা দেখি বনের বাঘ নয় মনের বাঘ খায়।
২। আর ভিজিটর এবং ক্লিক বাড়ানোর জন্য আমাকে মেইল করতে পারেন।
৪। ফ্রি ফোনের জন্য http://evaphone.com/ দেখতে পারেন।
৫। আর কাজের জন্য আপনি ফ্রি ল্যান্সিং সাইটে ট্রাই করতে পারেন লেগে থাকলে সাফল্য নিশ্চিত।

    শাকিল আরেফিন ভাই আপনার মেইল অ্যাডড্রেসটি দিন। ফ্রি ফোনের জন্য যে লিংকটি দিয়েছেন তা কাজ করছেনা অন্য কোন লিংক দিন থাকলে যেটাতে সৌদি আরব ফ্রী কল করা যায়

    [email protected]

    আর ফ্রি ফোনের লিংটা কাজ করে এটা পরীক্ষিত।

    evaphone.com দিয়ে সৌদি আরবে কল করতে গেলে বারবার একই মেসেজ দেয় ডাইরেকশন ইজ নট সার্পোটেড। কাজেই আপনার সাইট দিয়ে কল করা সম্ভব নয়। অন্য কোন সাইট থাকলে দিবেন।