সহজেই তৈরি করুন জিফ এনিমেশন

সবাইকে আসন্ন শীতের উষ্ণ শুভেচ্ছা। গ্রাফিকাল রিপ্রেজেন্টেশনের জন্য .gif এনিমেশন খুব জনপ্রিয়। আমাদের নিওফাইটের টিউন দেখে তা সহজেই অনুধাবন করা যায়। তাই আজ আপনাদের সাথে এমন একটি পোর্টেবল সফটওয়্যার শেয়ার করব যা দিয়ে আপনারা খুব সহজেই .png, .jpg, .jpeg ইমেজ দিয়ে .gif এনিমেশন তৈরি করতে পারবেন। হাসনাত ভাইয়ের মত অসাধারণ জিফ বানানো হয়ত সম্ভব হবে না। তবে মোবাইলের জন্য আপনার পছন্দের ছবিগুলো দিয়ে ইচ্ছেমত জিফ তৈরি করে নিতে পারবেন। তাহলে শুরু করা যাক-

 

  • প্রথমে ডাউনলোড করে নিন AnimateGif নামের ক্ষুদ্র (মাত্র ৯৬.২২২ কিলো বাইট) পোর্টেবল সফটওয়্যারটি।

 

  • AnimateGif চালু করুন।

 

 

  • এবার যে ছবিগুলো দিয়ে আপনি জিফ এনিমেশন তৈরি করবেন সেগুলো Drag করুন।

 

 

  • Loop animation অপশনটি ডিফল্টভাবে মার্ক করা থাকবে, এর ফলে এনিমেশনটি অনবরত চলতে থাকবে। যদি চান যে এনিমেশন একবার চলার পর বন্ধ হয়ে যাবে তবে এটি আনমার্ক করে দিন। Frame delay এর মাধ্যমে এক ফ্রেম থেকে অপর ফ্রেমের মধ্যবর্তী সময় ব্যবধান এবং এনিমেশনের Quality সেট করুন।

 

 

  • সব সেট করা হয়ে গেলে Animate ক্লিক করে কোথায় সেভ করবেন তা ঠিক করুন এবং Save করুন।

 

 

ব্যস, হয়ে গেল। Process কমপ্লিট হওয়ার পর যেকোন জিফ ভিউয়ার অথবা ব্রাউজার দিয়ে দেখে নিন আপনার এনিমেশন।

 

যদি একটু ধৈর্য আর ক্রিটিক্যালি কাজ করতে পারেন, তাহলে নিচেরটার মত এনিমেশনও বানাতে পারবেন

Level 0

আমি তাহমিদুল ইসলাম তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 492 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন তো… 🙂

nice

খুবই সুন্দর হয়েছে …………..জিফ এনিমেশন নিয়ে আরো কিছু টিউন করুন ।

ধন্যবাদ

আরে আরে তন্ময় ভাই , আমি আপনার একজন ছাত্র হিসেবে নাম রেজিস্ট্রেশন করলাম । স্যার একদম বাধ্য ছাত্রের মত শিখব , এবং টিঊনে অ্যাপ্লাই করে আপনাকে দিয়ে এভ্যালুয়েট ও করিয়ে নেব । কি স্যার শেখাবেন তো !
আর আপনি ছাত্র না নিলেও আমি একলব্য হতে রাজি । 🙂 🙂

সফটওয়্যার নিয়ে টিউন দেখলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়।ধন্যবাদ শেয়ার করার জন্য।লেখাগুলো কি ভাবে লিখলেন তা বিস্তারীত জানিয়ে টিউন করলে বোধহয় অনেকেরই উপকার হবে।টেকটিউনসে যে পর্দার আড়ালে কত মেধাবী মুখ লুকিয়ে আছে তা বোঝা কার সাধ্য????

খুব সুন্দর হয়েছে।ধন্যবাদ তন্ময় ভাই।আপনার টেক্স অ্যানিমেশন তৈরির সফটওয়্যারটি কি দেওয়া যাবে?

এহে, কালকে একটু বিজি ছিলাম তাই টিউন মিছ করলাম। চ্রম টিউন। অনেক ধন্যবাদ।
আমি আবার ইজি জিফ অ্যানিমেটর ইউজ করি। 8)

আমার গুরু আপনার দোস্তো আপনের লগে আমারে পাঠাইছেন।

নজরুল গীতি লইয়া আমি একটা টিউন করছিলুম। তা ভাবলাম Avatar এ নজরুলের কিছু ছবি লইয়া একটা জিফ দিই।

হয় নাই।

কথা দিলাম অখন থেইক্যা জ্বালাইয়া মারুম।

সমস্যা হইলে তো কথাই নাই।

valo 1ta jinis dichen. Dhonnobad.

      @উন্মাদ তন্ময়: স্যার, আমাকে সাহায্য করুন। আমি ছবি Drag করে সবকিছু সেট করে Animate-এ ক্লিক করে পছন্দমত জায়গায় save দিয়েছি। 0% হয়েই আছে; কোন progress নাই। প্রায় ১ ঘণ্টা ধরে এমনই থাকে, Cancel-এ ক্লিক করে আবার নতুন করে করেছি, কাজ হয় না।
      স্যার কি করব ???

apnake asnkho donnobad ai tune ti koorar jnno