সবাইকে আসন্ন শীতের উষ্ণ শুভেচ্ছা। গ্রাফিকাল রিপ্রেজেন্টেশনের জন্য .gif এনিমেশন খুব জনপ্রিয়। আমাদের নিওফাইটের টিউন দেখে তা সহজেই অনুধাবন করা যায়। তাই আজ আপনাদের সাথে এমন একটি পোর্টেবল সফটওয়্যার শেয়ার করব যা দিয়ে আপনারা খুব সহজেই .png, .jpg, .jpeg ইমেজ দিয়ে .gif এনিমেশন তৈরি করতে পারবেন। হাসনাত ভাইয়ের মত অসাধারণ জিফ বানানো হয়ত সম্ভব হবে না। তবে মোবাইলের জন্য আপনার পছন্দের ছবিগুলো দিয়ে ইচ্ছেমত জিফ তৈরি করে নিতে পারবেন। তাহলে শুরু করা যাক-
ব্যস, হয়ে গেল। Process কমপ্লিট হওয়ার পর যেকোন জিফ ভিউয়ার অথবা ব্রাউজার দিয়ে দেখে নিন আপনার এনিমেশন।
যদি একটু ধৈর্য আর ক্রিটিক্যালি কাজ করতে পারেন, তাহলে নিচেরটার মত এনিমেশনও বানাতে পারবেন
আমি তাহমিদুল ইসলাম তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 492 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন তো… 🙂