সহজেই তৈরি করুন জিফ এনিমেশন ( টাইপিং ইফেক্ট )

গতকালকের টিউনে উদাহরণ হিসেবে যে জিফটি দিয়েছিলাম, অনেকেই জানতে চেয়েছেন তা কিভাবে তৈরি করেছি। তাই আজ আবার টিউন করতে বসলাম। যদি জানতাম এটা নিয়ে আবার টিউন করব তাহলে গতকালকের  ফাইলগুলো ডিলেট করতাম না। যাই হোক, যেহেতু নতুন ভাবে শুরু করছি তাই নতুন কিছুই করি।

 

টাইপিং ইফেক্ট তৈরি

 

  • প্রথমে যেকোন গ্রাফিক্স এডিটর চালু করুন। যেহেতু উইন্ডোজে ডিফল্টভাবে পেইন্ট থাকেই, তাই আমি সেটিই ব্যবহার করলাম। আপনার পছন্দমত ফ্রেমের সাইজ দিন। অথবা চাইলে কোন ছবিও ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন।

 

 

  • এবার TEXT অপশনের মাধ্যমে আপনার একেকটি করে বর্ণ লিখে .png/ .jpg/ .jpeg ফরম্যাটে ক্রমানুসারে সেভ করুন। View থেকে Gridlines অপশনটি এনাবেল করে দিন, এতে করে বর্ণগুলো একি মাত্রায় লেখতে সুবিধা হবে। ফাইলের নেম হিসেবে 1,2,3,4....... নাম্বার ব্যবহার করুন। এর ফলে ফাইলগুলো সিরিয়ালভাবে থাকবে।

 

 

নিম্নরুপে ফাইলগুলো তৈরি করে সেভ করতে থাকুন-

 

 

এভাবে বাকিগুলো সেভ করতে থাকুন।

 

 

  • সবগুলো ফাইল তৈরি করা হয়ে গেলে AnimateGif ব্যবহার করে বানিয়ে ফেলুন আপনার কাঙ্ক্ষিত এনিমেশন।

ইনশাল্লাহ পরবর্তী টিউনে ব্লিংকিং ইফেক্ট দেখাব। টেকটিউনসের সাথেই থাকুন।

Level 0

আমি তাহমিদুল ইসলাম তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 492 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অছাম হৈছে!!!
আমিও শিখতে চাই। 😳
বাসায় আইসা শিখাইয়া দে।
টিউনের জন্য ধন্যবাদ। 🙂 :mrgreen:

হুম!! নিচে দেখলাম স্কাইপি, শিয়াল, ক্রোম (!), মিউটরেন্ট!!! ব্যপার কী? 😕

খুব সুন্দর হয়েছে স্যার ! জলবত তরলম ! একে বারে সহজ ভাবে শিখলাম । ধন্যাপাতা লউন কুচি কুচি কইর‍্যা কাইট্যা দিলাম ।:) 🙂 🙂

আমি একটা জিনিস বুঝলাম না ❗
জিফ নিয়া যখন টিউন করছস তখন ফিচারড ইমেজটাও জিফ দিলে ভাল হইত। 😉
জিফ ফিচারড ইমেজ দেওয়ার জন্য জিফ ফরম্যাটের ইমেজ 75X75 রেজুতে রিসাইজ কইরা আপলোড কর। দেখবি কাজ হঐছে।
যাউজ্ঞা, জ্ঞান দিলাম বইলা মনে কিচু নিস না। তোর সব জানা আছে ধইরাই জ্ঞান দিলাম। 😛

    @নিওফাইটের রাজ্যে: বেটা আগে কবি না। ঐদিন জিফ আপলোড করতে গিয়ে মেজাজ গরম হইয়া গেছিলো। টিউনের মধ্যেও জিফ কাম করতাছিল না। পরে ব্লাগারে আপলোড কইরা এইখানে দিছি। ফিচারড ইমেজ যেইডা দিছিলাম, ঐডাও জিফ, মাগার 256 x 256 😛

      @উন্মাদ তন্ময়: এইডা কুন ব্যপার না। ফিচারড ইমেজ জিফ খালি সাইফুল ভাই আর শাওন ভাই-ই দেয় এছাড়া কাউরে দিতে দেখি নাই। এরপর থিকা আমরাও দিমু। কি কস?

apnar gif ar link koi?

টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ তন্ময় ভাই।ব্লিংকি্ ইফেক্ট টিউনটির জন্য অপেক্ষা করছি।

আপনার টিউনটি আমার অনেক ভাল লেগেছে। ধন্যবাদ।

হ । আমার গুরু ঠিক জায়গাতেই পাঠাইছেন।

Level 0

valo post
but
Ki software use korsen bujlam na
soft er link ta den

@Romi: @Romi: ভাইতো দেখতাছি মানব সেবায় নামছেন 😛

@Romi: ভাইডি, আপনি শুধু মানবসেবাই নয়, মানুষের স্বাস্থ্যসেবায়ও নিজেকে নিয়োজিত করেছেন। ৬ লাখ ক্লিকে ১ আউন্স চর্বি কমে!!! 😛

সেদিক থেকে আপনাকে অভিনন্দন জানাই। 😈